সিরিয়ায় কারাগার থেকে শত শত বন্দি পালিয়েছেন

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শাদ্দাদি কারাগার থেকে বিপুল সংখ্যক ইসলামিক স্টেট (আইএস) সদস্য পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১২০ জন বন্দি পালিয়ে যাওয়ার কথা জানালেও, কুর্দি সংবাদমাধ্যমগুলো এই সংখ্যা প্রায় ১৫০০ বলে দাবি করছে।

এই ঘটনার জন্য সিরীয় সেনাবাহিনী কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ-কে দায়ী করেছে। বর্তমানে সিরীয় বিশেষ বাহিনী শহরটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে এবং ইতোমধ্যে ৮১ জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

সিরীয় সেনাবাহিনী এক বিবৃতিতে অভিযোগ করেছে, এসডিএফ এই জঙ্গিদের মুক্তি দিয়েছে।

উল্লেখ্য, কয়েক দিনের তীব্র লড়াইয়ের পর গত রোববার (১৮ জানুয়ারি) এসডিএফ রাক্কা এবং দেইর আল-জোর প্রদেশ থেকে নিজেদের সরিয়ে নিতে সম্মত হয়। এই এলাকাগুলো দীর্ঘদিন ধরে কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল এবং এখানেই সিরিয়ার প্রধান তেলক্ষেত্রগুলো অবস্থিত।

বর্তমানে সিরীয় সেনাবাহিনীর ইউনিট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী শাদ্দাদিতে প্রবেশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৮১ জনকে ইতোমধ্যে পুনরায় গ্রেফতার করা হয়েছে। শহরের চারপাশের এলাকায় এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি বন্দিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নোবেল না পাওয়ায় ফের নরওয়েকে দায়ী করলেন ট্রাম্প

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টর জানিয়েছেন, তার ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পাঠানো এক মেসেজের জবাবে তিনি ওই টেক্সট মেসেজটি পেয়েছেন। তবে নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে। এর সঙ্গে নরওয়ে সরকারের কোনো সম্পর্ক নেই।

৩ ঘণ্টা আগে

নোবেল না পাওয়ায় শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তিনি আর 'শুধু শান্তির কথা ভেবে' চলতে বাধ্য নন। ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন, নরওয়েজীয় নোবেল কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় তিনি এখন শান্তির চিন্তা করার বিষয়ে আর কোনো 'দায়বদ্ধতা'

১৭ ঘণ্টা আগে

গাজায় ট্রাম্পের শান্তি পরিষদে আমন্ত্রণ ভারত-পাকিস্তানকে

ফিলিস্তিনের গাজায় চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

১ দিন আগে

ইরানে প্রাণহানি বেড়ে ৫ হাজার, বিক্ষোভে বিদেশি শক্তির 'ইন্ধন' দেখছে সরকার

ওই কর্মকর্তা বলেন, বিক্ষোভের সময় ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজরা’ নিরীহ ইরানিদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালিয়েছে। তার দাবি, সহিংসতার বড় একটি অংশ পরিকল্পিত ছিল এবং এর পেছনে বিদেশি শক্তির সংশ্লিষ্টতা রয়েছে।

১ দিন আগে