কানাডা-মেক্সিকোর রপ্তানি পণ্যের শুল্ক আরোপ পেছালেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মেক্সিকান এবং কানাডিয়ান রপ্তানির উপর তার নতুন করে আরোপ করা ২৫% শুল্ক চার সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের কাছ থেকে সরাসরি একথা জানার পর যে কিভাবে তার সরকার যুক্তরাষ্ট্রে অভিবাসন-প্রত্যাশীদের ঢল নিয়ন্ত্রণে এবং প্রাণনাশী মাদক ফেন্টানল চোরাচালান বন্ধ করতে সাহায্য করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মেক্সিকোর অধিকাংশ রপ্তানি পণ্যের উপর ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য পিছিয়ে দেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন যে শুল্কের উপর এই ছাড় ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং ২০১৮ সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের সময়ে মেক্সিকো ও কানাডার সাথে যে বানিজ্য চুক্তি হয়েছিল তার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি মেক্সিকোর পণ্য আমদানি করবে সেগুলোর উপরও শুল্ক আরোপ করা হবে না।

কয়েক ঘন্টা পরে, তিনি কানাডার নতুন শুল্ক আরোপ পিছিয়ে দেন, যদিও এক মাসে উভয় দেশে শুল্কের কী হবে তা অজানা। এর আগে মেক্সিকো ও কানাডাতে প্রস্তুত যে সব গাড়ি যুক্তরাষ্ট্রে চালান করা হচ্ছে সেগুলোর উপর নতুন কর আরোপ এক মাস পর্যন্ত বুধবার স্থগিত করেন ট্রাম্প।

তার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন তিনি মেক্সিকান পণ্যের উপর শুল্কের ছাড় দিয়েছেন, “প্রেসিডেন্ট শেইনবামের প্রতি শ্রদ্ধাবশত এবং সহায়তা করার জন্য। আমাদের সম্পর্ক খুব ভাল এবং আমরা যুক্তরাষ্ট্রে অবৈধ বিদেশিদের এবং একই ভাবে ফেন্টানলের প্রবেশ থামাতে সীমান্তে কঠিন পরিশ্রম করে যাচ্ছি।"

তিনি তার পোস্ট শেষ করেছেন এই বলে, “ধন্যবাদ প্রেসিডেন্ট শেইনবাম, আপনার কঠিন পরিশ্রম ও সহযোগিতার জন্য।” বৃহস্পতিবার এক বিবৃতিতে শেইনবাম বলেন, “আমরা সম্মত হয়েছি যে আমাদের কাজ এবং সহযোগিতার ফলে, আমাদের স্বায়ত্ত্বশাসনের প্রতি সম্মানের পরিকাঠামোর মধ্যেই আমরা অভূতপূর্ব সুফল পেয়েছি।”

পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে বৃহস্পতিবারের ফোনালাপের সময়ে ট্রাম্প প্রথমে তার শুল্ক বহাল রাখতে চেয়েছিলেন।

তবে শেইনবাম বলেন, তিনি গত মাসে তার কিছু সাফল্যের দৃষ্টান্ত তুলে ধরেন যেমন মেক্সিকো কিভাবে যুক্তরাষ্ট্রে ফেন্টানলের পাচার কমিয়ে এনেছে এবং মেক্সিকোর কর্তৃপক্ষ কিভাবে ২৯টি শীর্ষ ও সংগঠিত মাদক চোরাচালানিদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। এই অপরাধীদের যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চাইছিলেন। যুক্তরাষ্ট্রে মাদক দ্রব্যের চোরাচালান এবং অভিবাসন-প্রত্যাশীদের ঢল থামাতে তিনি মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তে ১০,০০০ সৈন্যও পাঠিয়েছেন।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া তার ভাষণে শুল্ক নিয়ে বিভ্রান্তির কথাটি স্বীকার করে ট্রাম্প বলেন, “শুল্ক হচ্ছে আমেরিকাকে আবার ধনী করে তোলার প্রচেষ্টা, আমেরিকাকে আবার মহান করা। একটু বিভ্রান্তি হবে কিন্তু আমরা ঠিক আছি। সেটা এমন কিছু নয়।”

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সুদানে ড্রোন হামলায় নিহত ৬০

বিবিসি জানিয়েছে, নিহতদের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, হামলার সময় আশ্রয়কেন্দ্রে বহু নারী ও শিশু অবস্থান করছিলেন।

৭ ঘণ্টা আগে

দেওবন্দে আফগান পররাষ্ট্রমন্ত্রী, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত

মুতাকি বলেন, এত আন্তরিক অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। আমি আশাবাদী, ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা নতুন কূটনীতিক পাঠাব এবং আশা করি আপনাদের কেউ কেউও কাবুল সফরে যাবেন। দিল্লিতে যেভাবে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছে, তাতে আমি ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সম্পর্কের সম্ভাবনা দেখছি।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

ভেনেজুয়েলার বিরোধী দলের আপসহীন নেত্রীকে পুরস্কার দেওয়ার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ বলেছে, শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে। ট্রাম্প নোবেল না জিতলেও তিনি শান্তির জন্য কাজ করে যাবেন।

১ দিন আগে

ভারত সফরে এসে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান নিয়ে যা বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

১ দিন আগে