রাশিয়া-ইরানসহ ৭৫ দেশের মার্কিন ভিসা স্থগিত, তালিকায় বাংলাদেশও

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রের ভিসা। প্রতীকী ছবি

“পাবলিক চার্জ” হওয়ার আশঙ্কা রয়েছে— এমন আবেদনকারীদের দমন করতে ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় রাশিয়া ও ইরানসহ রয়েছে বাংলাদেশও।

বুধবার (১৪ জানুয়ারি) ফক্স নিউজের খবরে বলা হয়েছে, এই স্থগিতাদেশ ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ভিসা প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল বহাল থাকবে।

ফক্স নিউজ ডিজিটালের হাতে আসা পররাষ্ট্র দপ্তরের এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে। স্মারকে কনস্যুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে, যতদিন না বিভাগটি স্ক্রিনিং ও ভেটিং প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ করে।

২০২৫ সালের নভেম্বর মাসে পররাষ্ট্র দপ্তরের একটি কেবল বিশ্ব জুড়ে সব মিশনে পাঠানো হয়, যেখানে কথিত “পাবলিক চার্জ” বিধানের আওতায় কনস্যুলার কর্মকর্তাদের কঠোর নতুন স্ক্রিনিং নিয়ম প্রয়োগের নির্দেশ দেওয়া হয়।

এই নিয়মে বয়স্ক বা অতিরিক্ত ওজনের আবেদনকারী, কিংবা যাদের অতীতে কোনো সরকারি নগদ সহায়তা গ্রহণ বা প্রাতিষ্ঠানিক পরিচর্যার ইতিহাস রয়েছে—তাদের ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে এসে পাবলিক চার্জে পড়তে পারে এবং আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার করবে— এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণা করতে পররাষ্ট্র দপ্তর তার দীর্ঘদিনের ক্ষমতা ব্যবহার করবে।

পিগট আরও বলেন, এই ৭৫টি দেশ থেকে অভিবাসন সাময়িকভাবে স্থগিত রাখা হবে, যতদিন না পররাষ্ট্র দপ্তর ভিসা প্রক্রিয়াকরণ পদ্ধতি পুনর্মূল্যায়ন করে এবং কল্যাণ ও জনসুবিধা গ্রহণে আগ্রহী বিদেশিদের প্রবেশ রোধে ব্যবস্থা নেয়।

পাবলিক চার্জ বিধানটি কয়েক দশক ধরে বিদ্যমান থাকলেও বিভিন্ন প্রশাসনের সময় এর প্রয়োগ ভিন্ন ভিন্ন হয়েছে। ঐতিহাসিকভাবে কনস্যুলার কর্মকর্তাদের এই মানদণ্ড প্রয়োগে বিস্তৃত ক্ষমতা দেওয়া ছিল।

নতুন স্থগিতাদেশে ব্যতিক্রম “খুব সীমিত” থাকবে এবং কেবল তখনই অনুমোদন দেওয়া হবে, যখন আবেদনকারী পাবলিক চার্জ সংক্রান্ত সব বিবেচনা পেরিয়ে আসতে পারবেন।

বাইডেন প্রশাসনের অধীনে ২০২২ সালের পাবলিক চার্জ নীতিতে বিবেচ্য সুবিধার পরিধি সীমিত করা হয়েছিল— মূলত নগদ সহায়তা ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক পরিচর্যায় সীমাবদ্ধ রেখে। সেখানে এসএনএপি (খাদ্য সহায়তা), নারী, শিশু ও নবজাতকের পুষ্টি কর্মসূচি, মেডিকেইড বা আবাসন ভাউচারের মতো সুবিধা অন্তর্ভুক্ত ছিল না।

ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট দীর্ঘদিন ধরেই কনস্যুলার কর্মকর্তাদের পাবলিক চার্জের ভিত্তিতে আবেদনকারীদের অগ্রহণযোগ্য ঘোষণা করার ক্ষমতা দেয়। তবে ২০১৯ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংজ্ঞা সম্প্রসারিত করে আরও বিস্তৃত সরকারি সুবিধা অন্তর্ভুক্ত করেন। এ সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে; আংশিকভাবে তা স্থগিত হয় এবং পরে বাইডেন প্রশাসন তা প্রত্যাহার করে।

ভিসা স্থগিত হওয়া দেশের তালিকা

আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বার্বুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে আজই হতে পারে তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড

এরফানকে গত বৃহস্পতিবার তেহরানের উত্তর–পশ্চিমের শহর কারাজ থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে শহরে বিক্ষোভ তুঙ্গে থাকায় ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছিল। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তাঁর বিচার সম্পন্ন হয়ে দোষী সাব্যস্ত করা এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

তিন দেশের মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ নির্বাহী আদেশের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের তিনটি আঞ্চলিক শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

১৫ ঘণ্টা আগে

দুই সপ্তাহের বিক্ষোভে ইরানে নিহত ১২ হাজার

সিবিএস নিউজ জানায়, টেলিফোন লাইনের সংযোগ ধীরে ধীরে সচল হওয়ায় এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এরমধ্যে দুটি সূত্র জানায়, গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষ মারা গেছে। তবে এ সংখ্যা ২০ হাজার হওয়ার সম্ভাবনাও রয়েছে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশের সঙ্গে সামরিক যোগাযোগ অক্ষুণ্ন রয়েছে: ভারতের সেনাপ্রধান

বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক যোগাযোগ স্বাভাবিক ও অক্ষুণ্ন রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, বাংলাদেশের তিন বাহিনীর সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগ আছে এবং কোনো স্তরেই যেন ভুল বোঝাবুঝি না হয়— সে লক্ষ্যেই এ যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

১ দিন আগে