মার্কিন সিনেটে বিল পাস, অবসান ঘটছে ৪০ দিনের শাটডাউনের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৬: ৪৯
দীর্ঘ ৪০ দিন ধরে চলছিল শাটডাউন। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতার ফলে তার অবসান ঘটতে চলেছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের অবসান ঘটাতে চুক্তিতে পৌঁছেছেন সিনেটররা। সিনেটে এমন একটি চুক্তি হয়েছে, যা ৪০ দিনব্যাপী দীর্ঘ শাটডাউনের অবসান ঘটাতে পারবে। তবে এ চুক্তি কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।

মার্কিন গণমাধ্যমে সিবিএসের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর ভোটের সিদ্ধান্ত হয়।

এ চুক্তি যুক্তরাষ্ট্র জুড়ে সরকারি সেবাগুলো সম্পূর্ণভাবে পুনরায় চালু হওয়ার পথ খুলে দিতে পারে। তবে ভোট প্রদানের মাধ্যমে শাটডাউনের অচলাবস্থা কাটার ইঙ্গিত মিললেও এ নিয়ে এখনো বেশি কিছু বাধা রয়ে গেছে। কেননা এ চুক্তি পুরোপুরি কার্যকর হতে কতদিন সময় লাগবে এবং এ চুক্তি টেকসই হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এর আগে গত ৪০ দিন ধরে যুক্তরাষ্ট্রে চলছে এ অচলাবস্থা। এর ফলে ফেডারেল কর্মীরা বেতন পাচ্ছেন না, বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করছে এবং লাখ লাখ আমেরিকানদের খাদ্য সহায়তা পেতেও দেরি হচ্ছে।

সবশেষ সিনেটে অধিবেশন শুরু থেকেই জটিল হয়ে ওঠে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ডেমোক্র্যাটদের দাবি ছিল মেয়াদোত্তীর্ণ স্বাস্থ্যবিমায় ভর্তুকির মেয়াদ এক বছর বাড়ানো। রোববার সিনেটে চুক্তির পর সেই চুক্তিতে কী আছে, সেটি নিয়েও নানা আলোচনা হচ্ছে।

একটি সূত্রের বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, এই চুক্তির আওতায় শাটডাউনের সময় যেসব কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হবে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন অর্থায়নের মেয়াদও জানুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা রয়েছে চুক্তিতে। এতে ডেমোক্র্যাটদের দাবি করা স্বাস্থ্যবিমা, ট্যাক্স ক্রেডিট বিষয়েও ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। এ ভোট ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ নাগাদ হবে বলে উল্লেখ হয়েছে চুক্তিতে।

অন্য একটি সূত্র জানিয়েছে, মেইনের সিনেটর অ্যাঙ্গাস কিং ও নিউ হ্যাম্পশায়ারের সিনেটর জিন সাহিন ও মেগি হাসান এই চুক্তির নেতৃত্ব দিচ্ছেন। তারা সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন ও হোয়াইট হাউজের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এ চুক্তিতে পৌঁছেছেন।

চুক্তিটি সিনেটে অনুমোদিত হলেই যে চলমান শাটডাউন বা অচলাবস্থা পুরোপুরি কেটে যাবে, তা নয়। কারণ এটি হবে কেবল প্রথম ধাপ।

তাছাড়া চুক্তিটি আনুষ্ঠানিকভাবে পাস করার সময়সূচি ও এ নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। কারণ এ চুক্তি নিয়ে যারা বিরোধিতা করছে তারা চাইলেই এই প্রক্রিয়াটির গতি ধীর করতে পারেন। এরপর সেটি শেষ হলে অনুমোদিত চুক্তি পুনরায় প্রতিনিধি পরিষদে ফিরে যাবে আরেক দফা ভোটের জন্য।

শাটডাউন কাটাতে অর্থাৎ সরকারি কার্যক্রম পুনরায় চালু করতে মোট ভোটের প্রয়োজন ৬০টি। জানা গেছে, তারা সেই সংখ্যা পূরণের মতো সমর্থন পেয়েছে। শেষ খবর পর্যন্ত সিনেটররা ৫৩-৪৭ ভোটে এগিয়ে ছিল। কিন্তু অন্তত সাতজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের প্রস্তাবিত চুক্তিকে সমর্থন করায় ৬০ ভোটের বাধ্যবাধকতা পূরণ হয়ে যাবে।

তবে কিছু রিপাবলিকান সিনেটর এ চুক্তির বিপক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। তাদেরই একজন চাক শুমার নিশ্চিত করেছেন, তার কিছু সহকর্মী রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে যে চুক্তিতে সম্মত হয়েছেন, তিনি সেই চুক্তির পক্ষে নন। কারণ যুক্তরাষ্ট্র বর্তমানে রিপাবলিকানদের তৈরি স্বাস্থ্যসেবা সংকটের মধ্যে আছে বলে মনে করছেন তিনি।

শাটডাউন কাটাতে ভোট কেন গুরুত্বপূর্ণ

গত ১ অক্টোবর ছিল ফেডারেল সরকারের তহবিল বরাদ্দের শেষ দিন। ওই দিন রিপাবলিকান ও ডেমোক্রাটরা অর্থবিল পাস করার বিষয় একমত হতে না পারায় তৈরি হয় সংকট। সরকারি সেবা সাময়িকভাবে স্থগিত থাকে। এমনিতেই যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী বেতনবিহীন ছুটিতে আছেন বা বেতন ছাড়া কাজ করছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্রের এই সরকারি শাটডাউন শিগগিরই শেষ হবে। রোববার সংক্ষিপ্তভাবে তিনি সাংবাদিকদের বলেন, এ নিয়ে আমরা খুব শিগগিরই বিস্তারিত জানাব।

সরকারি শাটডাউন নিয়ে চলা এই দ্বন্দ্বে ডেমোক্র্যাটদের প্রধান দাবি ছিল লাখ লাখ আমেরিকান নাগরিকের স্বাস্থ্যসেবা সুবিধার মেয়াদ বাড়ানো নিশ্চিত করা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সংবাদে পক্ষপাতের অভিযোগ, বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ

বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট এসব অভিযোগ তুলেছেন। অভিযোগে ডোনাল্ড ট্রাম্প, গাজা ও ট্রান্সজেন্ডারদের অধিকার ইস্যুতে খবর পরিবেশনে ‘গুরুতর ও সামগ্রিক পদ্ধতিগত’ পক্ষপাতিত্বের বিষয়টি উঠে এসেছে।

১৬ ঘণ্টা আগে

'চিফ অব ডিফেন্স ফোর্সেস' পদ সৃষ্টি করল পাকিস্তান

বিলে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে, যা সশস্ত্র বাহিনীর বিষয়াদি নিয়ন্ত্রণ করে। সংশোধন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস নিয়োগ দেবেন।

১ দিন আগে

শাটডাউনে যুক্তরাষ্ট্রে প্রায় দেড় হাজার ফ্লাইট বাতিল

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) চলতি সপ্তাহের শুরুতেই দেশের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে বিমান চলাচলের ক্ষমতা ১০ শতাংশ পর্যন্ত কমানোর কথা বলেছিলো।

১ দিন আগে

যুদ্ধবিরতির পরেও গাজায় হামলা, নিহত ছাড়াল ৬৯ হাজার

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ৬৯ হাজার ১৬৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

১ দিন আগে