আগরতলায় নিরাপত্তা বাড়ল বাংলাদেশ সহকারী দূতাবাসে

ডেস্ক, রাজনীতি ডটকম
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন। ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের দপ্তরের নিরাপত্তা বাড়িয়েছে ত্রিপুরা সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে দপ্তরের সামনে ত্রিপুরা স্টেট রাইফেলস এবং পুলিশ ছাড়াও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

ভারতের দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাস, উপদূতাবাস এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে লাগাতার বিক্ষোভ চলছে। এর মধ্যেই ত্রিপুরা সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের সীমান্তের ঠিক অপর দিকেই বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি, তার দিকে নজর রেখে আমাদের পুলিশ প্রশাসন চূড়ান্ত সতর্ক রয়েছে।’

বাংলাদেশের সহকারী হাইকমিশনারের দপ্তরের মতো স্পর্শকাতর স্থাপনাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের গোয়েন্দা বিভাগও নজর রাখছে। বিএসএফও সীমান্তের দিকে কড়া নজর রেখেছে। আমরা আশা করব যে সাধারণ মানুষ শান্তি বজায় রাখবেন।’

এর আগে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস অভিমুখে পৃথক পৃথক সময়ে মিছিল করেছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন ও বামপন্থি দলগুলো। পুলিশ এসব মিছিল উপদূতাবসের ২০০ মিটার আগেই থামিয়ে দেয়। বামপন্থি দলগুলো এতে কোনো প্রতিক্রিয়া না দেখালেও হিন্দুত্ববাদী সংগঠনগুলো ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে।

এ দিন কলকাতা সময় সকাল ১১টার দিকে বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ আহ্বান করেছিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলসহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিচার দাবিতে সেখানে স্লোগান দেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ ছাড়া দুপুরে দিল্লিতেও বাংলাদেশ দূতাবাসের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করে। সেখানেও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও তার মরদেহ আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতে বাংলাদেশের দূতাবাস-উপদূতাবাসের সামনে এসব বিক্ষোভ চলছে। বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।

এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনীতিকদের তলব-পালটা তলবের ঘটনা ঘটেছে দুবার। শিলিগুড়িতে হিন্দুত্ববাদীদের বিক্ষোভের মুখে বাংলাদেশের ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল নিহত

রাজধানী মস্কোকে গাড়ি বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

১ দিন আগে

যৌন অপরাধী এপস্টে‌ইন নথি থেকে ছবি ‘গায়েব’, বিতর্কের ঝড়

কোনো ধরনের ব্যাখ্যা না দিয়েই আকস্মিকভাবে ছবি সরিয়ে ফেলার বিষয়ে প্রশ্ন তুলেছেন হাউজ ওভারসাইট কমিটিতে থাকা ডেমোক্র্যাট সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে তারা অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির উদ্দেশে লিখেছেন, ‘আবার কী ধামাচাপা দেওয়া হচ্ছে?’

২ দিন আগে

নাইজেরিয়ায় অপহরণের শিকার আরও ১৩০ শিশু শিক্ষার্থী মুক্ত

বিবিসির খবরে বলা হয়েছে, গত ২১ নভেম্বর নাইজার রাজ্যের পাপিরি এলাকার সেন্ট মেরিস ক্যাথলিক স্কুল থেকে কর্মী ও শিশু শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছিল এবং কতজন বন্দিদশায় ছিল, তা নিয়ে অস্পষ্টতা ছিল।

২ দিন আগে

দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: ভারত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ হলেও সেখানে নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টা হয়নি বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল। এ ঘটনা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে 'বিভ্রান্তিকর' খবর প্রচার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

২ দিন আগে