
ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে তিনি বলেছেন, আমেরিকাকে আবার মহান করে তোলার সুযোগ দিতেই ঈশ্বর তার জীবন রক্ষা করেছেন। তার শপথের মাধ্যমে আমেরিকার সুবর্ণ যুগের সূচনা হলো।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ক্যাপিটল ভবনের রোটুন্ডায় মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ নেন ট্রাম্প। সেখানকার তাপমাত্রা শূন্যের নিচে থাকায় শপথ অনুষ্ঠানটি খোলা চত্বর থেকে ভবনের ভেতরে অনুষ্ঠিত হয়।
আমেরিকাকে অগ্রধিকার দেওয়ার প্রত্যয় জানিয়ে অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকে আমেরিকার সুবর্ণ যুগের সূচনা হলো। এখন থেকে আমাদের দেশ আরও উন্নতি করবে এবং সারা বিশ্বের কাছে সম্মান অর্জন করবে। আমরা সব জাতির ঈর্ষায় পরিণত হব এবং ট্রাম্প প্রশাসন যতদিন থাকবে, একদিনের জন্যও কাউকে আমাদের ব্যবহার করে সুযোগ নিতে দেবো না।
ট্রাম্প আরও বলেন, খুব সহজ কথায়, আমি আমেরিকাকেই সবকিছুতে অগ্রাধিকার দেবো। জনগণকে তাদের বিশ্বাস, সম্পদ, গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ম্যান্ডেট ছিল এবারের নির্বাচন। এই মুহূর্ত থেকে আমেরিকার পতনের সময় শেষ।
এবারের নির্বাচনি প্রচারের সময় এক অনুষ্ঠানে বন্দুকধারীর হামলার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বন্দুকধারীর গুলি তার কানকে ক্ষতবিক্ষত করেছিল। নির্বাচনি প্রচারের সময়ই ট্রাম্প বলেছিলেন, তাকে মহৎ কিছু করার সুযোগ দিতেই ঈশ্বর ওই গুলি থেকে তাকে রক্ষা করেছিলেন। একই কথার পুনরাবৃত্তি তার অভিষেক ভাষণেও উঠে আসে।
প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়কে মার্কিন প্রজাতন্ত্র পুনরুদ্ধারের সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, আমাদের প্রজাতন্ত্রকে পুনরুদ্ধারের এই যাত্রা সহজ ছিল না। যারা আমাদের এই যাত্রাকে স্তব্ধ করে দিতে চেয়েছে, তারা আমার স্বাধীনতা এবং আমার জীবন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। মাত্র কয়েক মাস আগে পেনসিলভ্যানিয়ার চমৎকার একটি মাঠে এক আততায়ীর গুলি আমার কান ছিন্নভিন্ন করে দিয়েছে। কিন্তু আমি তখনো বিশ্বাস করতাম এবং এখন আরও বেশি বিশ্বাস করি, আমি জীবন ফিরে পেয়েছি কোনো একটি কারণে। আমেরিকাকে আবারও মহান করে তোলার জন্যই ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন।
দুটি বাইবেলে হাত রেখে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এর মধ্যে একটি বাইবেল তার মায়ের দেওয়া, অন্যটি আব্রাহাম লিংকনের। ১৮৬১ সালে দ্বিতীয় এই বাইবেলটি ছুঁয়েই শপথ নিয়েছিলেন আব্রাহাম লিংকন। যুক্তরাষ্ট্রে আগের কয়েকজন প্রেসিডেন্টও এই বাইবেল ছুঁয়েই শপথ নিয়েছেন।
শপথের মাধ্যমে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম মেয়াদে হোয়াইট হাউজে পা রেখেছিলেন তিনি। পরে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউজ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।
এরপর নানামুখী বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলাতে সাজাপ্রাপ্তও হয়েছিলেন। শেষ পর্যন্ত গত ৫ নভেম্বরের নির্বাচনে বাইডেনের উত্তরসূরি কমলা হ্যারিসকে বড় ব্যবধানে হারিয়েই দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
ট্রাম্পের পাশাপাশি তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নিয়েছেন একই অনুষ্ঠানে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে আনুমানিক পাঁচ লাখ অতিথি উপস্থিত ছিলেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান অভ্যন্তরীণ হলেও এবারই প্রথম রীতি ভেঙে কয়েকজন বিদেশি নেতাও উপস্থত ছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠরা ছাড়াও বিরোধী শিবিরের অনেকেও হাজির হয়েছিলেন এই শপথ অনুষ্ঠানে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে তিনি বলেছেন, আমেরিকাকে আবার মহান করে তোলার সুযোগ দিতেই ঈশ্বর তার জীবন রক্ষা করেছেন। তার শপথের মাধ্যমে আমেরিকার সুবর্ণ যুগের সূচনা হলো।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ক্যাপিটল ভবনের রোটুন্ডায় মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ নেন ট্রাম্প। সেখানকার তাপমাত্রা শূন্যের নিচে থাকায় শপথ অনুষ্ঠানটি খোলা চত্বর থেকে ভবনের ভেতরে অনুষ্ঠিত হয়।
আমেরিকাকে অগ্রধিকার দেওয়ার প্রত্যয় জানিয়ে অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকে আমেরিকার সুবর্ণ যুগের সূচনা হলো। এখন থেকে আমাদের দেশ আরও উন্নতি করবে এবং সারা বিশ্বের কাছে সম্মান অর্জন করবে। আমরা সব জাতির ঈর্ষায় পরিণত হব এবং ট্রাম্প প্রশাসন যতদিন থাকবে, একদিনের জন্যও কাউকে আমাদের ব্যবহার করে সুযোগ নিতে দেবো না।
ট্রাম্প আরও বলেন, খুব সহজ কথায়, আমি আমেরিকাকেই সবকিছুতে অগ্রাধিকার দেবো। জনগণকে তাদের বিশ্বাস, সম্পদ, গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ম্যান্ডেট ছিল এবারের নির্বাচন। এই মুহূর্ত থেকে আমেরিকার পতনের সময় শেষ।
এবারের নির্বাচনি প্রচারের সময় এক অনুষ্ঠানে বন্দুকধারীর হামলার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বন্দুকধারীর গুলি তার কানকে ক্ষতবিক্ষত করেছিল। নির্বাচনি প্রচারের সময়ই ট্রাম্প বলেছিলেন, তাকে মহৎ কিছু করার সুযোগ দিতেই ঈশ্বর ওই গুলি থেকে তাকে রক্ষা করেছিলেন। একই কথার পুনরাবৃত্তি তার অভিষেক ভাষণেও উঠে আসে।
প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়কে মার্কিন প্রজাতন্ত্র পুনরুদ্ধারের সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, আমাদের প্রজাতন্ত্রকে পুনরুদ্ধারের এই যাত্রা সহজ ছিল না। যারা আমাদের এই যাত্রাকে স্তব্ধ করে দিতে চেয়েছে, তারা আমার স্বাধীনতা এবং আমার জীবন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। মাত্র কয়েক মাস আগে পেনসিলভ্যানিয়ার চমৎকার একটি মাঠে এক আততায়ীর গুলি আমার কান ছিন্নভিন্ন করে দিয়েছে। কিন্তু আমি তখনো বিশ্বাস করতাম এবং এখন আরও বেশি বিশ্বাস করি, আমি জীবন ফিরে পেয়েছি কোনো একটি কারণে। আমেরিকাকে আবারও মহান করে তোলার জন্যই ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন।
দুটি বাইবেলে হাত রেখে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এর মধ্যে একটি বাইবেল তার মায়ের দেওয়া, অন্যটি আব্রাহাম লিংকনের। ১৮৬১ সালে দ্বিতীয় এই বাইবেলটি ছুঁয়েই শপথ নিয়েছিলেন আব্রাহাম লিংকন। যুক্তরাষ্ট্রে আগের কয়েকজন প্রেসিডেন্টও এই বাইবেল ছুঁয়েই শপথ নিয়েছেন।
শপথের মাধ্যমে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম মেয়াদে হোয়াইট হাউজে পা রেখেছিলেন তিনি। পরে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউজ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।
এরপর নানামুখী বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলাতে সাজাপ্রাপ্তও হয়েছিলেন। শেষ পর্যন্ত গত ৫ নভেম্বরের নির্বাচনে বাইডেনের উত্তরসূরি কমলা হ্যারিসকে বড় ব্যবধানে হারিয়েই দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
ট্রাম্পের পাশাপাশি তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নিয়েছেন একই অনুষ্ঠানে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে আনুমানিক পাঁচ লাখ অতিথি উপস্থিত ছিলেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান অভ্যন্তরীণ হলেও এবারই প্রথম রীতি ভেঙে কয়েকজন বিদেশি নেতাও উপস্থত ছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠরা ছাড়াও বিরোধী শিবিরের অনেকেও হাজির হয়েছিলেন এই শপথ অনুষ্ঠানে।

থাইল্যান্ডের নাখোন রাচাসিমা প্রদেশে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন রেলপথের ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৯ জন।
১৭ ঘণ্টা আগে
এরফানকে গত বৃহস্পতিবার তেহরানের উত্তর–পশ্চিমের শহর কারাজ থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে শহরে বিক্ষোভ তুঙ্গে থাকায় ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছিল। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তাঁর বিচার সম্পন্ন হয়ে দোষী সাব্যস্ত করা এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ নির্বাহী আদেশের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের তিনটি আঞ্চলিক শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
১৮ ঘণ্টা আগে
সিবিএস নিউজ জানায়, টেলিফোন লাইনের সংযোগ ধীরে ধীরে সচল হওয়ায় এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এরমধ্যে দুটি সূত্র জানায়, গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষ মারা গেছে। তবে এ সংখ্যা ২০ হাজার হওয়ার সম্ভাবনাও রয়েছে।
২০ ঘণ্টা আগে