অরণ্যের অধিকারের দাবিতে ব্রাজিলে জনজাতিদের আন্দোলন

ডেস্ক, রাজনীতি ডটকম
অরণ্যের অধিকার দাবি করছেন জনজাতিরা। ছবি: এপি

নিজেদের অধিকার নিশ্চিত করতে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় প্রতিবাদে নেমেছেন জনজাতি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। একই সঙ্গে আগামী নভেম্বরে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠেয় কপ৩০ সম্মেলনে জৈব জ্বালানির ব্যবহার কম করার প্রতিশ্রুতি আদায়েরও দাবি রেখেছেন এই প্রতিবাদীরা।

বিক্ষোভকারীদের দাবি, ২০২৩-এর আইন তাদের পৈত্রিক জমির অধিকার কেড়ে নিয়েছে। এর ফলে চাষ ও কাঠ ব্যবসায়ীদের কাছে জমি হারাচ্ছেন কোনো কোনো জনগোষ্ঠীর মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, এই বিবাদ দেশের সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। জনজাতি ও প্রভাবশালী কৃষি ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা সূত্র খোঁজার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনজাতিদের সংগঠন নতুন আইনকে চ্যালেঞ্জ করে অভিযোগ করেছে, জমির ওপর তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

এর আগে এ সপ্তাহের শুরুতে অ্যামাজন ও ওশেনিয়া থেকে আগত হাজার হাজার জনজাতিভুক্ত মানুষ ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত বার্ষিক টেরা লিভ্র বা মুক্ত জমি প্রতিবাদ মঞ্চে অংশ নেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এই জনজাতি সম্প্রদায়ের একাংশ কংগ্রেস অভিমুখে যাত্রা করলে দিকে স্থানীয় সুরক্ষা বাহিনী তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে এবং তার থেকে উত্তেজনা ছড়ায়।

ব্রাজিল পার্লামেন্টের নিম্নকক্ষ এক বিবৃতিতে অভিযোগ করেছে, জনজাতিদের একাংশ কংগ্রেসে প্রবেশ করতে চাইছিল। বিক্ষোভকারীরা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

নতুন করে তেল উত্তোলন ও জৈব গ্যাসের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার জন্য বৃহস্পতিবারই ১৮০টি জনজাতি গোষ্ঠী ও সারা বিশ্বের জলবায়ু সংগঠনের প্রতিনিধিরা কপ সচিব আন্দ্রে কোরিয়া দো লাগোকে একটি চিঠি দেন।

জৈব গ্যাসের বদলে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার সহজতর করার জন্য এবং উষ্ণায়নের মাত্রাকে শিল্প-পূর্ববর্তী মাত্রা থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখারও আবেদন করা হয় ওই চিঠিতে।

ল্যাটিন অ্যামেরিকার সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ ব্রাজিল। প্রেসিডেন্ট লুলা ডি সিলভা অ্যামাজন নদীর মুখ থেকে ৫০০ কিমির মধ্যে তেলের জন্য ড্রিলিংয়ের অনুমতি দিতে চান।

প্রেসিডেন্ট বলসেনারোর শাসনকালে জনজাতির অধিকার এবং অরণ্য রক্ষা বিপন্ন হয়েছিল। ২০২২-এ ক্ষমতায় ফিরে লুলা সেই অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়াল, গ্রেপ্তার ১০ হাজারের বেশি

ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে তেহরানের বিভিন্ন মর্গে একের পর এক লাশের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। কর্তৃপক্ষ এসব নিহত ব্যক্তিকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীন সূত্রে নিহতের এই

৩ ঘণ্টা আগে

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস

এনডিটিভিকে দেওয়া বক্তব্যে কয়েকজন ইরানি নাগরিক জানান, মূল্যস্ফীতি সত্যিই বড় সমস্যা এবং তারা চান এটি নিয়ন্ত্রণে আসুক। তবে তারা খামেনির বিরোধী নন। তাদের মতে, যারা খামেনির বিরোধিতা করছে তারা মূলত সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির সঙ্গে যুক্ত।

১৯ ঘণ্টা আগে

মাদুরো স্টাইলে পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর

মাদুরো স্টাইলে রুশ প্রেসিডেন্টকে তুলে নেওয়ার হুঙ্কার দিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে গিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতেন।

২০ ঘণ্টা আগে

যেভাবেই হোক গ্রিনল্যান্ড দখল করতে চান ট্রাম্প

গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আবারও কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই আর্কটিক দ্বীপটি দখলে নিতে যুক্তরাষ্ট্র সহজ বা প্রয়োজনে কঠিন পথে এগোতে পারে।

১ দিন আগে