ইরানে তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জেরে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানি বুধবার (১৪ জানুয়ারি) মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে জানা গিয়েছে । এমনটাই দাবি করেছে নরওয়েভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। যুক্তরাজ্যভিওিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে এরফানকে গ্রেপ্তার করা হয়। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তাঁর বিচার, দোষী সাব্যস্ত করা আর সাজা দেওয়ার প্রক্রিয়া শেষ করা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তরুণ এরফান সোলতানি মামলাটি সামনে এনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরানি কর্তৃপক্ষ আবারও ভিন্নমত দমন ও ভীতি সৃষ্টির জন্য দ্রুত বিচার ও ইচ্ছামতো মৃত্যুদণ্ড কার্যকরের পথে হাঁটছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ১১ জানুয়ারি এক সূত্র থেকে জানতে পেরেছে যে কর্মকর্তারা এরফান সোলতানির পরিবারকে জানিয়েছেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ৮ জানুয়ারি গণবিক্ষোভ ও সরকারের ইন্টারনেট বন্ধের কারণে এরফানের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) জানিয়েছে, বিক্ষোভের ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের ইঙ্গিত দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে তাকে এই মন্তব্য করতে দেখা যায়। তিনি বলেছেন, যদি কেউ কাউকে পুড়িয়ে দেয়, শিরচ্ছেদ করে বা আগুনে ফেলে দেয়, তাহলে আমাদের বিচার কাজ দ্রুত শেষ করতে হবে।

তিনি আরও বলেছেন, আমরা যদি কিছু করতে চাই, তাহলে এখনই করতে হবে। দুইতিন মাস পরে করলে এর প্রভাব আর একই থাকে না।

অন্যদিকে, মঙ্গলবার সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে মৃত্যুদণ্ড কার্যকর না করার হুঁশিয়ারি দিয়েছেন, যদি তারা এমন কিছু করে, আমরা খুব কঠোর জবাব দেব।

মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, চীনের পর ইরানই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে। নরওয়েভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, শুধু গত বছরই দেশটিতে অন্তত ১৫০০ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২

থাইল্যান্ডের নাখোন রাচাসিমা প্রদেশে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন রেলপথের ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৯ জন।

১২ ঘণ্টা আগে

ইরানে আজই হতে পারে তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড

এরফানকে গত বৃহস্পতিবার তেহরানের উত্তর–পশ্চিমের শহর কারাজ থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে শহরে বিক্ষোভ তুঙ্গে থাকায় ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছিল। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তাঁর বিচার সম্পন্ন হয়ে দোষী সাব্যস্ত করা এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

তিন দেশের মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ নির্বাহী আদেশের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের তিনটি আঞ্চলিক শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

১৩ ঘণ্টা আগে

দুই সপ্তাহের বিক্ষোভে ইরানে নিহত ১২ হাজার

সিবিএস নিউজ জানায়, টেলিফোন লাইনের সংযোগ ধীরে ধীরে সচল হওয়ায় এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এরমধ্যে দুটি সূত্র জানায়, গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষ মারা গেছে। তবে এ সংখ্যা ২০ হাজার হওয়ার সম্ভাবনাও রয়েছে।

১৫ ঘণ্টা আগে