হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ভারতে তোলপাড়

ডেস্ক, রাজনীতি ডটকম
পশ্চিমবঙ্গ জুড়ে কর্মবিরতি পালন করছেন সরকারি ডাক্তাররা। ছবি : সংগৃহীত

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশে। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঁচটি দাবি রেখেছেন চিকিৎসকেরা। জানুন বিস্তারিত।

সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের তরফেও শনিবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা প্রদান ছাড়া কর্মবিরতিতে নেমেছেন দেশের চিকিৎসকেরা। এই আবহে এবার চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সংগঠনের তরফে প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবি জানানো হয়েছে।

এই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিমানবন্দরের ধাঁচে হাসপাতালগুলির সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া হাসপাতালগুলিতে চিকিৎসকদের জন্য বিশেষ রেস্ট রুমের ব্যবস্থা করা। চিকিৎসকদের নিরাপত্তার অধিকারকে গুরুত্ব দিয়ে হাসপাতালগুলিকে বাধ্যতামূলক ভাবে নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলারও দাবি জানানো হয়েছে। হাসপাতালে সিসিটিভি, নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি সকলে যাতে নিরাপত্তা বিধি মেনে চলেন তা সুনিশ্চিত করা। অনেক সময় একটানা বিশ্রাম ছাড়া ৩৬ ঘণ্টা কাজ করতে হয় চিকিৎসকদের। আবাসিক চিকিৎসকদের হাসপাতালে থাকার উপযুক্ত ব্যবস্থা করা। এছাড়া আরজি করের ঘটনার তদন্ত ও শাস্তির পাশাপাশি মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে।

আরজি কর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিতে আইএমএ-এর তরফে লেখা হয়েছে, ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের এক মহিলাকে চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনা চিকিৎসা জগতের পাশাপাশি গোটা দেশের মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে। ১৫ আগস্ট রাতে কয়েকজন হামলা চালায় হাসপাতালে। যেখানে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার পাশাপাশি হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুর, তাণ্ডব চালানো হয়। হামলার শিকার হচ্ছেন নারী চিকিৎসকেরা। সেই কারণে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।

চিঠিতে আরও বলা হয়েছে, বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে হাসপাতালগুলোতে তা বাস্তবায়ন করা হলে নারী চিকিৎসকরাও আত্মবিশ্বাস ফিরে পাবেন তাঁদের কর্মস্থলে যেতে। এর আগে কর্মবিরতির ডাক দিয়ে আইএমএ-এর তরফে বলা হয়েছিল, দেশের সব রাজ্যের চিকিৎসকেরা 'সফট টার্গেট'। এই ধরনের ঘটনায় দোষীদের যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। ২৪ ঘণ্টা কর্মবিরতির জেরে দেশের একাধিক হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবারে নারী সাংবাদিকদের রেখেই দিল্লিতে সংবাদ সম্মেলন তালেবান মন্ত্রীর

প্রবল সমালোচনার মুখে এবার নারী সাংবাদিকদের রেখেই সংবাদ সম্মেলন করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেছেন, স্বল্প সময়ের প্রস্তুতিতে আয়োজন করতে গিয়ে আগের সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিকের আমন্ত্রণ তারা নিশ্চিত করতে পারেননি।

১৩ ঘণ্টা আগে

পাকিস্তানের ৫৮ সেনা হত্যা ও ২৫ সীমান্ত পোস্ট দখলের দাবি তালেবানের

ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি। তবে কাবুলকে আহ্বান জানিয়েছে ‘পাকিস্তানবিরোধী সন্ত্রাসী সংগঠন’ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দেওয়া বন্ধ করতে।

২১ ঘণ্টা আগে

ইসরায়েলকে প্রকাশ্যে নিন্দা, গোপনে সহযোগিতা আরব দেশের

তদন্ত প্রতিবেদকদের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে জানায়, তারা ‘আঞ্চলিক নিরাপত্তা বিনির্মাণ’ শিরোনামে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক গোপন নথি হাতে পায়, যাতে দেখা যায় আরব নেতারা গাজায় ইসরায়েলি গণহত্যার সময় গোপনে দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখে। গোপন নথিটি তৈরি হয় ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে

১ দিন আগে

জিম্মি মুক্তির আগে তেলআবিবে বিশাল সমাবেশে ট্রাম্পের প্রশংসা

১ দিন আগে