হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ভারতে তোলপাড়

ডেস্ক, রাজনীতি ডটকম
পশ্চিমবঙ্গ জুড়ে কর্মবিরতি পালন করছেন সরকারি ডাক্তাররা। ছবি : সংগৃহীত

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশে। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঁচটি দাবি রেখেছেন চিকিৎসকেরা। জানুন বিস্তারিত।

সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের তরফেও শনিবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা প্রদান ছাড়া কর্মবিরতিতে নেমেছেন দেশের চিকিৎসকেরা। এই আবহে এবার চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সংগঠনের তরফে প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবি জানানো হয়েছে।

এই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিমানবন্দরের ধাঁচে হাসপাতালগুলির সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া হাসপাতালগুলিতে চিকিৎসকদের জন্য বিশেষ রেস্ট রুমের ব্যবস্থা করা। চিকিৎসকদের নিরাপত্তার অধিকারকে গুরুত্ব দিয়ে হাসপাতালগুলিকে বাধ্যতামূলক ভাবে নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলারও দাবি জানানো হয়েছে। হাসপাতালে সিসিটিভি, নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি সকলে যাতে নিরাপত্তা বিধি মেনে চলেন তা সুনিশ্চিত করা। অনেক সময় একটানা বিশ্রাম ছাড়া ৩৬ ঘণ্টা কাজ করতে হয় চিকিৎসকদের। আবাসিক চিকিৎসকদের হাসপাতালে থাকার উপযুক্ত ব্যবস্থা করা। এছাড়া আরজি করের ঘটনার তদন্ত ও শাস্তির পাশাপাশি মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে।

আরজি কর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিতে আইএমএ-এর তরফে লেখা হয়েছে, ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের এক মহিলাকে চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনা চিকিৎসা জগতের পাশাপাশি গোটা দেশের মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে। ১৫ আগস্ট রাতে কয়েকজন হামলা চালায় হাসপাতালে। যেখানে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার পাশাপাশি হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুর, তাণ্ডব চালানো হয়। হামলার শিকার হচ্ছেন নারী চিকিৎসকেরা। সেই কারণে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।

চিঠিতে আরও বলা হয়েছে, বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে হাসপাতালগুলোতে তা বাস্তবায়ন করা হলে নারী চিকিৎসকরাও আত্মবিশ্বাস ফিরে পাবেন তাঁদের কর্মস্থলে যেতে। এর আগে কর্মবিরতির ডাক দিয়ে আইএমএ-এর তরফে বলা হয়েছিল, দেশের সব রাজ্যের চিকিৎসকেরা 'সফট টার্গেট'। এই ধরনের ঘটনায় দোষীদের যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। ২৪ ঘণ্টা কর্মবিরতির জেরে দেশের একাধিক হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

বাংলাদেশ দূতাবাস (লিবিয়া) বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

১৪ ঘণ্টা আগে

গাজা সিটি দখলে ইসরায়েলি হামলা শুরু, নিহত ৮১

গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া এবং লাগাতার সামরিক হামলার কারণে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ইসরায়েলের অবরোধ চলায় গাজায় অপুষ্টি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। সংস্থাটি বলেছে, “এটি কেবল ক্ষুধা নয়, এটি হচ্ছে অনাহার।”

১৫ ঘণ্টা আগে

পুতিন চুক্তি করতে চাইবেন না— আশঙ্কা ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই 'সংঘাত' এর সমাধান করা 'কঠিন একটি কাজ'। তিনি এটিও স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট সম্ভবত সংঘাতের ইতি টানতে আগ্রহী নন।

১ দিন আগে

স্পেনে ভয়াবহ তাপপ্রবাহে ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু

৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে মোট ১ হাজার ১৫০ জনের বেশি মানুষ মারা গেছে। সংস্থার ধারণা, এই অতিরিক্ত মৃত্যু মূলত অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে ঘটেছে।

২ দিন আগে