আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো: মমতা

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের আচ পড়েছিল ভারতের পশ্চিমবঙ্গেও। বিভিন্ন বামপন্থী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্রদের সমর্থন জানিয়ে কলকাতার রাজপথে বিক্ষোভ-মিছিল হয়েছে। তাই পশ্চিমবঙ্গের সব নাগরিকই অপেক্ষায় বসেছিলেন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব কার হাতে যায় তা দেখার জন্য।

গত বৃহস্পতিবার (৮ আগষ্ট) বাংলাদেশে অন্তবর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পরই নোবেলজয়ী ড. ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার ছাড়াও কলকাতার নিউমার্কেট চত্বরের ব্যবসায়ী সমিতির নেতা মনোতোষ সরকার।

শুক্রবার (৯ আগষ্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান ড. ইউনূসসহ যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি এবং সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি। সেখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আশাব্যক্ত করে বলেন, আশা করি খুব শিগগির সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো।

বৃহস্পতিবার রাতে ঢাকার বঙ্গভবনে শপথ নেওয়ার পরেই ড. মুহাম্মদ ইউনূসের পূর্ব-পরিচিত শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ১৯৭২ সালে শিকাগোতে আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছি। কিন্তু সেই ইউনূস এখন কি আগের মতো আছেন? তিনি আমার পরিচিত বলে জ্ঞান করবে কিনা আমার জানা নেই। তবে আমি তাকে যতটা জানি, খুব ঠাণ্ডা মাথার লোক এবং ভদ্র, সজ্জন তিনি।

অধ্যাপক পবিত্র সরকার আরও বলেন, এ ধরনের ঠাণ্ডা মাথার ভদ্র, সজ্জন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনী তাকে কতটা সাহায্য করবে। পুলিশ বাহিনীর মনোবল ইতোমধ্যেই ভেঙে গেছে। যে সব রাজনৈতিক দল ওখানে আছে সেসব দলকে তিনি কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন তার ওপর নির্ভর করছে তার সাফল্য। তাকে সবার কথা শুনতে হবে। তাদের মেজাজ, বুদ্ধি, মতামত অন্য দেশ তথা ভারতের সম্পর্কে তাদের মতামত এ সম্পর্কে তাকে অবশ্যই প্রভাবিত করবে এবং তাকে নিয়ন্ত্রন করবে।

আমি তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই। কিন্তু তার সাফল্য কতটা হস্তগত হবে সে সম্বন্ধে আমার একটু সন্দেহ আছে।

বাংলাদেশের আন্দোলনরত ছাত্রদের প্রতি আশাব্যক্ত করে শিক্ষাবিদ পবিত্র সরকার জানান, এসব থামুক শান্তি প্রতিষ্ঠিত হোক। ছাত্ররা এগিয়ে আসুক। ছাত্রদের প্রতি একটা আশা আছে। ছাত্রদের মধ্যে অনেক শুভ বুদ্ধি সম্পূর্ণ ছেলে-মেয়েরা আছে। তারা যদি আসে এবং ড. মুহাম্মদ ইউনূস চেষ্টা করেন তাহলে বাংলাদেশ উন্নতির পথে চলবে এটা আমরা আশা করি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবারে নারী সাংবাদিকদের রেখেই দিল্লিতে সংবাদ সম্মেলন তালেবান মন্ত্রীর

প্রবল সমালোচনার মুখে এবার নারী সাংবাদিকদের রেখেই সংবাদ সম্মেলন করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেছেন, স্বল্প সময়ের প্রস্তুতিতে আয়োজন করতে গিয়ে আগের সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিকের আমন্ত্রণ তারা নিশ্চিত করতে পারেননি।

১৩ ঘণ্টা আগে

পাকিস্তানের ৫৮ সেনা হত্যা ও ২৫ সীমান্ত পোস্ট দখলের দাবি তালেবানের

ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি। তবে কাবুলকে আহ্বান জানিয়েছে ‘পাকিস্তানবিরোধী সন্ত্রাসী সংগঠন’ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দেওয়া বন্ধ করতে।

২১ ঘণ্টা আগে

ইসরায়েলকে প্রকাশ্যে নিন্দা, গোপনে সহযোগিতা আরব দেশের

তদন্ত প্রতিবেদকদের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে জানায়, তারা ‘আঞ্চলিক নিরাপত্তা বিনির্মাণ’ শিরোনামে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক গোপন নথি হাতে পায়, যাতে দেখা যায় আরব নেতারা গাজায় ইসরায়েলি গণহত্যার সময় গোপনে দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখে। গোপন নথিটি তৈরি হয় ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে

১ দিন আগে

জিম্মি মুক্তির আগে তেলআবিবে বিশাল সমাবেশে ট্রাম্পের প্রশংসা

১ দিন আগে