মাদুরোর ক্ষমতাচ্যুতি নিয়ে আগাম বাজি, ৫ কোটি টাকা জিতলেন জুয়াড়ি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০১: ৪৭
এই হেলিকপ্টারে করেই নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে কারাগার থেকে নেওয়া হয় আদালত প্রাঙ্গণে। ছবি: ভিডিও থেকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনায় আলোচনায় এসেছে অনলাইন বাজির একটি চমকপ্রদ ঘটনা। মাদুরোর ক্ষমতাচ্যুতি নিয়ে আগাম বাজি ধরে এক জুয়াড়ি জিতেছেন ৪ লাখ ৩৬ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ ঘটনার পর ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের বিষয়ে আগে থেকেই কেউ জানতেন কি না— সে প্রশ্ন উঠেছে।

এই বাজিটি ধরা হয়েছিল পলিমার্কেট নামে মার্কিন একটি অনলাইন প্ল্যাটফর্মে। প্রচলিত মুদ্রার বদলে প্ল্যাটফর্মটিতে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা হয়। সেখানে বাজি ধরা হয়েছিল— চলতি জানুয়ারির শেষ নাগাদ নিকোলা মাদুরো ক্ষমতাচ্যুত হবেন। গত শনিবার ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে আটক করার বিষয়টি নিশ্চিত করার কয়েক ঘণ্টা আগে বাজিটির অর্থের পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়।

পলিমার্কেটের তথ্য অনুযায়ী, মাদুরোকে নিয়ে বাজি ধরা অ্যাকাউন্টটি গত মাসে প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়। অ্যাকাউন্টটির প্রকৃত মালিক কে বা এর পেছনে কারা রয়েছেন, তা জানা যায়নি। ভেনেজুয়েলা সংক্রান্ত চারটি ভিন্ন বিষয়ের ওপর তারা মোট ৩২ হাজার ৫৩৭ ডলার বাজি ধরে ৪ লাখ ৩৬ হাজার ডলারেরও বেশি অর্থ জিতে নেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার বিকেল পর্যন্ত মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা মাত্র ৬ দশমিক ৫ শতাংশ বলে ধরে নিয়েছিলেন জুয়াড়িরা। তবে মধ্যরাতে সেই সম্ভাবনা বেড়ে দাঁড়ায় ১১ শতাংশে। পরে শনিবার ভোরে ট্রাম্পের ঘোষণার ঠিক আগে সম্ভাবনার হার আরও বাড়তে থাকে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পলিমার্কেট কর্তৃপক্ষ।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অনুমাননির্ভর অনলাইন প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি— বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ব্যবহারকারীদের বাজি ধরার সুযোগ দেয় পলিমার্কেটের মতো প্ল্যাটফর্মগুলো।

২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরেও এসব প্ল্যাটফর্মে কোটি কোটি ডলারের বাজি আন্তর্জাতিকভাবে ব্যাপক নজর কেড়েছিল। তবে বর্তমানে মার্কিন নাগরিকদের জন্য পলিমার্কেট প্ল্যাটফর্মটি ব্যবহার নিষিদ্ধ। তবে অনেকেই ভিপিএন ব্যবহার করে সেখানে লেনদেন করছেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। সোমবার তাদের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়।

এই অভিযানের আগেও মাদুরোকে ক্ষমতা ছাড়ার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া মাদক পাচারের অভিযোগে গত বছরের সেপ্টেম্বর থেকেই ভেনেজুয়েলা ঘিরে সামরিক তৎপরতা জোরদার করেছিল যুক্তরাষ্ট্র।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাচাদোর নোবেল পুরস্কার নিতে ‘রাজি’ ট্রাম্প

এ প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের কোনো একটি সময়ে তিনি এখানে আসবেন বলে জেনেছি। এবং আমি তার সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং আমি জেনেছি তিনি এটি করতে (নোবেল পুরস্কার দিতে) চান। এটি আমার জন্য সম্মানের বিষয় হবে।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্পেরও পতন হবে হুঁশিয়ারি খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইতিহাসের অন্য স্বৈরশাসকদের মতো ট্রাম্পেরও পতন হবে।

১ দিন আগে

বিক্ষোভ ছড়িয়ে পড়ায় চাপের মুখে খামেনির শাসন

গতকাল বৃহস্পতিবার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ হয়ে যায়, যা আজ শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। একই সময়ে নির্বাসিত ইরানি নেতা রেজা পাহলভি বিদেশ থেকে বিক্ষোভ জোরদারের আহ্বান জানান।

১ দিন আগে

আলেপ্পোয় সংঘর্ষের পর সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

সিরিয়ার আলেপ্পোতে সেনাবাহিনী ও কুর্দি বাহিনীর মধ্যে এক প্রাণঘাতি সংঘর্ষের পর যুদ্ধবিরতি ঘোষণা এসেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। গত কয়েকদিনে এ এলাকায় সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে কয়েক হাজার বেসামরিক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

১ দিন আগে