ট্রাম্পেরও পতন হবে হুঁশিয়ারি খামেনির

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইতিহাসের অন্য স্বৈরশাসকদের মতো ট্রাম্পেরও পতন হবে।

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে খামেনি বলেন, ফেরাউন, নমরুদ, রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহ অহংকারের চূড়ায় থেকেও পতিত হয়েছে। ট্রাম্পেরও ব্যতিক্রম হবে না।

দেশে চলমান বিক্ষোভ প্রসঙ্গে খামেনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র কোনো অস্থিরতার মুখে পিছু হটবে না। তিনি বলেন, ইরান ইসলামি প্রজাতন্ত্র লক্ষ লক্ষ সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। ধ্বংসাত্মক শক্তির কাছে আমরা কখনো মাথা নত করব না।’

বিক্ষোভকারীদের বিষয়ে খামেনি অভিযোগ করেন, তারা বিদেশি শক্তির, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতেই এসব কর্মকাণ্ডে লিপ্ত।

তিনি আরও বলেন, তারা ট্রাম্পকে খুশি করতে চায়। কিন্তু তিনি যদি দেশ চালাতে জানতেন, তাহলে আগে নিজের দেশই ঠিক করতেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরের নানা সমস্যার কথাও উল্লেখ করেন তিনি।

গত জুন মাসে সংঘটিত হামলার প্রসঙ্গে খামেনি বলেন, ১২ দিনের যুদ্ধে এক হাজারের বেশি ইরানি নাগরিক শহীদ হয়েছেন।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নিজেই বলেছেন, হামলার নির্দেশ তিনি দিয়েছিলেন। খামেনির ভাষায়, এটি প্রমাণ করে যে ‘ইরানিদের রক্তে তার হাত রঞ্জিত।’

বক্তব্যের শেষদিকে খামেনি বলেন, ‘প্রিয় তরুণরা, তোমরা প্রস্তুত থাকো এবং ঐক্য ধরে রাখো। ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাজিত করতে পারে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাদুরোকে আটকের পর প্রথম তেল কোম্পানিগুলোর সঙ্গে বসছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রধান তেল কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা নিয়ে তার পরিকল্পনার পক্ষে এসব কোম্পানির সমর্থন আদায় করাই এ বৈঠকের উদ্দেশ্য।

১৮ ঘণ্টা আগে

‘আগে গুলি, পরে প্রশ্ন’— গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ডেনমার্কের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে কোনো ধরনের সামরিক অভিযান চালায়, তবে ডেনিশ সেনারা ‘আগে গুলি চালাবে, পরে প্রশ্ন করবে’— এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এটি ১৯৫২ সালে প্রণীত ডেনিশ সেনাবাহিনীর একটি নিয়মের প্রতিফলন, যা এখনো কার্যকর রয়েছে।

১৯ ঘণ্টা আগে

মার্কিন চাপের মুখে বন্দি মুক্তি শুরু করেছে ভেনেজুয়েলা

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়ার পর দেশটির নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের চাপ কমানোর একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

১৯ ঘণ্টা আগে

বিক্ষোভকারীদের আগুনে পুড়ল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন

এদিকে বৃহস্পতিবার রাজধানী তেহরান ছাড়াও কোম, ইসফাহান, বন্দর আব্বাস ও বোজনুর্দ শহরে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংস্থাগুলোর বরাতে ফক্স নিউজ জানিয়েছে, দেশ জুড়ে চলা এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

২০ ঘণ্টা আগে