এবার ব্রিকস সদস্যদের ওপর ১০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম

এবার ব্রিকস জোটভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রার মানদণ্ড থেকে ডলারকে সরানোর উদ্দেশ্যেই ব্রিকস জোট গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ওয়াশিংটনের বিরুদ্ধে মুদ্রা যুদ্ধ ছড়ানোর অভিযোগ তুলে ভারতসহ ব্রিকস জোটের সব সদস্য দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, এই শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। এরই মধ্যে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে।

'ব্রিকস গঠিত হয়েছে ডলারকে দুর্বল করতে। শুধু ব্রিকস জোটের সদস্য হওয়ার কারণেই সদস্য দেশগুলোকে ১০ শতাংশ শুল্ক দিতে হবে,' যোগ করেন ট্রাম্প।

ভারত ও ব্রাজিলের প্রসঙ্গ তুলে ধরলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'যদি কোনো দেশ ব্রিকসের সদস্য হয়, তাহলে তাকে ১০ শতাংশ শুল্ক দিতেই হবে। কারণ ব্রিকস তৈরি হয়েছে ডলারের মান কমিয়ে আমাদের ক্ষতি করার জন্য। তারা যদি এই খেলা খেলতে চায়, তাহলে খেলুক। আমিও খেলতে পারি।’

ট্রাম্প আরও বলেন, ‘আর তারা বেশিদিন সদস্য থাকতেও পারবে না। আমি মনে করি, ব্রিকস আমাদের জন্য বড় কোনো হুমকি নয়। তারা ডলারকে ধ্বংস করে অন্য কোনো দেশের মুদ্রা বৈশ্বিক মানদণ্ডে নিয়ে আসার চেষ্টা করছে। তবে আমরা আমাদের মানদণ্ড হারাবো না। ব্রিকস মূলত ভেঙে পড়েছে, যদিও কিছু দেশ এখনও জোটে ঘুরে বেড়াচ্ছে। শুল্ক আরোপ খুব শিগগিরই কার্যকর হবে।’

একই দিনে ট্রাম্প ঘোষণা দেন, কপার বা তামার আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বিদ্যুৎ, সামরিক সরঞ্জাম এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ ধাতুর ওপর শুল্ক বাড়িয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোই মার্কিন প্রশাসনের লক্ষ্য।

এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পরপরই নিউইয়র্ক মার্কেটের কপার ফিউচারসের দাম ১০ শতাংশের বেশি বেড়ে যায়।

অন্যদিকে, সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির ওপর শুল্ক আরোপেরও পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ওষুধের ক্ষেত্রে শুল্কহার ২০০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়ে ট্রাম্প বলেন, ওষুধ নির্মাতা কোম্পানিগুলোকে প্রস্তুতি নিতে প্রায় এক বছরের সময় দেয়া হবে।

হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চলতি বছরে এরইমধ্যে ১০ হাজার কোটি ডলার শুল্ক আদায় করেছে এবং ২০২৫ সালের মধ্যে সেটি ৩০ হাজার কোটিতে পৌঁছাবে।

এ সময় চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে খুবই ন্যায্য আচরণ করছে এবং দেশটির সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শহিদুল আলমসহ অধিকারকর্মীদের আশদোদ বন্দরে নিয়েছে ইসরায়েল

ফ্লোটিলা সংগঠকরা এক বিবৃতিতে অভিযোগ করেছেন, 'আমাদের জাহাজে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে এবং আমাদের আটটি নৌযান অবৈধভাবে আটক ও ছিনতাই করা হয়েছে।'

১ দিন আগে

যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে হামাস–ইসরায়েল

ট্রাম্প এই চুক্তিকে স্বাগত জানিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। চুক্তির অংশ হিসেবে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের তালিকা ইসরায়েলের কাছে জমা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও চুক্তিকে স্বাগত জানালেও সেনাদেরকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থা

১ দিন আগে

ওমানের সড়কে গেল ৭ বাংলাদেশির প্রাণ

নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যার দিকে সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

২ দিন আগে

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বরাবরের মতো এবারও ঘোষণার আগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে নোবেল কমিটি।

২ দিন আগে