মঞ্চে ট্রাম্প, থাইল্যান্ড-কম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ সই

ডেস্ক, রাজনীতি ডটকম
রোববার মালয়েশিয়ায় ট্রাম্পের উপস্থিতিতে শান্তিচুক্তিতে সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ‘শান্তিচুক্তি’তে সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। চুক্তিতে দুই দেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। এ সময় মধ্যস্ততাকারী দেশ মালয়েশেয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত ছিলেন।

বিবিসির খবরে বলা হয়, রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শান্তিচুক্তি সই হয়। এ সময় ট্রাম্প বলেছেন, শান্তিচুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে জাতিসংঘের চেয়ে তার কার্যকারিতা বেশি।

এর গত জুলাই মাসে কয়েকদিনের রক্ষক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া। পাঁচ দিনের সংঘর্ষে দুই দেশের কমপক্ষে ৩৮ জন নিহত ও প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। পরে ‘তাৎক্ষণিক’ ও ‘নিঃশর্ত যুদ্ধবিরতি’র মাধ্যমে এ সংঘাতের অবসান ঘটে। ট্রাম্প এই যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছিলেন বলে জানিয়েছেন।

চুক্তি সই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ‘রক্তপাতে’র পর আমাদের চারজনের (মঞ্চে উপস্থিত চার রাষ্ট্র ও সরকারপ্রধান) মধ্যে অনেক ফোনালাপ হয়েছে। আমার প্রশাসন এই রক্তপাত বন্ধ করতে সক্ষম হয়েছে।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার ‘সাহসী’ নেতাদের মধ্যে ‘ঐতিহাসিক’ চুক্তিতে বিশেষ ভূমিকা রাখার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান ট্রাম্প।

চুক্তিতে সইয়ের আগে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় ট্রাম্পের ‘নেতৃত্ব’ ও ‘অক্লান্ত প্রচেষ্টা’র ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘কোনো বিরোধ যতই কঠিন ও জটিল হোক না কেন, শান্তিপূর্ণ উপায়ে তা সমাধান করতে হবে।’

এ সময় থাই প্রধানমন্ত্রী চুক্তিতে সহায়তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রশংসা করেন।

ট্রাম্প বর্তমানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিন দিনব্যাপী ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন ত্রয়োদশ আসিয়ান-ইউএস শীর্ষ সম্মেলন ও বিংশ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি।

মালয়েশিয়া সফরের পর ট্রাম্প সোমবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্পের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে দক্ষিণ কোরিয়া, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হবেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, আহত ১৩

শান্তি আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই চালানো এই হামলাগুলো সংঘাত নিরসনের প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২ দিন আগে

বিয়ে ও দোয়ার অনুষ্ঠানে জান্তার বিমান হামলা, প্রাণ গেল ২৭ জনের

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে বাড়ির ভেতর ও আঙিনায় নারী-পুরুষের লাশ ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, যাদের কয়েকজনের শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত।

২ দিন আগে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের মতে ডব্লিউএইচও তার মূল লক্ষ্য থেকে সরে গেছে। সংস্থাটি সংস্কার ও জবাবদিহিতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে তারা।

২ দিন আগে

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১০ প্রাণহানি

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

২ দিন আগে