মাদকবিরোধী অভিযান
জেনেভা ক্যাম্পে মাদক কারবারির আস্তানায় অভিযান, মিলল কোটি টাকা-ককটেল-বিস্ফোরক

অভিযানে ওই আস্তানায় এক কোটি ১৩ লাখ টাকা, ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা-প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গান পাউডার, দুটি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, দুটি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন ও টাকা গণনার মেশিন পাওয়া গেছে।

৪ দিন আগে