টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ড-উইন্ডিজের গ্রুপে বাংলাদেশ, ম্যাচ কবে-কোথায়?

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফাইল ছবি

জানাজানি হয়ে গিয়েছিল আগেই। আনুষ্ঠানিক ঘোষণায় প্রমাণ মিলল, সে নথি ছিল সঠিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ভারত-পাকিস্তানও পড়েছে এক গ্রুপেই। আর টুর্নামেন্টের প্রথম দিনেই আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারতের মুম্বাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ভারত ও শ্রীলংকা যৌথভাবে এ বিশ্বকাপ আয়োজন করেছে।

টুর্নামেন্টের চারটি গ্রুপের মধ্যে ‘সি’ গ্রুপে স্থান হয়েছে বাংলাদেশের। দুই টেস্ট খেলুড়ে ও টি-টোয়েন্টি পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড রয়েছে এই গ্রুপে। সঙ্গে রয়েছে নেপাল আর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নেওয়া ইতালি।

বিশ্বকাপের ৪ গ্রুপ
গ্রুপদল
গ্রুপ ‘এ’ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’অস্ট্রেলিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ ‘ডি’দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাত

পাকিস্তানের সঙ্গে স্বাগতিক ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের সঙ্গী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

স্বাগতিক আরেক দল শ্রীলংকা রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।

দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড স্থান পেয়েছে সবশেষ ‘ডি’ গ্রুপে। উদীয়মান আফগানিস্তান ছাড়াও এই গ্রুপে তাদের সঙ্গী কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। কলম্বোতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান নেদারল্যান্ডস। কলকাতার ইডেন গার্ডেনসে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত।

৯ ফেব্রুয়ারি আর ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচও ইডেন গার্ডেনসে। দ্বিতীয় ম্যাচে ইতালি আর তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি পড়েছে ১৭ ফেব্রুয়ারি। এ দিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিপক্ষ নেপাল।

চার গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে বিশ্বকাপের সুপার এইটে। তারা আবার চারটি করে আলাদা দুটি গ্রুপে বিভক্ত হবে। সেই গ্রুপে প্রতিটি দলের ম্যাচ থাকছে তিনটি করে। সেখান থেকে দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে।

দুটি সেমিফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ও ৫ মার্চ। আর ফাইনাল হবে ৮ মার্চ। পাকিস্তান যদি ফাইনালে উঠতে পারে, সেটি হবে শ্রীলংকার কলম্বোতে। আর পাকিস্তান না উঠতে পারলে ফাইনালের ভেন্যু হবে ভারতের আহমেদাবাদ।

বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়
তারিখপ্রতিপক্ষভেন্যুসময়
৭ ফেব্রুয়ারিওয়েস্ট ইন্ডিজইডেন গার্ডেনস, কলকাতাবিকেল ৩-৩০ মি.
৯ ফেব্রুয়ারিইতালিইডেন গার্ডেনস, কলকাতাসকাল ১১-৩০ মি.
১৪ ফেব্রুয়ারিইংল্যান্ডইডেন গার্ডেনস, কলকাতাবিকেল ৩-৩০ মি.
১৭ ফেব্রুয়ারিনেপালওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইসন্ধ্যা ৭-৩০ মি.
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৭৬ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনের ঘূর্ণিতে অলআউট হওয়ার আগে বড় স্কোরের শক্ত ভিত পায় স্বাগতিকরা।

৫ দিন আগে

শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা, এই অর্জনের পাশেই এবার যুক্ত হলো আরও এক স্মরণীয় মাইলফলক। টেস্টে বিশ্বের মাত্র ১১ জন ক্রিকেটারের কাতারে জায়গা করে নিলেন তিনি, যারা নিজেদের ১০০তম টেস্টে সেঞ্চুরি করেন।

৬ দিন আগে

ভারতকে হারিয়ে ২০১৬ সালের পর সেরা র‍্যাংকিং

র‍্যাংকিংয়ের তথ্য বলছে, ২০১৬ সালের মার্চে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৭তম। তবে পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অবস্থানও নামতে থাকে। ২০১৬ সাল শেষ হতে হতে বাংলাদেশ নেমে আসে ১৮৮তম স্থানে। এরপর এক-দুই ধাপ করে ওঠানামা চললেও ১৮০-তে ফিরে আসতে সময় লাগল ৯ বছর।

৬ দিন আগে

শততম টেস্টে সেঞ্চুরির ছোঁয়া পেতে মুশফিকের অপেক্ষা

৯০ ওভার শেষে আম্পায়ার যখন দিনের খেলা শেষ করলেন, তখন মুশফিক থমকে দাঁড়িয়ে। আয়ারল্যান্ড অধিনায়কের সঙ্গে এক ওভার বাড়ানোর আলোচনা হলেও শেষ পর্যন্ত দিনটার ইতি টানা হয়। ফলে ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটারকে শততম টেস্টে সেঞ্চুরির ঐতিহাসিক ছোঁয়া পেতে অপেক্ষা করতে হবে আজকের রাত।

৬ দিন আগে