৫০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ, মুমিনুলের আক্ষেপ

ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর সর্বশেষ ভারতের কানপুরে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাজিক ফিগারের দেখা পাচ্ছেন না তিনি। আজও (শনিবার) আশা জাগিয়ে আক্ষেপ নিয়ে ফিরলেন। মুমিনুল ৮৭ রানে আউট হতেই ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড মিলিয়ে আয়ারল্যান্ডকে তারা ৫০৯ রানের লক্ষ্য দিয়েছে।

এক বছর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরির পর টেস্টের ১৯ ইনিংসে ব্যাট করেছেন মুমিনুল। এই সময়ের মাঝে এ নিয়ে দ্বিতীয়বার ৮৭ রানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাবেক এই টাইগার অধিনায়ককে। এ ছাড়া মুমিনুল ৮২ রানের ইনিংসসহ ৫টি ফিফটি করেছেন। সেঞ্চুরিখরা কাটানোর অপেক্ষাটা আরও বাড়ল তার। ইনিংস ঘোষণার সময় ৫৩ রানে অপরাজিত ছিলেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে তিনি মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন।

১ উইকেটে ১৫৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। তখনই তারা ৩৬৭ রানের লিড নিয়ে ফেলে। সাদমান ইসলাম ৬৯ এবং মুমিনুল ১৯ রানে অপরাজিত থেকে আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন। দিনের চতুর্থ ওভারেই অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন সাদমান। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে তিনি ১১৯ বলে ৭ চারের সাহায্যে ৭৮ রানে থামলেন। সিলেট টেস্টেও একইভাবে আশা জাগিয়ে আউট হয়েছিলেন ৮২ রানে।

প্রথম ইনিংসের (৮) মতো এবারও ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ রানের ব্যবধানে সাদমানের পর তিনিও ফিরলেন মাত্র ১ রান করে। সিলেট টেস্টের এই সেঞ্চুরিয়ান মিরপুরে চলমান দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই দুই অঙ্কের ঘরেও পারলেন না। তার উদ্দেশ্যে জর্ডান নিল বলটি শর্ট লেংথে ফেলেছিলেন, বাউন্স ওঠা বলের লাইন বুঝতে ভুল করেছেন শান্ত। যা তার ব্যাটের ওপরের দিকে লেগে গালি অঞ্চলে থাকা অ্যান্ডি বালবার্নির হাতে ধরা পড়ে।

এরপর মুমিনুল-মুশফিক ১৬৭ বলে গড়েন ১২৩ রানের জুটি। দারুণ বোঝাপড়া দ্রুতগতিতে রান তুলেছেন অভিজ্ঞ দুই তারকা। ১১৮ বলে ১০টি চারের সাহায্যে ৮৭ রান করেছেন মুমিনুল। পেয়েছেন টেস্টের ২৫তম হাফসেঞ্চুরি। মুশফিক ২৮তম টেস্ট ফিফটির পর ৮১ বলে ২ চার ও এক ছক্কায় ৫৩ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেই বাংলাদেশের একমাত্র শততম ম্যাচ খেলা এই উইকেটরক্ষক ব্যাটার ইতিহাসে জায়গা করে নেন। দ্বিতীয় ইনিংসে ফিফটির মাধ্যমে মাইলফলক টেস্টকে আরও রাঙালেন মুশফিক।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে আইরিশদের প্রায় অসম্ভব লক্ষ্যই তাড়া করতে হবে। দ্বিতীয় ইনিংসে তাদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন গ্যাভিন হোয়ে। এ ছাড়া অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্ডান নিল একটি করে উইকেট শিকার করেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

শততম টেস্টে সেঞ্চুরির ছোঁয়া পেতে মুশফিকের অপেক্ষা

৯০ ওভার শেষে আম্পায়ার যখন দিনের খেলা শেষ করলেন, তখন মুশফিক থমকে দাঁড়িয়ে। আয়ারল্যান্ড অধিনায়কের সঙ্গে এক ওভার বাড়ানোর আলোচনা হলেও শেষ পর্যন্ত দিনটার ইতি টানা হয়। ফলে ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটারকে শততম টেস্টে সেঞ্চুরির ঐতিহাসিক ছোঁয়া পেতে অপেক্ষা করতে হবে আজকের রাত।

৩ দিন আগে

মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় এসেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। ইবাদত গত জুনে এবং খালেদ সর্বশেষ টেস্ট খেলেন গত এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে স্টিভেন ডোহেনি ও গ‍্যাভিন হোয়ের। বাদ পড়

৩ দিন আগে

শততম টেস্ট খেলার বিরল কীর্তি গড়ছেন মুশফিক

২০ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে খেলাটার প্রতি যে শ্রম, আত্মনিবেদন আর সততা দেখিয়েছেন; সেসবেরই পুরস্কার ১০০ টেস্ট খেলতে পারা। এই টেস্টকে পারফরম্যান্সের রঙে রাঙিয়ে দেওয়ার একটা বাসনা তো থাকতেই পারে তার মনের কোণে।

৩ দিন আগে

ভারতের বিপক্ষে জয়: ২ কোটি টাকা বোনাস ঘোষণা উপদেষ্টার

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ২২ বছরের খরা কাটিয়ে অর্জিত জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

৪ দিন আগে