লিটন ফেরেননি, ‘সেমি’তে ৩ পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। কার্যত সেমিফাইনালে রূপ নেওয়া এ ম্যাচেও ইনজুরি থেকে ফেরেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে আগের ম্যাচ থেকে এসেছে আরও তিন পরিবর্তন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছে। টুর্নামেন্টের সমীকরণ এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে— এ ম্যাচে যে দল জিতবে সেই দলই এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

এমন সমীকরণ নিয়ে গতকালের ভারত ম্যাচ থেকে এ ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। এশিয়া কাপের শুরু থেকেই খেলে আসা ওপেনার তানজিদ তামিম এক ম্যাচ বাদে বাকি পাঁচ ম্যাচে ব্যর্থতার খেসারত দিয়েছেন। হারিয়েছেন জায়গা।

আগের ম্যাচে টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফুদ্দিনও বাদ পড়েছেন খুব বেশি নজরকাড়া পারফরম্যান্স না করতে পারায়। ধারাবাহিকভাবে ভালো বল করলেও বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও।

তিন পরিবর্তনে দলে ফিরেছেন আগের ম্যাচে বিশ্রামে থাকা পেসার তাসকিন আহমেদ। ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। এ ছাড়া উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানও এক ম্যাচের ব্যবধানে ফিরেছেন একাদশে।

ধারণা করা হচ্ছে, এ ম্যাচে সাইফ হাসানের সঙ্গে ব্যাটিং ওপেন করবেন পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ফাইনালের লক্ষ্যে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

পাকিস্তানের বিপক্ষে একাদশে ফেরার ভালো সম্ভাবনা আছে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের। চোটের কারণে তার অনুপস্থিতিতে গতকাল প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচের নেতৃত্ব দেন জাকের আলি অনিক। লিটন ফিরলে নিশ্চিতভাবে বাদ পড়বেন তানজিদ তামিম কিংবা পারভেজ হোসেন ইমন। পাশাপাশি একাদশে যুক্ত হতে পারেন তাসকিন আহমেদ ও শেখ ম

১৪ ঘণ্টা আগে

ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশ, ফাইনালে ভারত

এই জয়ের ফলে এশিয়া কাপের ফাইনালেও পৌঁছে গেছে ভারত। এখন বাংলাদেশ আর পাকিস্তানকে লড়াই করতে হবে ফাইনালের দ্বিতীয় দল হওয়ার জন্য। পরের ম্যাচে মুখোমুখি এ দুই দলের লড়াই তাই এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পরিণত হলো।

১ দিন আগে

অভিষেক-গিল ঝড় থামিয়ে শ্রীলংকা ম্যাচের সমান লক্ষ্য পেল বাংলাদেশ

ভারতীয় ওপেনারদের ব্যাটিংয়ে একপর্যায়ে মনে হচ্ছিল রান ২০০’র ঘরে পৌঁছে যাবে সহজেই। সেখান থেকেই ‘ফাইট ব্যাক’ বাংলাদেশের বোলারদের। শুরুটা করেছিলেন রিশাদ হোসেন। বাকিদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে যুৎসই ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত ভারতকে ১৬৮ রানে বেঁধে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকা

১ দিন আগে

সাকিবকে ছাড়িয়ে উইকেটের চূড়ায় মোস্তাফিজ, বিশ্বে ৩য়

এই উইকেটের মাধ্যমেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে তিনিই এখন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী। এক ধাপ এগিয়েছেন সব দেশের সব বোলারদের মধ্যেও। ১৫০ উইকেট নিয়ে এখন বিশ্বের সব বোলারদের মধ্যে টি-টুয়েন্টিতে কিউই স্পিনার ইশ সোধির সঙ্গে যৌথভাবে তৃতীয় স্

১ দিন আগে