বিজয়ের মাসে ৩১টি যাত্রাপালা দেখাবে শিল্পকলা একাডেমি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮: ০৩
বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা। ছবি: সংগৃহীত

বাঙালির গৌরবের বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মাসব্যাপী যাত্রাপালা উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব পরিণত হয়েছে গ্রামীণ লোকসংস্কৃতির এক অনন্য মিলনমেলায়।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল ফটকে প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি সচিব মোঃ মফিদুর রহমান। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে চলবে এ আয়োজন।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় ‘মৃত্যুর চোখে জল’। যাত্রাপালাটি মঞ্চায়ন করে পাইকগাছা খুলনার ‘সূর্যতরুণ নাট্য সংস্থা’। পালাকার হিসেবে ছিলেন দেবেন্দ্রনাথ এবং পরিচালনায় প্রণব মন্ডল। যাত্রাদলটির মালিক গোপাল বৈরাগী।

৩১ দিনের এই মহাযজ্ঞে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩১টি নির্বাচিত যাত্রাদল তাদের অভিনয়শৈলী প্রদর্শন করবে। অংশগ্রহণকারী দলগুলো হলো: সূর্যতরুণ নাট্য সংস্থা, নিউ জহুরা অপেরা, বাংলার নায়ক অপেরা, দেবহাটা নাট্য সংস্থা, রনি নাট্য সংস্থা, নিহা যাত্রা ইউনিট, নিউ সুমি অপেরা, প্রত্যয় বাংলাদেশ যাত্রাদল, নিউ স্টার অপেরা, বনফুল অপেরা, বিপ্লব নাট্য সংস্থা, রাধাকৃষ্ণ নাট্য সংস্থা, নিউ বঙ্গশ্রী নাট্য সংস্থা, রৌমারী নাট্য সংস্থা, উর্মি অপেরা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট, রূপসা অপেরা, মুক্তাঙ্গন অপেরা, বঙ্গশ্রী অপেরা, পূরবী যাত্রা ইউনিট, বেলাবো নাট্য সংস্থা, দি রাজবাড়ী যাত্রা ইউনিট, কাজল অপেরা, দি নিউ ছোবহান অপেরা, বৈশাখী অপেরা, নিউ ঈশা খাঁ অপেরা, উত্তরবঙ্গ অপেরা, বীণাপাণি যাত্রাপার্টি, ভৈরব অপেরা, গীতাঞ্জলি অপেরা এবং তিষা অপেরা।

বাংলার ঐতিহ্যবাহী এই যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখা এবং তৃণমূলের শিল্পীদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রদর্শনীর টিকিটের দাম ১০০ টাকা, প্রতিটি শো থেকে আয় করা অর্থ দেওয়া হবে সংশ্লিষ্ট যাত্রাদলকে। এতে করে সারা দেশ থেকে আগত যাত্রাশিল্পীরা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন। নিজেদের শিল্পচর্চায় আরও অনুপ্রাণিত হবেন।

এছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।

শিল্পকলা আশা করছে, বিজয়ের মাসে সারা দেশের যাত্রাশিল্পীদের এক মঞ্চে আনার এই উদ্যোগ আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসা দেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজয়ের মাসে এই উৎসবে সাধারণ দর্শকদের উপস্থিতি যাত্রাশিল্পীদের উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলার হাজার বছরের ঐতিহ্যকে তুলে ধরবে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পাকিস্তানের আত্মঘাতী সিদ্ধান্ত, শুরু হলো চূড়ান্ত সর্বাত্মক যুদ্ধ

৩ ডিসেম্বরের ঘটনাপ্রবাহের শুরুটা ছিল নাটকীয়। মেজর সিদ্দিক সালিক তার ‘উইটনেস টু সারেন্ডার’ বইয়ে উল্লেখ করেছেন, ৩ ডিসেম্বর সকাল থেকেই ঢাকা ক্যান্টনমেন্টে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছিল। জেনারেল নিয়াজি ও রাও ফরমান আলী বারবার রাওয়ালপিন্ডির সঙ্গে যোগাযোগ করছিলেন।

২ দিন আগে

জঁ— মুক্তিযুদ্ধে বিমান ছিনতাই করা এক ফরাসি যুবক

বিমানের ওয়্যারলেসটি কেড়ে নিয়ে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করলেন। বিমানবন্দর কর্তৃপক্ষকে জঁ নির্দেশ দিলেন বিমানটিতে ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী তুলে দিতে। এসব সামগ্রী নিয়ে তিনি বাংলাদেশের যুদ্ধাহত ও শরণার্থীদের কাছে পৌঁছে দেবেন। তিনি আরও বলেন, ‘আমার এই দাবি নিয়ে কোনো আপস চলবে না।’

২ দিন আগে

মারা গেছেন অভিনেতা ধর্মেন্দ্র

কয়েকদিন ধরেই ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে গভীর ধোঁয়াশা। গভীর সংকটে ধর্মেন্দ্র, নাকি সত্যিই মৃত্যু হয়েছে মেগাস্টারের? কিছুদিন আগেই খবর ছড়ায়- মৃত্যু হয়েছে অভিনেতার। তবে সেই খবর সত্যি নয় বলে দাবি করেছিলেন হেমা মালিনী ও এষা দেওল।

১১ দিন আগে

ভূমিকম্পে করণীয়-বর্জনীয়

এমন পরিস্থিতিতে ভূমিকম্পের সময় কী করা উচিত—কী করা উচিত না তা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একগুচ্ছ পরামর্শ ও বিশেষজ্ঞদের মতামত।

১৩ দিন আগে