বিজয়ের ৪৫ দিন পর স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ল মিরপুরে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১০: ৫৪

আজ মিরপুর মুক্ত দিবস। দুদিনের এক রক্তক্ষয়ী যুদ্ধে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি মিরপুর শত্রুমুক্ত হয়। ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও খুলনা, সিলেটসহ বেশ কয়েকটি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ চালিয়ে যায়। রাজধানী ঢাকার মিরপুর ছিলো তেমনি এক জনপদ।

একাত্তরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর ৯৩ হাজার সৈন্য নিয়ে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নিয়াজী আত্মসমর্পণ করে। এসময়ে প্রতিকী কিছু অস্ত্র সমর্পণ করা হয়। নিয়াজী তার অস্ত্র সমর্পণ করেন ১৮ ডিসেম্বর।

১৯ ডিসেম্বর সকাল পৌনে ১১টায় ঢাকা সেনানিবাসের গলফ মাঠে হানাদার বাহিনীর ৪৭৮ জন অফিসার অস্ত্র সমর্পণ করেন। এদিন ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটে প্রায় ৩০ হাজার সৈন্য মিত্রবাহিনীর কাছে সমর্পণ করেছেন। বিজয় দিবসের পরবর্তী দুই দিনে হানাদার বাহিনীর অনেকে সাদা পোশাকে ইউনিট ছেড়ে পালিয়ে যায়। তাঁরা সেখান থেকে মিরপুরে গিয়ে আশ্রয় নেয়।

স্বাধীনতার আগে থেকেই মিরপুরে ছিলো বিহারীদের বসবাস। দেশের যেসব এলাকায় বিহারীরা বসবাস করতো, সেইসব এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ শুরুর পূর্ব থেকেই বিহারীদের সামরিক প্রশিক্ষণ দিতো। এই বিহারীরা বিভিন্ন সময়ে বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ চালাতো।

যুদ্ধ চলাকালে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানি হানাদারা ২০ হাজার বিহারি নিয়ে সশস্ত্র "সিভিল আর্মড ফোর্সেস’ (সিএএফ)" গঠন করে। তাদের একটা বড় অংশ ছিল মিরপুরে। যুদ্ধের নয়মাস হানাদার বাহিনী ও রাজাকাররা ঢাকায় আতঙ্কের মধ্যে চলাচল করলেও মিরপুর ছিলো তাদের অভয়ারণ্য।

বিজয় অর্জনের পর মিরপুরে বিহারিদের সাথে যোগ দেয় রাজাকার, আলবদর, আলসামস ও দলছুট পাকিস্তানি হানাদার বাহিনীর অনেকে। মোহাম্মদপুর সদর দপ্তর থেকেও হিজরতের নামে আলবদররা মিরপুরে চলে আসে। ফলে মিরপুর হয়ে ওঠে এক দুর্ভেদ্য দুর্গ।

নিয়াজীর আত্মসমর্পণের দলিলে বলা ছিলো, ...This surrender includes all PAKISTAN land, air and naval forces as also all para-military forces and civil armed forces. দলিলের এই প্যারা মিলিটারি ফোর্স ছিলো রাজাকার, সিএএফ, আলবদর, আলশামস বাহিনী। কিন্তু বাস্তবে এরা কেউই অস্ত্রসমর্পন করে নাই।

আগে থেকেই মিরপুর ছিলো স্বাধীনতা বিরোধীদের শক্ত অবস্থান। রাজাকার, আলবদর, আলসামস ও দলছুট পাকিস্তানি সৈন্যরা এসে এখানে জমায়েত হওয়ায় সদ্য স্বাধীন বাংলাদেশের ভেতর মিরপুর হয়ে ওঠে আরেক রাষ্ট্র। এ সময়ে ঢাকা থেকে মিরপুর প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখান থেকে গোয়েন্দারাও তেমন তথ্যও পেতো না। এর ওপর বিহারিদের তৎপরতায় বিজয়ের ৪৫ দিন পরও সাধারণ মানুষের কাছে মিরপুর ছিলো ঢাকার বুকে এক টুকরো "মিনি পাকিস্তান"।

৩০ জানুয়ারি ১৯৭২, প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান, পুলিশ অফিসার লোদীসহ বেশ কয়েকজন বাঙালিকে বিহারী ও পাকিস্তানি বাহিনীর পলাতক সৈন্যরা নৃশংসভাবে হত্যা করে।

এই পরিস্থিতিতে মিরপুর শত্রুমুক্ত করা জরুরি হয়ে পড়ে। দ্বিতীয় ও চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে দায়িত্ব দেয়া হয় মিরপুরকে শত্রুমুক্ত করার। এমন জনবসতি এলাকা মুক্ত করার জন্য প্রয়োজন ছিল ঘরে ঘরে যুদ্ধ বা door to door fight। কারণ অবরুদ্ধ এমন এলাকায় প্রত্যেকটা বাড়িতে শত্রু অবস্থান করতে পারে। এ ধরনের অভিযানে ভারী অস্ত্র ও সামরিক যান ছাড়াই আক্রমণকারী বাহিনীকে প্রত্যেকটা বাড়িতে close quarters combat এর সম্মুখীন হতে হয়।

মিরপুর ১২, কালাপানি, মিরপুর সিরামিক্স, বর্তমান মিরপুর সেনানিবাস এলাকা ছিল শত্রুদের মূল ঘাঁটি। এই তথ্য নিয়ে ৩০ জানুয়ারি ক্যাপ্টেন হেলাল মোর্শেদ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিন প্লাটুন সৈন্য নিয়ে আগ্রসর হয়।

বীর মুক্তিযোদ্ধা লে. সেলিমের নেতৃত্বে একটি দল মিরপুর ১২ নম্বর দিয়ে এগিয়ে যায়। বেলা সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই লে. সেলিমের দল অ্যামবুশের ফাঁদে পড়ে। এ সময়ে বুলেটের আঘাতে লে. সেলিম আহত হন। আহত অবস্থায় তিনি যুদ্ধ চালিয়ে যান। কভার ফায়ার দিয়ে তিনি দলের অন্যদের নিরাপদ অবস্থানে সরে যাওয়ার সুযোগ করে দেন। কিন্তু নিজে আর নিরাপদ অবস্থানে আসতে পারেননি, বিহারীদের হাতে আটক হন। পৈশাচিক নির্যাতন চালিয়ে বিহারীরা তাঁকে হত্যা করে। এই অ্যামবুশে প্রায় ৪২জন শহীদ হন।

অপর একটি গ্রুপ ডি ব্লকে প্রবেশ করে। সাথে সাথেই আশেপাশের সব বাড়ি থেকে হামলা শুরু হয়। মিরপুর সাড়ে এগারোতে অবস্থান নেওয়া হাবিলদার বাকীর প্লাটুনের ওপরও হামলা হয়। তিনি সাহসিকতার সাথে এই আক্রমণ প্রতিহত করেন।

বিহারীরা মিরপুর ১২ নম্বরের অস্থায়ী পুলিশ ফাঁড়ির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তুমুল যুদ্ধ হয় সেখানে। বিকেলে ভারী অস্ত্র নিয়ে সেনাবাহিনী বিহারীদের অবস্থানে আক্রমণ চালায়। আক্রমণকালে ১২ নম্বর লক্ষ্য করে ৮১ মিলিমিটার মর্টার চার্জ করা হয়। সারা রাত যুদ্ধ চলে।

পরদিন ৩১ জানুয়ারি সকালে সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধারা সাঁড়াশি আক্রমন শুরু করে। আক্রমণে পিছু হটা শুরু করে বিহারীরা। মিরপুরের যুদ্ধে জিয়াউল হক লোদী, লেফটেন্যান্ট সেলিমসহ সামরিক বাহিনীর ৪১ জন এবং শতাধিক পুলিশ ও মুক্তিযোদ্ধা শহীদ হন। অবশেষে ৩১ জানুয়ারি, ১৯৭২ মিরপুর শত্রুমুক্ত হয়।

তথ্যসূত্র:

১. আলবদর (উর্দু ভাষায় রচিত), লেখক: সেলিম মনসুর খালেদ, পাকিস্তানী গবেষক।

২. একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়। মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র।

৩. রোয়ার মিডিয়া।

লেখক চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সাবেক মহাপরিচালক।

ad
ad

মতামত থেকে আরও পড়ুন

রাজস্ব আদায়ে বড় ধাক্কা

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪৬ হাজার কোটি টাকা কম।

৬ দিন আগে

মেধা সম্পদ ও একাডেমিক মেরিটোক্রেসি

আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায়শই একাডেমিক মেরিটোক্রেসিকে (বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি, মূল্যায়ন ও নেতৃত্ব নির্ধারিত হবে শুধু যোগ্যতা ও কাজের মানের ভিত্তিতে, ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক প্রভাব বা তদবিরের ভিত্তিতে নয়) যথাযথভাবে প্রাধান্য দেওয়া হয় না।

৭ দিন আগে

আফসানা বেগম কি সংস্কারের শাস্তি পেলেন?

একজন উপদেষ্টার কাছ থেকে আমরা আশা করি নীতিগত সততা, সংস্কারের সাহস এবং মেধাবীদের পাশে দাঁড়ানোর দৃঢ়তা। কিন্তু এখানে দেখা গেল উল্টো চিত্র— সংস্কারের প্রস্তাবকে শাস্তি দিয়ে দমন করা হলো। নীরবতা এখানে নিরপেক্ষতা নয়; নীরবতা এখানে পক্ষ নেওয়া। আর সেই পক্ষটি দুর্নীতির সুবিধাভোগীদের।

৮ দিন আগে

বিএনপিকে সামনে এগিয়ে নেওয়াই এখন সময়ের দাবি

কিন্তু আমি বিশ্বাস করি, দেশ ও জাতির প্রয়োজনে রাজনীতিতে গুণগত পরিবর্তন বা সংস্কার অনিবার্য। সেই সংস্কারের স্পিরিট বা চেতনা আমি এখন বিএনপির রাজনীতির মধ্যে দেখতে পাচ্ছি। তাই দেশের এ বাস্তবতায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার স্বার্থে বিএনপির সঙ্গেই পথ চলাকে আমি শ্রেয় মনে করেছি এবং যোগদানের সিদ্ধান

৮ দিন আগে