১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৬: ৩১

আগামী ১৭ এপ্রিল ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ। এ সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, আমনা বেলোচের এ সফর হচ্ছে মূলত দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ বা ফরেন সেক্রেটারি লেভেল কনসালটেশনের অংশ হিসেবে। এ সফর দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় ও বাণিজ্য সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।

সূত্রটি উল্লেখ করে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। দীর্ঘ সময় পর এ ধরনের দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠিত হচ্ছে বলেও জানায় হাইকমিশনের সূত্রটি।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসেই ঢাকা সফরে আসছেন। তিনি বলেন, তার সফর নিশ্চিত হয়েছে। কয়েক দিনের মধ্যেই সফরের তারিখ জানাতে পারব।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা করব।

উল্লেখ্য, ইসহাক দারের এই ঢাকা সফর হবে ২০১২ সালের পর কোনও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩৪

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮ জন, খুলনা বিভাগে ৫ জন রয়েছেন।

৭ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচন ঠেকাতে ককটেল বিস্ফোরণ: ছাত্র অধিকার পরিষদ

বিন ইয়ামিন আরও বলেন, “পাঁচ আগস্টের ঘটনার পর প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখনো নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়নি। বারবার আশ্বাস দিলেও নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেনি প্রশাসন।”

৭ ঘণ্টা আগে

এবার দুদকের জালে সাবেক হাইকমিশনার সাঈদা মুনা

প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমেটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৮ ঘণ্টা আগে

সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আবুল খায়েরসহ অন্যান্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে সরকারি বিধি বিধান ও শেয়ারবাজার আইন লঙ্ঘনপূর্বক শত শত কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

৯ ঘণ্টা আগে