অবিলম্বে শিক্ষা কমিশন গঠনের আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৭: ৩১

অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে শিক্ষা কমিশন গঠনের আহ্বান জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বর্তমান সরকার বহু কমিশন করেছে কিন্তু শিক্ষা কমিশন করল না। এটার কি ব্যাখ্যা আমি বলতে পারি না। পাঠক্রম পুনর্বিবেচনা নিয়ে ওনারা একটা কমিটি বানাল। সেই কমিটি নিয়ে এমন সমালোচনা হল যে সরকার পিছু হটে গেল। সেখানেও কিছু হল না। এটা আক্ষেপের জায়গা।’

চতুর্থ শিল্প বিপ্লবের পথে কৃত্রিম বুদ্ধিমত্তার নানা কৌশল ব্যবহার করে যখন নানা দেশ এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ দক্ষতার প্রশ্নে পিছিয়ে থাকছে বলেন তিনি।

শুক্রবার (৯ মে) সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণী সভায় এসব কথা বলেন। তিনি এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ’আগামী দিনে নতুন বাংলাদেশকে যদি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স আর চতুর্থ শিল্প বিপ্লবের দেশ হিসেবে চিন্তা করতে হয় তবে মানসম্পন্ন শিক্ষা ছাড়া তা হবে না। সেই বিপ্লবের পথে একটা জিনিস সবার আগে ঠিক করব, সেটি হল মানসম্পন্ন শিক্ষা।’

দেশের ১৮-২০ বছর বয়সী তরুণদের মধ্যে এক তৃতীয়াংশ বেকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ’দেশের ভেতরে গত দেড় দশকে ব্যক্তি খাতে বিনিয়োগ স্থগিত হয়েছে। ব্যক্তি খাতে চাকরি বাকরি তৈরি হচ্ছে না। ব্যক্তিখাতে আমার ছেলেমেয়েরা যতটুকু যাচ্ছিল তাও কমছে। কারণ তাদের শিক্ষার মান খারাপ তাই তাদের চাকরি দিচ্ছে না।’

তবে পরিবর্তনের সুযোগ এখনও রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সরকার ঘাটতি পূরণের উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষা খাতে নারী-পুরুষ, প্রান্তিক জনগোষ্ঠী বা জাতিগত কোনো বৈষম্য না থাকে সেদিকে লক্ষ্য রেখে কর্মপরিকল্পনা প্রণয়ণের পরামর্শও দেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভোটের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি: সিইসি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বলেছেন, আনুষ্ঠানিক এই সাক্ষাতে সাধারণভাবে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিয়ে তা

৭ ঘণ্টা আগে

জুলাই অভ্যুত্থানের আরও ১০ শহীদের গেজেট প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এর ৭ (ক) ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নম্বর-২৩ এর দেওয়া ক্ষমতাবলে সরকার এ তালিকা প্রকাশ করেছে বলে গেজেটে উল্লেখ করা হয়।

৯ ঘণ্টা আগে

আমার কী অসুস্থ হওয়ার অধিকার নেই— প্রশ্ন সিইসির

সিইসি বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক। তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন।

১০ ঘণ্টা আগে

চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নুরে আলম মিনা বর্তমানে সারদা পুলিশ লাইনে সংযুক্ত, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে ২০১৮ সালের চাকরি বিধির ১২ ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১০ ঘণ্টা আগে