পূরণ হয়নি কোটা, কমল হজযাত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশকে প্রদত্ত হজকোটা এবারও পূরণ হলো না। গতবারের তুলনায় আরও কমল হজযাত্রী। এ নিয়ে টানা তিন বছর সৌদি আরব থেকে প্রাপ্ত ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পূরণ করতে ব্যর্থ হলো বাংলাদেশ। যদিও এবার অনেকটাই কমানো হয়েছিল হজের খরচ।

২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শেষ হয়েছে। তবে সর্বশেষ তথ্য বলছে, আগামী হজের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের বিপরীতে প্রাথমিক নিবন্ধন সেরেছেন ৮৩ হাজার ৫৮৭ জন, যা গেলবারের চূড়ান্ত নিবন্ধনের চেয়ে ১ হাজার ৬৭০ জন কম। চূড়ান্ত নিবন্ধনে এ সংখ্যা আরও কমতে পারে।

হজ পোর্টালের তথ্যানুযায়ী, এবারের হজের জন্য যে ৮৩ হাজার ৫৮৭ জন প্রাথমিক নিবন্ধন সেরেছেন, তার মধ্যে সরকারি মাধ্যম বেছে নিয়েছেন ৪ হাজার ৯৮০ জন। বাকি ৭৮ হাজার ৫৪৭ জন বেসরকারি মাধ্যমে হজে যেতে চান। যারা প্রাথমিক নিবন্ধন সেরেছেন, তাদেরকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলেছে সরকার।

শুক্রবার (২৭ ডিসেম্বর) হজ অনুবিভাগের উপসচিব মামুন আল ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, ২০২৫ সালের জন্য হজের প্রাক, প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আর বাড়ছে না। আমাদের শিগগির সৌদি সরকারকে কোটা (নিবন্ধিতদের তালিকা) পাঠিয়ে দিতে হবে।

এবার উড়োজাহাজ ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমিয়ে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজের মূল্য কমানো হয়েছে। তবে খাবার খরচ হজ প্যাকেজে ধরা হয়নি। সরকারিভাবে এবার প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের সর্বনিম্ন খরচ দিতে হবে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এর সঙ্গে খাবার বাবদ আরও ৪০ হাজার টাকা এবং কোরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়ালও গুনতে হবে। সেই হিসাবে হজ প্যাকেজের খরচ আগের চাইতে খুব একটা হেরফের হয়নি।

এদিকে বেশ কয়েকজন বেসরকারি হজ এজেন্সির মালিক জানান, ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে সব ব্যাংক বন্ধ এবং অনেক হজযাত্রী সময়মতো পাসপোর্ট হাতে না পাওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১০ শতাংশ হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেননি। এ সময় তারা সম্ভব হলে আরও কয়েকদিন হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি জানান।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

'নির্বাচন নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে'

বাংলাদেশ পুলিশ এফসির প্রেসিডেন্ট হিসেবে নতুন খেলোয়াড়দের স্বাগত জানিয়ে সাজ্জাত আলী বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যেও ক্রিকেট দলকে শক্তিশালী করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এরই অংশ হিসেবে নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি পুলিশ এফসিকে আরও শক্তিশাল

৩ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক আজ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

৪ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ, পদসংখ্যা ১৬৪

৫ ঘণ্টা আগে

রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর, তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল। এসময় সংগঠনটির নেতা-কর্মীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর ও তালা দেন। এতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

৫ ঘণ্টা আগে