বাংলাদেশের নির্বাচনের জন্য জয়শঙ্করের শুভকামনা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশবাসীকে শুভকামনা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে প্রতিবেশীসুলভ সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।

শুক্রবার (২ জানুয়ারি) ভারতের চেন্নাইয়ে এক অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের অর্থনৈতিক অগ্রগতির সুফল বাংলাদেশও পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, ভারত এগিয়ে গেলে তার প্রতিবেশীরাও সেই অগ্রগতির অংশীদার হবে। “আমাদের সামনে আরও অনেক সুযোগ থাকবে। এক অর্থে এটাই ছিল বাংলাদেশকে আমার বার্তা,” বলেন সম্প্রতি বাংলাদেশ সফরকারী এই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেন। তার শেষকৃত্যে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানাতে ঢাকায় আসেন জয়শঙ্কর। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী মোদীর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন।

ঢাকায় পৌঁছে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে জয়শঙ্কর বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছি এবং ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছি।”

তিনি আরও বলেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ ভবিষ্যতে ঢাকা-দিল্লি অংশীদারিত্বের পথনির্দেশক হয়ে থাকবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় প্রায় চার ঘণ্টা অবস্থান করেন বলে জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শীতে স্থবির জনজীবন, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

টানা শৈত্যপ্রবাহে বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ৯টি ফ্লাইট ডাইভার্ট করতে হয়েছে। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে দুটি হতে পারে অত্যন্ত তীব্র।

৩ ঘণ্টা আগে

হাদি হত্যা: ২২ দিনে বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

রাজনৈতিক দলগুলোকে দিল্লির সঙ্গে যেকোনো গোপন বৈঠক থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

১৩ ঘণ্টা আগে

খালেদা জিয়ার মৃত্যুতে নেপালে শোক পালন

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সার্কের মহাসচিবসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিশরের কূটনীতিক এবং নেপালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

১৪ ঘণ্টা আগে

অনলাইন এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা, অধ্যাদেশ জারি

নতুন অধ্যাদেশে অনলাইন ও অফলাইন ট্রাভেল এজেন্সির জন্য ভিন্ন ভিন্ন ব্যাংক গ্যারান্টির বিধান রাখা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, অফলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির পরিমাণ হবে ১০ লাখ টাকা। তবে অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে এই গ্যারান্টির পরিমাণ ১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে