
প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আজ আমাদের নবজন্ম হলো।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। তার সঙ্গে সনদে সই করেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও।
প্রধান উপদেষ্টা বলেন, প্রথমে এই মহান দিবসটি আমাদের দেওয়ার জন্য আল্লাহর কাছে শোকর গুজার করছি। তার রহমতে আজ আমরা এটা সফল করতে পারলাম। তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম তখন বৃষ্টির কোনো লক্ষণ ছিলো না। আমাদের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেল। আজও আল্লাহর মেহেরবানি। ঠিকই তিনি আমাদের ওপর রহমত বর্ষণ করেছেন।
তিনি বলেন, আমরা বর্বরতার সমাজে ছিলাম। সেখান থেকে আমরা সভ্যযুগে প্রবেশ করলাম। আমাদের ভবিষ্যত অত্যন্ত চমৎকার। শুধু আমাদের সমাজকে গঠন করতে হবে। আমরা যদি একমত হই, অন্যসব কাজেও যদি একমত হই, তাহলে আমাদের দেশ অনন্য দেশে পরিণত হবে। বঙ্গোপসাগর আমাদের, এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ। আমরা আমাদের এই অংশকে পূর্ণ ব্যবহার করতে চাই। তার জন্যই আজ আমরা জুলাই সনদে স্বাক্ষর করব।
সঠিক রাস্তায় এগিয়ে নিতে পারলে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বঙ্গোপসাগরকে ব্যবহার করার জন্য যে পথ লাগবে এই জুলাই সনদই সেই পথ দেখাবে। কক্সবাজার, মাতারবাড়িসহ সব এলাকা যদি আমরা বন্দর হিসেবে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে।
তিনি আরও বলেন, ‘এই জুলাই সনদের তর্ক বিতর্কের মধ্য দিয়েও কীভাবে সফল হয়েছে তার নতুন প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে থাকবে। তারা দেখবে এবং শিখবে আমরা এক হতে পারি।’
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজ যে ঐক্যের সুর এখানে বাজিয়েছি, সেই ঐক্যের সুর দিয়ে আমরা ফেব্রুয়ারির নির্বাচনে যাব। নির্বাচন কীভাবে উৎসবমুখর পরিবেশে করা যাবে তার জন্য আবার আপনারা বসুন, আলোচনা করুন। যত সুন্দরভাবে করা যায়, তত সুন্দরভাবে করার আয়োজন করেন।

জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আজ আমাদের নবজন্ম হলো।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। তার সঙ্গে সনদে সই করেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও।
প্রধান উপদেষ্টা বলেন, প্রথমে এই মহান দিবসটি আমাদের দেওয়ার জন্য আল্লাহর কাছে শোকর গুজার করছি। তার রহমতে আজ আমরা এটা সফল করতে পারলাম। তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম তখন বৃষ্টির কোনো লক্ষণ ছিলো না। আমাদের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেল। আজও আল্লাহর মেহেরবানি। ঠিকই তিনি আমাদের ওপর রহমত বর্ষণ করেছেন।
তিনি বলেন, আমরা বর্বরতার সমাজে ছিলাম। সেখান থেকে আমরা সভ্যযুগে প্রবেশ করলাম। আমাদের ভবিষ্যত অত্যন্ত চমৎকার। শুধু আমাদের সমাজকে গঠন করতে হবে। আমরা যদি একমত হই, অন্যসব কাজেও যদি একমত হই, তাহলে আমাদের দেশ অনন্য দেশে পরিণত হবে। বঙ্গোপসাগর আমাদের, এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ। আমরা আমাদের এই অংশকে পূর্ণ ব্যবহার করতে চাই। তার জন্যই আজ আমরা জুলাই সনদে স্বাক্ষর করব।
সঠিক রাস্তায় এগিয়ে নিতে পারলে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বঙ্গোপসাগরকে ব্যবহার করার জন্য যে পথ লাগবে এই জুলাই সনদই সেই পথ দেখাবে। কক্সবাজার, মাতারবাড়িসহ সব এলাকা যদি আমরা বন্দর হিসেবে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে।
তিনি আরও বলেন, ‘এই জুলাই সনদের তর্ক বিতর্কের মধ্য দিয়েও কীভাবে সফল হয়েছে তার নতুন প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে থাকবে। তারা দেখবে এবং শিখবে আমরা এক হতে পারি।’
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজ যে ঐক্যের সুর এখানে বাজিয়েছি, সেই ঐক্যের সুর দিয়ে আমরা ফেব্রুয়ারির নির্বাচনে যাব। নির্বাচন কীভাবে উৎসবমুখর পরিবেশে করা যাবে তার জন্য আবার আপনারা বসুন, আলোচনা করুন। যত সুন্দরভাবে করা যায়, তত সুন্দরভাবে করার আয়োজন করেন।

বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়াও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চেয়েছেন তার আইনজীবী।
৪ ঘণ্টা আগে
উক্ত চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার সুযোগ পাবে। এর ফলে প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ জনকে কাতারে প্রেরণ করা হবে এবং ভবিষ্যতে এ জনবলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। প্রেরণকৃত জনবল প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হবে এবং তাদের
৪ ঘণ্টা আগে
পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে বদলি করে ফরিদপুরের পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এ,
৫ ঘণ্টা আগে
রোববার সকালে রাজধানীর মিরপুরের আলোক হাসপাতালের আইসিউতে তিনি মারা যান। আন্দোলনের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া শিক্ষিকা চাঁদপুরের মতলব উত্তরের ঠাকুরচরের বাসিন্দা। রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি।
৫ ঘণ্টা আগে