প্রতিবেদক, রাজনীতি ডটকম
জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আজ আমাদের নবজন্ম হলো।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। তার সঙ্গে সনদে সই করেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও।
প্রধান উপদেষ্টা বলেন, প্রথমে এই মহান দিবসটি আমাদের দেওয়ার জন্য আল্লাহর কাছে শোকর গুজার করছি। তার রহমতে আজ আমরা এটা সফল করতে পারলাম। তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম তখন বৃষ্টির কোনো লক্ষণ ছিলো না। আমাদের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেল। আজও আল্লাহর মেহেরবানি। ঠিকই তিনি আমাদের ওপর রহমত বর্ষণ করেছেন।
তিনি বলেন, আমরা বর্বরতার সমাজে ছিলাম। সেখান থেকে আমরা সভ্যযুগে প্রবেশ করলাম। আমাদের ভবিষ্যত অত্যন্ত চমৎকার। শুধু আমাদের সমাজকে গঠন করতে হবে। আমরা যদি একমত হই, অন্যসব কাজেও যদি একমত হই, তাহলে আমাদের দেশ অনন্য দেশে পরিণত হবে। বঙ্গোপসাগর আমাদের, এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ। আমরা আমাদের এই অংশকে পূর্ণ ব্যবহার করতে চাই। তার জন্যই আজ আমরা জুলাই সনদে স্বাক্ষর করব।
সঠিক রাস্তায় এগিয়ে নিতে পারলে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বঙ্গোপসাগরকে ব্যবহার করার জন্য যে পথ লাগবে এই জুলাই সনদই সেই পথ দেখাবে। কক্সবাজার, মাতারবাড়িসহ সব এলাকা যদি আমরা বন্দর হিসেবে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে।
তিনি আরও বলেন, ‘এই জুলাই সনদের তর্ক বিতর্কের মধ্য দিয়েও কীভাবে সফল হয়েছে তার নতুন প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে থাকবে। তারা দেখবে এবং শিখবে আমরা এক হতে পারি।’
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজ যে ঐক্যের সুর এখানে বাজিয়েছি, সেই ঐক্যের সুর দিয়ে আমরা ফেব্রুয়ারির নির্বাচনে যাব। নির্বাচন কীভাবে উৎসবমুখর পরিবেশে করা যাবে তার জন্য আবার আপনারা বসুন, আলোচনা করুন। যত সুন্দরভাবে করা যায়, তত সুন্দরভাবে করার আয়োজন করেন।
জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আজ আমাদের নবজন্ম হলো।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। তার সঙ্গে সনদে সই করেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও।
প্রধান উপদেষ্টা বলেন, প্রথমে এই মহান দিবসটি আমাদের দেওয়ার জন্য আল্লাহর কাছে শোকর গুজার করছি। তার রহমতে আজ আমরা এটা সফল করতে পারলাম। তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম তখন বৃষ্টির কোনো লক্ষণ ছিলো না। আমাদের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেল। আজও আল্লাহর মেহেরবানি। ঠিকই তিনি আমাদের ওপর রহমত বর্ষণ করেছেন।
তিনি বলেন, আমরা বর্বরতার সমাজে ছিলাম। সেখান থেকে আমরা সভ্যযুগে প্রবেশ করলাম। আমাদের ভবিষ্যত অত্যন্ত চমৎকার। শুধু আমাদের সমাজকে গঠন করতে হবে। আমরা যদি একমত হই, অন্যসব কাজেও যদি একমত হই, তাহলে আমাদের দেশ অনন্য দেশে পরিণত হবে। বঙ্গোপসাগর আমাদের, এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ। আমরা আমাদের এই অংশকে পূর্ণ ব্যবহার করতে চাই। তার জন্যই আজ আমরা জুলাই সনদে স্বাক্ষর করব।
সঠিক রাস্তায় এগিয়ে নিতে পারলে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বঙ্গোপসাগরকে ব্যবহার করার জন্য যে পথ লাগবে এই জুলাই সনদই সেই পথ দেখাবে। কক্সবাজার, মাতারবাড়িসহ সব এলাকা যদি আমরা বন্দর হিসেবে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে।
তিনি আরও বলেন, ‘এই জুলাই সনদের তর্ক বিতর্কের মধ্য দিয়েও কীভাবে সফল হয়েছে তার নতুন প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে থাকবে। তারা দেখবে এবং শিখবে আমরা এক হতে পারি।’
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজ যে ঐক্যের সুর এখানে বাজিয়েছি, সেই ঐক্যের সুর দিয়ে আমরা ফেব্রুয়ারির নির্বাচনে যাব। নির্বাচন কীভাবে উৎসবমুখর পরিবেশে করা যাবে তার জন্য আবার আপনারা বসুন, আলোচনা করুন। যত সুন্দরভাবে করা যায়, তত সুন্দরভাবে করার আয়োজন করেন।
এতে উপস্থিত রয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
১৫ ঘণ্টা আগেআলী রীয়াজ বলেন, রাজনীতিতে মতপার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না। কিন্তু ঐক্যের জায়গাও থাকতে হবে। আমাদের অনেক স্রোত, মোহনা একটি— একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আমাদের বহু স্রোত, কিন্তু সবাই এক জায়গায়— আমরা যেকোনো ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকব।
১৫ ঘণ্টা আগেদীর্ঘ আলোচনা শেষে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রণয়ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শেষ মুহূর্তেও কিছু রাজনৈতিক দলের মতভিন্নতা থাকলেও শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজন করে সরকার। অনুষ্ঠানের ঘটনাপ্রবাহ সরাসরি তুলে ধরা হচ্ছে রাজনীতি ডটকমের পাঠকদের জন্য...
১৭ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ জঘন্য কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। এটি মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এ দুঃখজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। ভারত সরকারকে এ ঘটনার বিষয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে