সচিবালয়ের গেট ভেঙে ভেতরে শিক্ষার্থীরা, টিয়ার গ্যাস-রাবার বুলেটে ছত্রভঙ্গ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৬: ৩৯

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। পুলিশ ও সেনাবাহিনী টিয়ার গ্যস ও রাবার বুলেত ছুড়ে তদের ছত্রভঙ্গ করে দিয়েছে৷

এ সময় সাউন্ড গ্রেনেডও বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে দুপক্ষ আবারও মুখোমুখি হয়ে পড়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে সচিবালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা প্রথমে পিছু হটলেও পরে ফের সচিবালয়ের দিকে এগিয়ে যায়। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন হালনাগাদ কররা সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।

এ দিন প্রথমে সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেও না পারলে পরে সচিবালয়ের সামনে অবস্থান নেন।

একপর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীর সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়৷

এ সময় দ্রুত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ শুরু করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা ছাড়াও রাবার বুলেট ছোড়া হয়। সাউন্ড গ্রেনেডও বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুম নিয়ে পৃথক কমিশন নয়, কাজ করবে মানবাধিকার কমিশন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় মানবাধিকার কমিশন এ দায়িত্ব পালন করবে। এ সংক্রান্ত বিধান রেখে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ চূড়ান্ত করেছে সরকার। উপদেষ্টা পরিষদ এ অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে।

২১ ঘণ্টা আগে

‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার’

আসিফ নজরুল বলেন, ‘এতদিন ধরে আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য রয়ে গেছে, তা এখন একটি জটিল চ্যালেঞ্জ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না এলে সরকার কীভাবে অগ্রসর হবে, সে বিষয়টি নিয়েও আমাদের ভাবতে হচ্ছে।’

২১ ঘণ্টা আগে

‘অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিরোধে হতাশাব্যাঞ্জক’

জুলাই সনদ বাস্তবায়নের উপায় এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে এই বিরোধ হতাশাব্যাঞ্জক।

১ দিন আগে

৪ এসপিকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি

পুলিশ সুপার পদ মর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

১ দিন আগে