সাম্য হত্যার প্রতিবেদন ৭ দিনের মধ্যে: ডিএমপি কমিশনার

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৩: ১৬
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ডিএমপি কমিশনার। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী। এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাত ১১টার দিকে ছুরিকাঘাতের শিকার হন তিনি। বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।

শনিবার (১৭ মে) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

বৈঠকের পর জানানো হয়, সার্বিক বিষয় আলোচনা করতে রোববার (১৮ মে) বিকেল ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। সোহরাওয়ার্দী উদ্যানে স্থায়ী পুলিশ বক্স ও ঢাবিতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েনের বিষয়টিও বৈঠকের আলোচনায় উঠে আসে।

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, আমরা খুবই মর্মাহত। আমরা সাম্যের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। আগামী সাত দিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তদন্ত করে মামলার অভিযোগপত্র প্রকাশ করা হবে।

সাম্য হত্যা মামলার সার্বিক দায়িত্বে থাকা ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, আমরা এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছি। তারা ইনজুরড ছিল, তাই তাদের তেমনভাবে জিজ্ঞাসাবাদ করা যায়নি। আমরা আগামীকাল (রোববার) নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব। আশা করি, আগামী সপ্তাহের মধ্যে আমরা সব রহস্য উদ্‌ঘাটন ও হত্যায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে পারব।

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, আমরা গত ১৪ মে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিশন গঠন করেছি। আগামী ১৯ মে ওই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেবে। সিসিটিভি ফুটেজ দিয়ে পুলিশকে সার্বিকভাবে সাহায্য করছি।

সাম্যের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জানিয়ে উপাচার্য বলেন, আমরা গত শুক্রবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও স্যার এ এফ রহমান হল মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করেছি। আমরা ১৫ মে সব শ্রেণি কার্যক্রম অর্ধদিবস স্থগিত করে শোক পালন করেছি।

সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন হলেও তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এই উদ্যানকে রমনা পার্কের আদলে গড়ার চিন্তাভাবনা করছেন বলেও জানান ঢাবি উপাচার্য।

বৈঠকে ঢাবি উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
Ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবল কমিশনের একার নয়’

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবল জাতীয় ঐকমত্য কমিশনের একার নয় জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দল সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোরও দায়িত্ব।

৪ ঘণ্টা আগে

এবার হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ মে) সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

সাম্যের স্মরণে রাজুর পাদদেশে মোমবাতি প্রজ্বালন

কর্মসূচির শুরুতে সবাই মোমবাতি হাতে নিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। পরে সম্মিলত কণ্ঠে ‘মুক্তির মন্দির সোপান তলে/ কত প্রাণ হলো বলিদান’ গানটি গাওয়া হয়। এরপর সবাই যার যার হাতের মোমবাতি রাজু ভাস্কর্যের পাদদেশে স্থাপন করেন।

১৫ ঘণ্টা আগে

বরখাস্ত সৈনিক গ্রেপ্তার-সেনানিবাসের আশপাশে বিধিনিষেধ— যা জানাল আইএসপিআর

একই দিন গণমাধ্যমে আরেকটি বিজ্ঞপ্তি পাঠায় আইএসপিআর। তাতে জানানো হয়, নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

১৯ ঘণ্টা আগে