উত্তরায় বিমান বিধ্বস্ত

বার্নে চিকিৎসাধীন একজনের মৃত্যু, দগ্ধদের বেশির ভাগ শিক্ষার্থী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার দুপুরে উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের সংখ্যা বাড়ছেই। এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিচিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় অন্তত দুজনের প্রাণহানির তথ্য নিশ্চিত হলো। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভর্তি হওয়া দগ্ধ ও আহতদের বড় অংশই শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। বিকেল পৌনে ৪টার দিকে বার্ন ইনস্টিটিউটের একজনআবাসিক চিকিৎসক চিকিৎসাধীন একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানো ও উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩০ জনেরও বেশি মানুষকে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তাদের ওখানে কমপক্ষে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। তাদের বেশির ভাগই দগ্ধ হয়েছেন। এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এর বাইরে আহত অন্তত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতের সংখ্যা আরও বেশি হবে। দুর্ঘটনাস্থল থেকে আহত ও দগ্ধ অনেককে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন তারা।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগ জানিয়েছে, দুপুর ১টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। ১টা ২২ মিনিটে প্রথম তিনটি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট সেখানে কাজ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল

ড. আসিফ নজরুল বলেন, আগে প্রবাসী কর্মীদের কাছ থেকে শত শত কোটি টাকা অবৈধভাবে আদায় করা হতো। বিদেশগামীদের সঙ্গে নানাভাবে দুর্নীতি করা হতো। আমরা এসব বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।

৩ ঘণ্টা আগে

'গণমাধ্যমে' সব প্রার্থীকে সমান সুযোগের নির্দেশনা ইসির

নির্দেশনায় বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অনুকূল নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য ও প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান,

৩ ঘণ্টা আগে

হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালো ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের বরাত দিয়ে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড-যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।’

৩ ঘণ্টা আগে

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার দুপুরে তাকে সেখানে হাজির হতে বলা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

৩ ঘণ্টা আগে