বিক্ষোভে উত্তাল মাইলস্টোন কলেজ, অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২: ৪২
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে কলেজ প্রাঙ্গণ। শিক্ষার্থীদের তোপের মুখে কলেজের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় কলেজের গোল চত্বরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

সকাল থেকেই স্কুলের সামনে ভিড় জমাতে থাকেন নিহতদের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা। এরপর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। নিহতদের নাম ও পরিচয় প্রকাশসহ ৬ দফা দাবি জানিয়েছেন তারা।

বেলা সাড়ে ১০টার দিকে ওই দুই উপদেষ্টা মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে যান। তখনই তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তখন তাদেরকে উদ্দেশ করে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে শুরু করে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হন প্রেস সচিব।

বেলা সাড়ে ১১টায় দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন কলেজের ৫ নম্বর ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। তখন তাদের ঘিরে ধরেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের শিক্ষকদের সহায়তায় আবারও ৫ নম্বর ভবনে প্রবেশ করেন তারা। শিক্ষার্থীদের তোপের মুখে কলেজ ক্যাম্পাস থেকে বের হতে পারছেন না তারা।

উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম প্রধান কারণ, তারা এইসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন। সেই সঙ্গে তারা মনে করছেন, সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে।

শিক্ষার্থীরা জানায়, তাদের আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস ও গণতান্ত্রিক। তবে অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান হবে আপসহীন। ‘ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার’—এমন স্লোগান সামনে রেখে তারা ছয় দফা দাবি উত্থাপন করেছে।

তাদের দাবিগুলো হলো - দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাওয়া, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ, বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছে হাজারো শিক্ষার্থী

শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে ১০টির মতো গাড়ি ভাঙচুর করে। এরপর পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২ ঘণ্টা আগে

সচিবালয়ের গেট ভেঙে ভেতরে শিক্ষার্থীরা, টিয়ার গ্যাস-রাবার বুলেটে ছত্রভঙ্গ

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় ছাত্রদের ওপর লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

২ ঘণ্টা আগে

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, চিকিৎসাধীন ১৬৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে (মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত)। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

২ ঘণ্টা আগে

বিমান বিধ্বস্তের ঘটনায় চীন-ফ্রান্সের শোক

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকার চীন ও ফ্রান্সের দূতাবাস। আজ মঙ্গলবার পৃথক বার্তায় তাদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার চীনা দূতাবাস এক শোকবার্তায় উল্লেখ করেছে, ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় চীনা দূতাবাস গভীরভাবে শোকাহত

৩ ঘণ্টা আগে