‘মঞ্চ ৭১’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে এক সপ্তাহের আলটিমেটাম ‘মঞ্চ ২৪’র

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ২০: ২২
শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলন করে ‘মঞ্চ ২৪‘। ছবি: ফোকাস বাংলা

‘মঞ্চ ৭১’ সংগঠনের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার অভিযোগ তুলেছে ‘মঞ্চ ২৪’। সংগঠনটি বলছে, ‘মঞ্চ ৭১’ ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় দেশবিরোধী তৎপরতায় জড়িত। এসব কার্যক্রম নিয়ে প্রশাসন নিষ্ক্রিয় ও উদাসীন অভিযোগ করে ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের আলমেটাম দিয়েছে ‘মঞ্চ ২৪’।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’-এর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’-এর সংগঠকরা অভিযোগ করেন, ‘মঞ্চ ৭১’ এটি একটি ফ্যাসিবাদী প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। বৃহস্পতিবার এই সংগঠন আয়োজিত বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী স্লোগান দেওয়া হয়েছে, যার মধ্যমে সরাসরি জুলাই আন্দোলনকে উপহাস করা হয়েছে।

‘মঞ্চ ২৪’ বলছে, দেশবিরোধী এসব কার্যক্রমের খবর গোয়েন্দা সংস্থার আগে থেকেই জানা উচিত ছিল এবং তা বন্ধে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু সরকার ও প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রকারান্তরে এসব কার্যক্রমকে অনুমোদন করছে। প্রশাসনের এমন অবহেলা দেশকে ভয়াবহ ষড়যন্ত্রের দিকে ঠেলে দিতে পারে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘মঞ্চ ২৪’ ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আগেই সতর্ক করলেও তা উপেক্ষা করে ‘মঞ্চ ৭১’কে অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে।

সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’ সুনির্দিষ্টভাবে দুটি দাবি জানিয়ে তা পূরণে আলটিমেটাম দিয়েছে। দাবি দুটি হলো— এক সপ্তাহের মধ্যে ‘মঞ্চ ৭১’র বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে এবং ডিআরইউ সভাপতিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। ‘মঞ্চ ২৪’ বলছে, এসব দাবি পূরণ করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিআরইউ সভাপতিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া চব্বিশের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে কিছু সাংবাদিক ও গণমাধ্যম কাজ করছে বলেও অভিযোগ তুলেছে ‘মঞ্চ ২৪’। সংগঠনটি বলছে, এসব প্রতিষ্ঠান প সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্নেল (অব.) ফেরদৌস আজিজ ও ডিউক হুদাসহ ‘মঞ্চ ২৪’র অন্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিল দাখিল করতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, খুলনা বিভাগে (

৮ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

৯ ঘণ্টা আগে

মব করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই: সেনাসদর

মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে একটি মব সৃষ্টি হয়েছিল, যখন সেনাবাহিনী মেসেজ পেয়েছে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট উপস্থিত হয়ে মব নিয়ন্ত্রণ করেছে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও উন্নতি হবে ইনশাআল্লাহ।

৯ ঘণ্টা আগে