ডাকসু নির্বাচন: ৮ কেন্দ্রের সব প্রস্তুতি সম্পন্ন

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রস্তুতি প্রায় শেষের দিকে।

এছাড়া দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রস্তুতির কাজ উপস্থিত থেকে তদারকি করছেন। শ্রমিকরা সাদা কাপড় দিয়ে বুথ তৈরি করছেন। কেউ বুথের জন্য বাঁশ স্থাপন করছেন। আবার কেউ বুথের বাইরে টেবিল স্থাপন করে তার ওপরে সাদা কাপড় লাগিয়ে পেরেক দিয়ে এঁটে দিচ্ছেন। কেউ কেউ পর্যাপ্ত আলোর জন্য লাইট এবং বাতাসের জন্য বৈদ্যুতিক পাখা লাগানোর কাজ করছেন।

এবারের ডাকসু নির্বাচনে মোট আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ল্যাবরেটরি স্কুল, উদয়ন স্কুল, কার্জন হল, ভূতত্ত্ব বিভাগ এবং শারীরিক শিক্ষা কেন্দ্র।

ইতোমধ্যে কেন্দ্রগুলোর প্রস্তুতির বেশিরভাগই শেষ হয়েছে বলে জানিয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস। তারা সুষ্ঠু নির্বাচন আয়োজন ও সম্পন্ন করতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যৌথ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২৭৮

দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস

১৯ ঘণ্টা আগে

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভ্রমণে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সতর্কতা

যুক্তরাজ্যের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ সময়ে বেশকিছু এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে এফসিডিও।

১৯ ঘণ্টা আগে

নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা ভোগ করবেন।

১৯ ঘণ্টা আগে

উনসত্তরের গণ-অভ্যুত্থান স্বাধীনতা সংগ্রামের তাৎপর্যপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, পরবর্তীকালে ১১দফা ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।

২০ ঘণ্টা আগে