নিরাপত্তা শঙ্কায় নেপাল-বাংলাদেশ ম্যাচ বাতিল

ক্রীড়া ডেস্ক

দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে আজ সকালে সংবাদ সম্মেলন সারলেন বাংলাদেশ-নেপালের কোচ ও অধিনায়ক। তবে রাত হতেই জানা গেল, আগামীকাল দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে না দুই দল। প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে। বাধ্য হয়েই দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।

কেননা সামাজিক মাধ্যম বন্ধ করায় এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নেমেছে নেপালের ছাত্ররা। জেন জি- পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯ জন মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দেশটির সরকার কারফিউ জারি করেছে অস্থির সময় পার করা কাঠমাণ্ডুতে। তাই খেলোয়াড়দের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ম্যাচটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সবার আগে। আমরা ঢাকায় বাফুফে এবং কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকেও আমরা বিষয়টি বিশেষভাবে বলেছিলাম।’

এমন পরিস্থিতিতে তাই বাংলাদেশের খেলোয়াড়দের হোটেল ক্রাউন ইম্পেরিয়াল থেকে বের হতে মানা করেছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। এ জন্য পরে জাতীয় দলের অনুশীলন স্থগিত করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে লিখেছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে প্রথম প্রীতি ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যৌথ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২৭৮

দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস

১৯ ঘণ্টা আগে

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভ্রমণে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সতর্কতা

যুক্তরাজ্যের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ সময়ে বেশকিছু এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে এফসিডিও।

১৯ ঘণ্টা আগে

নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা ভোগ করবেন।

১৯ ঘণ্টা আগে

উনসত্তরের গণ-অভ্যুত্থান স্বাধীনতা সংগ্রামের তাৎপর্যপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, পরবর্তীকালে ১১দফা ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।

২০ ঘণ্টা আগে