নেত্রকোনায় ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯: ৫৬

নেত্রকোনার আটপাড়ায় লাঞ্ছিতের অভিযোগ উঠেছে যুবদলের নেতাদের বিরুদ্ধে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি ফেক আইডি থেকে ১৪৩০ বাংলা সনের বর্ষবরণ পালনের একটি ব্যানার পোস্ট করা হয়। ওই ব্যানারে বর্ষবরণের স্থান হিসেবে ‘উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর শিশুপার্ক সংলগ্ন, আটপাড়া’লেখা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আটপাড়া উপজেলা শাখা যুবদলের সদস্য সচিব নুর ফরিদ ও যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন তালুকদারের নেতৃত্বে ৫-৬ জন একটি দল বর্ষবরণের ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় তারা উপস্থাপকের হাত থেকে মাইক কেড়ে নিয়ে ইউএনওকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে তারা ইউএনওকে লাঞ্ছিত করেন। পরে ইউএনও অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এতে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়ে সময়ের জন্য অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বর্ষবরণের ব্যানারে কোনো সমস্যা ছিল না। ওই দুই নেতা ফেসবুকে পুরোনো বছরের ব্যানার দেখে, অনুষ্ঠানস্থলে এসেই এই কাণ্ড ঘটিয়েছে। তাদের উচিত ছিল অনুষ্ঠানের ব্যানারটা মনোযোগ দিয়ে পড়া।

এ ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, যে ঘটনাটি ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা দলীয়ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেব।

জানতে চাইলে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, উপজেলার যুবদলের সদস্য সচিবের নেতৃত্বে কিছু লোক হঠাৎ করে মঞ্চে উঠে সেখানে বসা লোকজনদের তুলে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন। একই সঙ্গে মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। আমি বাধা দিতে চাইলে তারা আমার সঙ্গেও অশুভন আচরণ করে ধাক্কা দেন। আমাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোল স্থলবন্দরের স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয়

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী পরিচালক (ট্রাফিক) ফয়সাল আহসান সজীব, রেলওয়ে সহকারী নির্বাহী কর্মকর্তা মো. চাঁদ আহমেদ, পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন, বন্দর প্রকৌশলী আবুল খায়ের, রেলওয়ে পুলিশ উপ পরিদর্শক আম

১ দিন আগে

আ.লীগ এখন সিগারেটের মতো পুড়ে ছাই হয়ে যাবে: নাহিদ

নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনই মূল লক্ষ্যই ছিল আমাদের। ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ আজ বাস্তবায়িত হয়েছে। দেশের মানুষ তীব্র ঘৃণায় স্বৈরাচারী সরকারকে ছুড়ে ফেলে দিয়েছে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এখন সিগারেটের মতো পুড়ে ছাই হয়ে যাবে।

১ দিন আগে

নেত্রকোনা সীমান্তে ২১ জনকে ‘পুশ ইন’

বিজিবি জানায়, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশ ইন করা ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা দিল্লিতে কাজের জন্য গিয়েছিলেন।

১ দিন আগে

মুখ দিয়ে লিখে জিপিএ-৫ পেল লিতুন জিরা

হাত-পা ছাড়াই জন্ম হয়েছিল লিতুন জিরার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তার অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। মুখ দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এই সাহসী কিশোরী।

১ দিন আগে