নেত্রকোনায় ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯: ৫৬

নেত্রকোনার আটপাড়ায় লাঞ্ছিতের অভিযোগ উঠেছে যুবদলের নেতাদের বিরুদ্ধে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি ফেক আইডি থেকে ১৪৩০ বাংলা সনের বর্ষবরণ পালনের একটি ব্যানার পোস্ট করা হয়। ওই ব্যানারে বর্ষবরণের স্থান হিসেবে ‘উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর শিশুপার্ক সংলগ্ন, আটপাড়া’লেখা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আটপাড়া উপজেলা শাখা যুবদলের সদস্য সচিব নুর ফরিদ ও যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন তালুকদারের নেতৃত্বে ৫-৬ জন একটি দল বর্ষবরণের ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় তারা উপস্থাপকের হাত থেকে মাইক কেড়ে নিয়ে ইউএনওকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে তারা ইউএনওকে লাঞ্ছিত করেন। পরে ইউএনও অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এতে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়ে সময়ের জন্য অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বর্ষবরণের ব্যানারে কোনো সমস্যা ছিল না। ওই দুই নেতা ফেসবুকে পুরোনো বছরের ব্যানার দেখে, অনুষ্ঠানস্থলে এসেই এই কাণ্ড ঘটিয়েছে। তাদের উচিত ছিল অনুষ্ঠানের ব্যানারটা মনোযোগ দিয়ে পড়া।

এ ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, যে ঘটনাটি ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা দলীয়ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেব।

জানতে চাইলে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, উপজেলার যুবদলের সদস্য সচিবের নেতৃত্বে কিছু লোক হঠাৎ করে মঞ্চে উঠে সেখানে বসা লোকজনদের তুলে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন। একই সঙ্গে মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। আমি বাধা দিতে চাইলে তারা আমার সঙ্গেও অশুভন আচরণ করে ধাক্কা দেন। আমাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে নিষিদ্ধ বালাইনাশকে ক্ষতিগ্রস্ত ৬৮ শতাংশ মানুষ

নিষিদ্ধ বালাইনাশকের ব্যবহারে রাজশাহীর শতকরা ৬৮ শতাংশ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

১৬ ঘণ্টা আগে

রুয়েট শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতায় গুরুত্ব দিতে বললেন বিশেষজ্ঞরা

ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইয়্যুম বলেন, “যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয়, এটি হলো শ্রবণ, উপলব্ধি এবং প্রভাব তৈরির সমন্বয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য দক্ষ যোগাযোগ অপরিহার্য। লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে হবে।”

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িতে হামলা: বিএনপির ২ নেতাকে বহিষ্কার

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন ঘিরে হানাহানি ও সংঘাতের ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণ

২১ ঘণ্টা আগে

রাউজানে বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। রাউজানে স্থানীয় রাজনীতিতে বিএনপির এই দুই নেতার সমর্থক-অনুসারীদের মধ্যে গত ৫ আগস্ট থেকে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১২ জনের

১ দিন আগে