নড়াইলে কালভার্ট ভেঙে ৭ গ্রামের মানুষের ভোগান্তি

কার্ত্তিক দাস, নড়াইল
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯: ৪৬

নড়াইল ও মাগুরা জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ কালভার্ট দীর্ঘ দিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় ৭ গ্রামের প্রায় ৩০ হাজার বাসিন্দা চরম দুর্ভোগে রয়েছেন।

নড়াইল অংশের ঝামারঘোপ খালের ওপর ২০ বছর আগে নির্মিত এই বক্স কালভার্টের উপরিভাগের অংশ ভেঙে লোহার রড বেরিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও ছোট যানবাহনগুলোকে।

নড়াইল ও মাগুরা—পাশাপাশি এই দুটি জেলার মধ্যে গ্রামীণ সড়কপথে সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ২০ বছর আগে নড়াইল অংশের লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ খালের ওপর একটি কালভার্ট নির্মাণ করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ও লাহুড়িয়া এবং মাগুরার মহম্মদপুর উপজেলার মোট সাতটি গ্রামের ৩০ হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। ব্যবসায়ী, স্কুল-কলেজ শিক্ষার্থী ও মুমূর্ষু রোগীসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে এই কালভার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এলাকাবাসীর অভিযোগ, দুই বছর আগেই কালভার্টের উপরিভাগের কিছু অংশ ভেঙে গেলেও তা সংস্কার করা হয়নি। ফলে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষত, মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে এখন ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে।

সরেজমিন দেখা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলা শহর থেকে লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ এলাকার দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। কালভার্টের পাটাতনের উপরিভাগ ভেঙে যাওয়ায় ভেতরের লোহার রড বেরিয়ে গেছে। স্থানীয়রা কাঠের তক্তা দিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করলেও ঝুঁকি থেকেই যাচ্ছে। দিনের বেলায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও দু-একটি ইজিবাইক চললেও, সন্ধ্যার পর এই সড়কে কোনো কিছুই চলাচল করতে সাহস পায় না।

ঝামারঘোপ গ্রামের কৃষক হোসেন আলী বলেন, ‘সন্ধ্যার পর এই সড়ক দিয়ে কোনো যানবাহন চলে না।’

লাহুড়িয়া গ্রামের সৈয়দ সরোয়ার হোসেন বলেন, ‘৮৫টি পাড়া নিয়ে এই লাহুড়িয়া ইউনিয়ন গঠিত, যার প্রতিটি পাড়া একটি গ্রামের সমান। রাস্তায় চলাচলে ঝুঁকি থাকায় ইউনিয়নের অনেক পাড়ার আত্মীয়-স্বজনরা এখানে আসতে চান না।’

স্কুলছাত্রী রোকসানা জানায়, ‘এর ওপর দিয়ে হাঁটতে গেলে বুক কেঁপে ওঠে। বেরিয়ে থাকা লোহার রডগুলো দেখলে থমকে দাঁড়াই, মনে হয় এখনি পড়ে যাবো।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নড়াইলের নির্বাহী প্রকৌশলী সরকার ইকরামুল জানান, ৩০ মিটার দৈর্ঘ্যের এই বক্স কালভার্টটি মেরামতের জন্য অনুমতি পাওয়া গেছে। খুব তাড়াতাড়ি নির্মাণ কাজ শুরু করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে সব সংকট নিরসনের আহ্বান জামায়াতের

তারা আরও বলেন, “একদলীয় শাসনব্যবস্থা বিলুপ্ত করে জনগণের অংশগ্রহণমূলক শাসন প্রতিষ্ঠার একমাত্র উপায় পিআর পদ্ধতিতে নির্বাচন। এ দেশে আমরা আর কোনো একদলীয় শাসন বা নতুন ফ্যাসিস্ট দেখতে চাই না।”

৫ ঘণ্টা আগে

ন্যায়বিচারের পুনর্জাগরণ এখন সময়ের আহ্বান

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, “ন্যায়বিচারের পুনর্জাগরণ এখন আমাদের সময়ের আহ্বান। সংবিধানের যে স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচারের অঙ্গীকার রয়েছে, তা যেন দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে যায়, সেটিই আমাদের দায়িত্ব।”

৫ ঘণ্টা আগে

রাবির আইন বিভাগের গৌরবময় ৭২ বছর উদ্‌যাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ গৌরবের ৭২ বছর পূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপন করা হয়েছে। দীর্ঘ এ যাত্রার স্মৃতিকে ধারণ করে শনিবার সকালে অনুষ্ঠিত হয় বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উৎসব।

৬ ঘণ্টা আগে

লালমনিরহাটে ব্যাটারিচালিত রিকশা খাদে পড়ে নিহত ২

১০ ঘণ্টা আগে