বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ২০: ৪৯
রাজশাহী নগরীর ডাবতলায় স্পার্ক ভিউ নামের ১০ তলা ভবনের পাঁচতলায় এক বিচারকের ফ্ল্যাটে হামলা চালিয়ে তার ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। ছবি: রাজনীতি ডটকম

রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওশিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নগরীর ডাবতলায় স্পার্ক ভিউ নামের ১০ তলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিচারক আব্দুর রহমান পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। তাদের বাড়ি জামালপুরে। নিহত তাওসিফ রহমান সুমন নবম শ্রেণিতে পড়ত।

হামলায় জড়িত সন্দেহে লিমন মিঞা ওরফে ইমন নামে একজনকে ঘটনাস্থল থেকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ। ঘটনার সময় আহত হওয়ায় তিনিও চিকিৎসাধীন বলে জানা গেছে। লিমন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদোনেরপাড়া গ্রামের হেমায়েত মিয়া সোলায়মান শাহিদের ছেলে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, তাসমিন নাহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে হামলাকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আহত হওয়ায় তাকেও রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী হিসেবে আটক ইমন ভবনে ঢোকার সময় দারোয়ানের কাছে থাকা খাতায় নিজের নাম লিখেছেন লিমন। ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে তিনি পাঁচতলার ফ্ল্যাটে যান।

ওই ভাড়া বাসার ম্যানেজার মাহবুব বলেন, বিকেল ৩টার দিকে বিচারকের ফ্ল্যাটে ঝামেলা হচ্ছে বলে গৃহকর্মী খবর দেয়। সেখানে গিয়ে সুমন, তার মা ও হামলাকারীকে মেঝেতে পড়ে থাকতে দেখি। তাদের উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সুমনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মা ও হামলাকারী লিমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনের দারোয়ান মেসের আলী জানান, লিমন পরিচয় দেওয়া ব্যক্তিকে তিনি কখনো দেখেননি। বিচারকের ভাই পরিচয় দেওয়ায় লিমনকে বাসায় ঢুকতে দেওয়া হয়। ভবনের রেজিস্ট্রার খাতায় তার নাম ও মোবাইল নম্বর লিখিয়ে নেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে লিমন ওই ফ্ল্যাটে যান।

মেসের আলী বলেন, আধা ঘণ্টা মতো সময় পর বিচারক স্যারের বাসার গৃহকর্মী জানান, ওই ফ্ল্যাটে ঝামেলা হচ্ছে। অন্যান্য ফ্ল্যাটের লোকজনও চলে আসে। সবাই মিলে ফ্ল্যাটে ঢুকে দেখি তিনজনেই আহত হয়ে পড়ে আছে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত সুমনের মরদেহ মর্গে রাখা হয়েছে। হামলাকারী তরুণ ও বিচারকের স্ত্রীকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সুমনের মা তাসমিন নাহার সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে বারবার হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, লিমন আর্থিক দুরবস্থার কথা বলে সাহায্য নিয়েছিলেন, পরে আর সাহায্য না দেওয়ায় লিমন হুমকি দিতে শুরু করেন।

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া মুখপাত্র) গাজিউর রহমান বলেন, ‘লিমন পূর্বপরিচিত হওয়ার কারণে ব্যক্তিগত শত্রুতার জেরে এ হামলা চালানো হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, হামলাকারী ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি চালক। তার সঙ্গে পূর্ববিরোধ থাকতে পারে।

পুলিশ কমিশনার বলেন, সিলেটের সুরমা থানায় এই ব্যক্তির বিরুদ্ধে জিডি করেছিলেন তাসমিন নাহার। কেন এ ঘটনা ঘটেছে, তার বিস্তারিত জানতে কাজ চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জোনায়েদ সাকির আসনে সরে দাঁড়াচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

স্থানীয়রা বলছিলেন, আবদুল খালেক ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ভোটের মাঠে থেকে গেলে জোনায়েদ সাকির জন্য নির্বাচন কঠিন হয়ে দাঁড়াবে। সবশেষ তথ্য বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন আবদুল খালেক।

১ দিন আগে

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে লন্ডভন্ড বসতঘর, যুবক নিহত

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

২ দিন আগে

দইখাওয়া সীমান্ত থেকে গুলিবিদ্ধ যুবক উদ্ধার

লালমনিরহাট-১৫ বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে দইখাওয়া বিওপির একটি টহলদল সীমান্তে হঠাৎ গুলির শব্দ শোনতে পায়। পরে সীমান্ত পিলার ৯০২-এর কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় রনি মিয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

২ দিন আগে

জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত ৪

আহতদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে সৈয়দ সাইদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

৩ দিন আগে