
রাজশাহী ব্যুরো

আসন্ন জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিলটন প্রামাণিকের গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে তার এমন মন্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিলটন প্রামাণিক বক্তব্য দেওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমি হ্যান্ড মাইকে বারবার ঘোষণা দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পরে পুলিশ ও অন্যান্য প্রার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে হিলটন প্রামাণিক বলেন, ‘প্রশাসন ও প্রার্থীদের উপস্থিতিতে আমার বক্তব্য দেওয়ার সময় মঞ্চের একপাশে বসে থাকা কিছু লোকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতি চলতে থাকলে দেশে কোনো ভোট হবে না।’
এ ছাড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের দলের চেয়ারম্যান ‘না’ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেখানে আমি তো অন্য কিছু বলতে পারি না। এছাড়া একজন নাগরিক হিসেবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ দুইটি বিষয়েই ভোট চাইতে পারি, এতে অসুবিধা কীসের আমি বুঝতে পারছি না।”
এ বিষয়ে জানতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম আরিফের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আসন্ন জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিলটন প্রামাণিকের গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে তার এমন মন্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিলটন প্রামাণিক বক্তব্য দেওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমি হ্যান্ড মাইকে বারবার ঘোষণা দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পরে পুলিশ ও অন্যান্য প্রার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে হিলটন প্রামাণিক বলেন, ‘প্রশাসন ও প্রার্থীদের উপস্থিতিতে আমার বক্তব্য দেওয়ার সময় মঞ্চের একপাশে বসে থাকা কিছু লোকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতি চলতে থাকলে দেশে কোনো ভোট হবে না।’
এ ছাড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের দলের চেয়ারম্যান ‘না’ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেখানে আমি তো অন্য কিছু বলতে পারি না। এছাড়া একজন নাগরিক হিসেবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ দুইটি বিষয়েই ভোট চাইতে পারি, এতে অসুবিধা কীসের আমি বুঝতে পারছি না।”
এ বিষয়ে জানতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম আরিফের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

দীর্ঘ দুই দশকের প্রতীক্ষা শেষে তারেক রহমানের আগমনে উৎসবের জনপদে পরিণত হয়েছে আধ্যাত্মিক নগরী সিলেট। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিতে ভোর থেকেই ব্যানার-ফেস্টুন আর মিছিলের স্রোতে মিশেছে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
১০ ঘণ্টা আগে
সিলেটের বিভিন্ন উপজেলা কেবল নয়, সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকেও আলিয়া মাদরাসা মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভোর থেকেই তারা মাঠে জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি রয়েছে ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন।
১২ ঘণ্টা আগে
বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছান তারেক রহমান। মাজার জিয়ারত শেষে তিনি সেখানকাত কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন।
১ দিন আগে
আজ বুধবার বিকেল থেকেই মঞ্চের সামনে উৎসাহী নেতাকর্মীদের ভিড় দেখা যায়। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে সিলেট ও সুনামগঞ্জ বিএনপির সবধরনের প্রস্তুতি প্রায় শেষ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজও নগরীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যো
১ দিন আগে