দেশে অভ্যন্তরীণ অভিবাসীদের আইনি অধিকার ও সামাজিক সুরক্ষা সুনিশ্চিতের দাবি

রাজশাহী ব্যুরো

দেশে অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রবেশাধিকার ও ন্যায়বিচার সংক্রান্ত অধিকারবিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর একটি হোটেলের হলরুমে গণমাধ্যমকর্মীদের নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে দেশের অভ্যন্তরীণ অভিবাসীদের আইনি অধিকার ও সামাজিক সুরক্ষা সুনিশ্চিতের দাবি জানান বক্তারা।

অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে আয়োজিত এই সংলাপ পরিচালনা করেন এসিডির প্রকল্প সমন্বয়কারী সুব্রত পাল। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন এসিডি সহকারী প্রকল্প সমন্বয়কারী আব্দুল মতিন।

সংলাপে অভ্যন্তরীণ অভিবাসনের ফলে সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতা, জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি সেবা গ্রহণে জটিলতা, স্থানান্তরিত বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন হওয়া, অভ্যন্তরীণ অভিবাসীদের আইনি সহায়তা পাওয়ার সীমিত সুযোগ, অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

আয়োজকরা জানান, এই সংলাপের লক্ষ্য হচ্ছে- গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা। যেন তারা নিয়মিতভাবে অভিবাসী ইস্যুগুলোতে প্রতিবেদন তৈরি করেন এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। সংলাপে অভ্যন্তরীণ অভিবাসীদের উদ্ভূত সংকট সমাধান এবং তাদের অধিকার সুনিশ্চিত করতে সবার সমন্বিত উদ্যোগ গ্রহণের কথা জানান।

সংলাপে বক্তারা বলেন, আমরা চাই অভ্যন্তরীণ অভিবাসীদের আইনি অধিকার এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলো গণমাধ্যমে আরও বেশি গুরুত্ব পাক, যাতে নীতিনির্ধারকরা বিষয়টি বিবেচনায় আনেন। অভ্যন্তরীণ অভিবাসীদের জটিল বাস্তবতা ও সমস্যাগুলো তুলে ধরতে পারলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড একদিকে যেমন বেগবান হবে অন্যদিকে এসডিজি অর্জন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। কারণ গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংলাপে বাংলাদেশ সংবাদ সংস্থার স্পেশাল করেসপন্ডেন্ট ড. আইনুল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মো. আজাদ, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল, দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টর আহসান হাবীব অপু, আমাদের সময়ের ব্যুরো চিফ জিয়াউল গনি সেলিম, উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম, দৈনিক সোনালী সংবাদের চিফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, ৭১ টিভির ব্যুরো ইনচার্জ রাশিদুল হক রুশো, দৈনিক করতোয়ার রাজশাহী প্রতিনিধি মাইনুল হাসান জনি, নতুন প্রভাতের চিফ রিপোর্টার হাবিব আহমেদ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মওদুদ রানা, ঢাকা পোস্টের রাজশাহী প্রতিনিধি শাহিনুল আশিক, জাগো নিউজের রাজশাহী প্রতিনিধি সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, হেলমেট পরা থাকায় হামলাকারীদের তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

১৯ ঘণ্টা আগে

হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান

তিনি বলেন, ‘ব্যালেট বক্স পাহারা দিতে হবে। ২০০৮ সালে কী হয়েছিল মনে আছে? ২০০৮ সালে কিন্তু ওই যে ম্যাজিক…. এই আছে, এই নাই। একবার খালি বক্স দেখায়, আবার ভরা বক্স; মনে আছে তো? কাজেই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে।’

১৯ ঘণ্টা আগে

সাদ্দামের কাছে ঘুস চাওয়ার অভিযোগ অস্বীকার বাগেরহাট জেলারের

এ অভিযোগ অস্বীকার করে জেলার খোন্দকার মো. আল-মামুন বলেন, একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে তার পারিবারে। এটা কেন্দ্র করে তিনি এখন বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। পাঁচ লাখ টাকার একটি অযৌক্তিক, অহেতুক, হয়রানিমূলক, মিথ্যা ও ভিত্তিহীন কথা বলে বেড়াচ্ছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। এমন ঘটে থাকলে তিনি যখন যশোর গেছেন,

১ দিন আগে

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির: চরমোনাই পীর

তিনি বলেন, মেয়েদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে ইসলাম। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, আমরা তো বলিনি ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। আর মেয়েদের পাশে বসে সেলফি তোলে বয়োজ্যেষ্ঠ মানুষটা। বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলে। এটা তো ইসলামী আন্দোলন পারে না।

১ দিন আগে