দেশে অভ্যন্তরীণ অভিবাসীদের আইনি অধিকার ও সামাজিক সুরক্ষা সুনিশ্চিতের দাবি

রাজশাহী ব্যুরো

দেশে অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রবেশাধিকার ও ন্যায়বিচার সংক্রান্ত অধিকারবিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর একটি হোটেলের হলরুমে গণমাধ্যমকর্মীদের নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে দেশের অভ্যন্তরীণ অভিবাসীদের আইনি অধিকার ও সামাজিক সুরক্ষা সুনিশ্চিতের দাবি জানান বক্তারা।

অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে আয়োজিত এই সংলাপ পরিচালনা করেন এসিডির প্রকল্প সমন্বয়কারী সুব্রত পাল। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন এসিডি সহকারী প্রকল্প সমন্বয়কারী আব্দুল মতিন।

সংলাপে অভ্যন্তরীণ অভিবাসনের ফলে সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতা, জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি সেবা গ্রহণে জটিলতা, স্থানান্তরিত বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন হওয়া, অভ্যন্তরীণ অভিবাসীদের আইনি সহায়তা পাওয়ার সীমিত সুযোগ, অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

আয়োজকরা জানান, এই সংলাপের লক্ষ্য হচ্ছে- গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা। যেন তারা নিয়মিতভাবে অভিবাসী ইস্যুগুলোতে প্রতিবেদন তৈরি করেন এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। সংলাপে অভ্যন্তরীণ অভিবাসীদের উদ্ভূত সংকট সমাধান এবং তাদের অধিকার সুনিশ্চিত করতে সবার সমন্বিত উদ্যোগ গ্রহণের কথা জানান।

সংলাপে বক্তারা বলেন, আমরা চাই অভ্যন্তরীণ অভিবাসীদের আইনি অধিকার এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলো গণমাধ্যমে আরও বেশি গুরুত্ব পাক, যাতে নীতিনির্ধারকরা বিষয়টি বিবেচনায় আনেন। অভ্যন্তরীণ অভিবাসীদের জটিল বাস্তবতা ও সমস্যাগুলো তুলে ধরতে পারলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড একদিকে যেমন বেগবান হবে অন্যদিকে এসডিজি অর্জন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। কারণ গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংলাপে বাংলাদেশ সংবাদ সংস্থার স্পেশাল করেসপন্ডেন্ট ড. আইনুল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মো. আজাদ, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল, দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টর আহসান হাবীব অপু, আমাদের সময়ের ব্যুরো চিফ জিয়াউল গনি সেলিম, উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম, দৈনিক সোনালী সংবাদের চিফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, ৭১ টিভির ব্যুরো ইনচার্জ রাশিদুল হক রুশো, দৈনিক করতোয়ার রাজশাহী প্রতিনিধি মাইনুল হাসান জনি, নতুন প্রভাতের চিফ রিপোর্টার হাবিব আহমেদ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মওদুদ রানা, ঢাকা পোস্টের রাজশাহী প্রতিনিধি শাহিনুল আশিক, জাগো নিউজের রাজশাহী প্রতিনিধি সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকের ঠ্যাঙের নলা ভেঙে দেওয়ার হুমকি ইউপি সদস্যের

এ ঘটনায় সোমবার (২০ অক্টোবর) বিকেলে ওই সাংবাদিক শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, পুলিশ অভিযোগের বিষয়ে কাজ করছে।

১ দিন আগে

‘পোষা বিরোধী দল’ হওয়ার রাজনীতি এনসিপি করছে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়—হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তবে জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার জন্য এনসিপি রাজনীতি করছে না।

১ দিন আগে

পদ্মায় দেখা মিলল মিঠাপানির কুমিরের!

রাজশাহীর পদ্মা নদীর চরে দেখা মিলেছে এক মিঠাপানির কুমিরের—এমনই দাবি করেছেন এক আলোকচিত্রী দম্পতি। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা বিষয়টি জানেন না এবং পদ্মায় কুমির থাকার সম্ভাবনাও খুবই কম।

১ দিন আগে

‘গঙ্গা-ব্রহ্মপুত্রে গোসল করলেও তাদের মন পবিত্র হবে না’

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ওরা গত ১৭ বছর শাড়ি ও লুঙ্গির নিচে আশ্রয় নিয়ে লুকিয়ে ছিল। তখন বিএনপির অসংখ্য নেতাকর্মী গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরে পেতে রাজপথে আন্দোলন করতে গিয়ে সীমাহীন নির্যাতনের শিকার হয়। বিএনপি এ দেশের নির্যাতিত জনগণের দল।

১ দিন আগে