এবার ছাত্র সংসদ নির্বাচন না হলে তিন দশকেও হবে না : নুর

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭: ৫০

রাজনৈতিক বিভাজনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, "এবার যদি ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে হয়তো আগামী তিন দশকেও আর হবে না।"

আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডিনস কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। ‘দাসত্ব নাকি মুক্তি/শিক্ষার্থীদের ভাবনায় ছাত্র সংসদ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তালাপ।

ঢাবির হলগুলোতে ছাত্রসংগঠনের কমিটি গঠনের প্রসঙ্গে নুর বলেন, "আমরা হল-ভিত্তিক রাজনীতি চাই না। তবে ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা থাকা উচিত, আর তা হওয়া উচিত পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে।"

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আদৌ হবে কি না, সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন ঢাকসুর সাবেক ভিপি। তিনি বলেন, "যদিও রাজনৈতিক দলগুলো গণ-অভ্যুত্থানের পক্ষে কথা বলছে, বাস্তবে তাদের মধ্যে বিভাজন গভীর। এই বিভক্তিই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে।"

ঐকমত্য কমিশনের আলোচিত প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়েও বক্তব্য দেন তিনি। নুর জানান, "বিএনপি এই পদ্ধতিতে দ্বিমত জানিয়েছে। যদিও এটি অনুমোদন পেয়েছে, তবে তারা 'নোট অব ডিসেন্ট' দিয়েছে। বাংলাদেশে এটি কার্যকর হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। সংসদ বারবার ভেঙে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।"

তিনি আরও বলেন, এই পদ্ধতি কার্যকর হবে কি না, তা নির্ভর করবে আগামীতে যে দল বা জোট সরকার গঠন করবে, তাদের ওপর।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাসহ ছাত্র উপদেষ্টা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হত্যা মামলার আসামিকে খুন, স্ত্রী-সন্তান আহত

নিহত ওয়াজেদ আলী ওই গ্রামের দলিম উদ্দিনের ছেলে। তিনি হাসিবুর নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় আসামি ছিলেন।

১ দিন আগে

৩ দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীদের নেতৃত্বে ছাত্র-জনতার ব্যানারে চলছে এই বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য উপদেষ্টার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবেন না।

১ দিন আগে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে ব্লকেড রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়ালেখার প্রকৃত পরিবেশ তৈরি হচ্ছে না। আরও নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

১ দিন আগে

রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: ১১ দিন পর ২৭৯ জনের বিরুদ্ধে মামলা

২ দিন আগে