
খুলনা ব্যুরো

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের মেহেরপুর-১ আসনের প্রার্থী তাজউদ্দিন খানের ব্যবহৃত মাইক্রোবাস থেকে অস্ত্রসহ তিনজনকে আটকের খবর জানিয়েছিল পুলিশ। পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো ‘প্রাণঘাতী কোনো অস্ত্র নয়’ এবং ‘সমাবেশের প্রয়োজনীয় সরঞ্জাম’ বলে পরে জেলা জামায়াত নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় তাদের আটক করা হয়। পরে সন্ধ্যাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ দিন সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস থেকে তিনটি ফোল্ডিং ডেবল স্টিক, একটি বিদেশি (চাইনিজ) কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকি-টকি, চারটি চার্জার এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়েছিল।
তখন মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং গাড়িতে থাকা তিন ব্যক্তি— বাংলা এডিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও জামায়াতে ইসলামীর কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াত আমির তাজউদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং গাড়িচালক ইজারুল হককে আটক করা হয়।
তারা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মেহেরপুর সফর উপলক্ষে শহরের হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েছিলেন মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিএম রানা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের আটকের পাশাপাশি উদ্ধার করা অস্ত্র ও মাইক্রোবাসটি জব্দ করা হয় বলেও জানিয়েছিলেন তিনি।
তবে আটক এই তিন ব্যক্তিকে সোমবার সন্ধ্যাতেই জেলা জামায়াত নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ বলছে, উদ্ধারকৃত ওয়াকিটকি ও ইভেন্ট ম্যানেজমেন্টের সরঞ্জামকে প্রাথমিক অবস্থায় ‘অস্ত্র’ হিসেবে সন্দেহ করা হলেও পরে যাচাই-বাছাই করে বোঝা যায়— এগুলো ‘প্রাণঘাতী কোনো অস্ত্র নয়’।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে। জব্দ হওয়া সরঞ্জামগুলোর মধ্যে ওয়াকিটকি ছাড়া বাকি সব প্যান্ডেল তৈরির কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
এদিকে সোমবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলা জামায়াত জানায়, উদ্ধারকৃত সরঞ্জামগুলোকে কিছু মহল অস্ত্র হিসেবে উপস্থাপন করেছে। বিষয়টি অতিরঞ্জিত করে কিছু গণমাধ্যম ও কেউ কেউ সামাজিক মাধ্যমেও অপপ্রচার চালিয়ে মেহেরপুর-১ আসনের জামায়াত প্রার্থীর সম্মান ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে কাজ করছে।

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের মেহেরপুর-১ আসনের প্রার্থী তাজউদ্দিন খানের ব্যবহৃত মাইক্রোবাস থেকে অস্ত্রসহ তিনজনকে আটকের খবর জানিয়েছিল পুলিশ। পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো ‘প্রাণঘাতী কোনো অস্ত্র নয়’ এবং ‘সমাবেশের প্রয়োজনীয় সরঞ্জাম’ বলে পরে জেলা জামায়াত নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় তাদের আটক করা হয়। পরে সন্ধ্যাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ দিন সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস থেকে তিনটি ফোল্ডিং ডেবল স্টিক, একটি বিদেশি (চাইনিজ) কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকি-টকি, চারটি চার্জার এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়েছিল।
তখন মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং গাড়িতে থাকা তিন ব্যক্তি— বাংলা এডিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও জামায়াতে ইসলামীর কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াত আমির তাজউদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং গাড়িচালক ইজারুল হককে আটক করা হয়।
তারা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মেহেরপুর সফর উপলক্ষে শহরের হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েছিলেন মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিএম রানা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের আটকের পাশাপাশি উদ্ধার করা অস্ত্র ও মাইক্রোবাসটি জব্দ করা হয় বলেও জানিয়েছিলেন তিনি।
তবে আটক এই তিন ব্যক্তিকে সোমবার সন্ধ্যাতেই জেলা জামায়াত নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ বলছে, উদ্ধারকৃত ওয়াকিটকি ও ইভেন্ট ম্যানেজমেন্টের সরঞ্জামকে প্রাথমিক অবস্থায় ‘অস্ত্র’ হিসেবে সন্দেহ করা হলেও পরে যাচাই-বাছাই করে বোঝা যায়— এগুলো ‘প্রাণঘাতী কোনো অস্ত্র নয়’।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে। জব্দ হওয়া সরঞ্জামগুলোর মধ্যে ওয়াকিটকি ছাড়া বাকি সব প্যান্ডেল তৈরির কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
এদিকে সোমবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলা জামায়াত জানায়, উদ্ধারকৃত সরঞ্জামগুলোকে কিছু মহল অস্ত্র হিসেবে উপস্থাপন করেছে। বিষয়টি অতিরঞ্জিত করে কিছু গণমাধ্যম ও কেউ কেউ সামাজিক মাধ্যমেও অপপ্রচার চালিয়ে মেহেরপুর-১ আসনের জামায়াত প্রার্থীর সম্মান ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে কাজ করছে।

ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যার সমাধান করা হবে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের জন্য রাজনীতি করে বিএনপি, আর দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতাও একমাত্র বিএনপিরই আছে।
৮ ঘণ্টা আগে
পাবনা-৫ (সদর) আসনে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের বুদের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
রাজশাহীতে বাসচাপায় তিনজনের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালকসহ পুলিশ হেনস্থার ঘটনায় জড়িত এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং জীম্বংখালী বিওপির পূর্ব পাশে নাফ নদী-সংলগ্ন কেওড়া বাগানে লাকড়ি সংগ্রহ করতে যান সোহেল ও ওবায়দুল্লাহ। এ সময় হঠাৎ মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে তারা দু’জনই গুলিবিদ্ধ হন।
৯ ঘণ্টা আগে