নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে সনাতন ধর্মাবলম্বীরা নাম কীর্তন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব পালন করেছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কালী মন্দির থেকে হাজারো ভক্তের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে মন্দিরে একটি আলোচনা ও প্রার্থনা সভা আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নান্দাইল শাখার আহ্বায়ক দীলিপ কুমার সাহা সভাপতিত্ব করেন।
প্রবীণ শিক্ষাবিদ বিমল চন্দ্র সাহা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় তপন চন্দ্র দাস, মলয় কুমার গোস্বামী, পল্লব রায়, বীরেন্দ্র চন্দ্র দে সরকার, বিনা সাহা, সীমা রানি সরকার, বিরজা চক্রবর্তী, অঞ্জন সাহা রায় নন্দনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কৃষ্ণ ভক্তরা একটি স্থায়ী উপাসনালয় স্থাপনের দাবি জানান।
পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে সনাতন ধর্মাবলম্বীরা নাম কীর্তন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব পালন করেছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কালী মন্দির থেকে হাজারো ভক্তের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে মন্দিরে একটি আলোচনা ও প্রার্থনা সভা আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নান্দাইল শাখার আহ্বায়ক দীলিপ কুমার সাহা সভাপতিত্ব করেন।
প্রবীণ শিক্ষাবিদ বিমল চন্দ্র সাহা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় তপন চন্দ্র দাস, মলয় কুমার গোস্বামী, পল্লব রায়, বীরেন্দ্র চন্দ্র দে সরকার, বিনা সাহা, সীমা রানি সরকার, বিরজা চক্রবর্তী, অঞ্জন সাহা রায় নন্দনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কৃষ্ণ ভক্তরা একটি স্থায়ী উপাসনালয় স্থাপনের দাবি জানান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৭ ঘণ্টা আগেপ্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি
১৮ ঘণ্টা আগেএনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।
১৯ ঘণ্টা আগেলেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’
২০ ঘণ্টা আগে