নান্দাইলে চিকিৎসক সংকট: ৪ জন প্রেষণে, ১ জন ১১ বছর ধরে ‘নিখোঁজ’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৩: ২৪

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট দেখা দিয়েছে। এতে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

হাসপাতালের চারজন চিকিৎসক নিজেদের পছন্দমতো কর্মক্ষেত্রে প্রেষণে নিযুক্ত হয়েছেন। আরও একজন চিকিৎসক গত ১১ বছর ধরে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। চিকিৎসক স্বল্পতার কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রেষণে নিযুক্ত চিকিৎসকদের কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একাধিক চিঠি পাঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে স্থানীয় স্বাস্থ্যসেবা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, হাসপাতালে ১৭টি মেডিকেল অফিসারের (এমও) পদের বিপরীতে মাত্র তিনজন কর্মরত আছেন। অন্যদিকে, কনসালটেন্টের ১০টি পদের বিপরীতে আছেন মাত্র চারজন। এই শূন্য পদগুলো পূরণ না হওয়ায় রোগীদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নান্দাইল উপজেলার লোকসংখ্যা প্রায় পাঁচ লাখ। প্রতিদিন গড়ে জরুরি ও বহির্বিভাগে আটশতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে কর্মরত স্বল্প সংখ্যক চিকিৎসকদের এই বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতালের দাপ্তরিক একটি সূত্রে জানায় ২০২২ সালের ৩ মার্চ ডা. হুরুল জান্নাত, ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ডা. শারমীন মেহের সুরমা, চলতি বছরের ২ জানুয়ারি ডা. উম্মে সালমা দিনা ও ৭ জানুয়ারি ডা. দেবশ্রী দেবনাথ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন পদে যোগদান করেন। কিছুদিন পর তারা সকলেই নিজেদের পছন্দমতো কর্মস্থল বেছে প্রেষণে সংযুক্তি নিয়ে চলে যান। ফলে শুন্য পড়ে রয়েছে তাদের পদগুলো।

অন্যদিকে ডা. অনুজা রায় বনি নামে একজন চিকিৎসক ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গত ১১ বছর তার কোনো খোজ নেই। নান্দাইল হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই বলতে পারছে না। তারা শুধু একাধিক চিঠি দেখিয়েছেন, যেগুলো স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু নিখোজ চিকিৎসকের পদ শুন্য হয়নি। ফলে চিকিৎসকের যেমন খোঁজ মিলছে না তেমনি পদ খালি না হওয়ায় ওই পদে কেউ যোগদান করতে পারছেন না।

এ দিকে হাসপাতালের অন্তবিভাগ, বহির্বিভাগ, ও জরুরি বিভাগ ঘুরে রোগীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। অন্তবিভাগের বারান্দায় বিছানা পেতে রয়েছেন চিকিৎসাধীন রোগীরা। নারী, শিশু ও পুরুষ ওয়ার্ডের সবগুলো শয্যা রোগীতে পরিপূর্ণ। প্রসূতি ওয়ার্ডেও রোগী ভর্তি রয়েছেন। যে কজন চিকিৎসক হাসপাতালে কর্মরত রয়েছেন, বহির্বিভাগে থাকা তাদের কক্ষগুলো রোগীদের উপচে পড়া ভিড়। কর্মরত চিকিৎসকরা পালা করে সকল বিভাগের চিকিৎসা সেবা সামাল দিচ্ছেন।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা জানান, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে আটশত রোগী চিকিৎসা নিতে আসেন। অন্ত বিভাগে গড়ে ১২০ জন রোগী ভর্তি থাকেন। জরুরি বিভাগে গড়ে প্রতিদিন ২০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। স্বল্প সংখ্যক চিকিসৎক দিয়ে চিকিৎসা সেবা টিকিয়ে রাখা হয়েছে। হাসপাতালে আরও চিকিৎকের প্রয়োজন। তাই প্রেষণে থাকা চিকিৎসকদের সংযুক্তি বাতিল করে তাদের মূল কর্মস্থলে ফেরত পাঠানোর জন্য বার বার চিঠি দেওয়া হচ্ছে। চিকিৎসক চেয়েও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠানো হচ্ছে। কিন্তু সাড়া পাচ্ছি না।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়নের জন্য কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে। চার চিকিৎসকের সংযুক্তির আদেশ বাতিল করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মোহনগঞ্জে পূজামণ্ডপে বখাটেদের হামলা, আহত ৮

নেত্রকোনার মোহনগঞ্জে পূজামণ্ডপে বখাটেদের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৯-১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত একজন।

১ দিন আগে

তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ

নৌকায় থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন নদীর তীরে উঠতে পারলেও তাদের সঙ্গে থাকা দুই শিশু নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা নৌকা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালায়।

১ দিন আগে

এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম, প্রার্থী হবেন সিলেট-১ আসনে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হককে।

১ দিন আগে

খাগড়াছড়ি সহিংসতায় ৩ মামলা, আসামি সহস্রাধিক

২ দিন আগে