ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লায় বৈষম্যবিরোধী নেত্রীর পদত্যাগ

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫: ০১
খাদিজা আক্তার কেয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

খাদিজা আক্তার কেয়া তার ফেসবুক পোস্টে ছিলেছেন, ‘আমি আসলে একটা জিনিস দেখলাম, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, এটা আমার ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে না, কে বললো। আপনারা সবাই জানেন যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বরত কর্মী ছিলাম। কিন্তু আজকের পর থেকে এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

‘আমরা একটি গণঅভ্যুত্থানের পরে একটি প্লাটফর্মে এসেছিলাম মুরাদনগর উপজেলা থেকে। যেই গণঅভ্যুত্থানে আমাদের হাজারো ভাইবোন শহীদ হয়েছে। অন্য কারোরটা জানি না কিন্তু আমি এই শহীদ ভাইবোনদের রক্তের সাথে বেইমানি করতে পারবো নাহ। তাই নিজে আমি এই সব কিছু থেকে সরে আসলাম। আজকের পর থেকে এই প্লাটফর্মের সাথে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না।’

‘আমি কোনো দল করি না, আমি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করি না এবং করবোও না। তবে দেশের স্বার্থে আমি সবসময় লড়াই করে যাব, দেশের সংস্কারের পক্ষে সবসময় লড়াই করে যাব, আমাকে সব সময় দেশের স্বার্থে পাওয়া যাবে ইন শাহ আল্লাহ। ধন্যবাদ আপনাদের, আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।’

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার কেয়া বলেন, গত ২৩ জুলাই কুমিল্লা টাউনহল মাঠে এনসিপির পদযাত্রায় পতিত আওয়ামী লীগের লোকজন সামনের সারিতে ছিল। যারা আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা দিয়েছিল। এ বিষয়গুলো আমাদের শহীদের সঙ্গে বেইমানি করা হচ্ছে। এগুলো দেখে এ প্ল্যাটফর্মে আমি থাকতে চাচ্ছি না। শনিবার বিকেলে ফেসবুকে ঘোষণা দিয়েছি। রোববার (২৭ জুলাই) বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণার পর স্থানীয় নেতাদের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবো।

তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকবো না। তবে দেশের স্বার্থে ও সংস্কারের পক্ষে আমি সবসময় সংগ্রাম করে যাবো।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম শেষ করার আশা আলী রিয়াজের

আগামী তিনদিনের মধ্যে ঐকমত্যের প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ।

৮ ঘণ্টা আগে

২০২৪ সালে বিএনপির আয় ১৫.৬৫ কোটি টাকা: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে । ২০২৪ সালে দলটির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। বর্তমানে দলটির ফান্ডে জমা আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

৮ ঘণ্টা আগে

সেনাপ্রধানের প্রশংসায় পঞ্চমুখ সারজিস

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা, আর্থিক সহযোগিত ও পুনর্বাসনের জন্য সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করেন এনসিপির শীর্ষ এই নেতা।

৮ ঘণ্টা আগে

ভোটের রাজনীতিতে ইসলামি দলগুলোর মুখোমুখি বিএনপি

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ প্রকট হয়েছে। সংস্কারের পাশাপাশি নির্বাচন পদ্ধতি নিয়ে দূরত্ব দেখা দিয়েছে রাজপথে সক্রিয় দলগুলোর মধ্যে। একদিকে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। অন্যদিকে পিআরের পক্ষে থাকা জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক

৯ ঘণ্টা আগে