
রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে এবার মোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। একই সময়ে রুয়েটে অনুষ্ঠিত ‘খ’ গ্রুপের পরীক্ষা শেষ হয় দুপুর সোয়া ১টায়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মনোনীত ছিলেন। এর মধ্যে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন এবং বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ জন শিক্ষার্থী মনোনয়ন পান।
বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৮৭৮ জন এবং বুয়েট কেন্দ্রে ৮ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশ নেন। উপস্থিতির হার রুয়েটে প্রায় ৮১ দশমিক ১৪ শতাংশ এবং বুয়েটে প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ। দুই কেন্দ্র মিলিয়ে গড় উপস্থিতি ছিল প্রায় ৮৫ শতাংশ।
পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করেন। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস মুখর হয়ে ওঠে। তবে পুরো সময়জুড়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের ফলাফল আগামী ৬ ফেব্রুয়ারি প্রকাশ করা হতে পারে। ভর্তি পরীক্ষার ফলাফল http://admission.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে এবার মোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। একই সময়ে রুয়েটে অনুষ্ঠিত ‘খ’ গ্রুপের পরীক্ষা শেষ হয় দুপুর সোয়া ১টায়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মনোনীত ছিলেন। এর মধ্যে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন এবং বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ জন শিক্ষার্থী মনোনয়ন পান।
বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৮৭৮ জন এবং বুয়েট কেন্দ্রে ৮ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশ নেন। উপস্থিতির হার রুয়েটে প্রায় ৮১ দশমিক ১৪ শতাংশ এবং বুয়েটে প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ। দুই কেন্দ্র মিলিয়ে গড় উপস্থিতি ছিল প্রায় ৮৫ শতাংশ।
পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করেন। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস মুখর হয়ে ওঠে। তবে পুরো সময়জুড়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের ফলাফল আগামী ৬ ফেব্রুয়ারি প্রকাশ করা হতে পারে। ভর্তি পরীক্ষার ফলাফল http://admission.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কারাগার কেবল অপরাধীদের আটকে রাখার স্থান নয়, বরং একজন বিপথগামীর জন্য এটি হবে প্রকৃত সংশোধনাগার বলে মন্তব্য করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
১২ ঘণ্টা আগে
ঢাকা, সিলেট, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ দুই দশকের প্রতীক্ষা শেষে তারেক রহমানের আগমনে উৎসবের জনপদে পরিণত হয়েছে আধ্যাত্মিক নগরী সিলেট। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিতে ভোর থেকেই ব্যানার-ফেস্টুন আর মিছিলের স্রোতে মিশেছে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
১৭ ঘণ্টা আগে
সিলেটের বিভিন্ন উপজেলা কেবল নয়, সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকেও আলিয়া মাদরাসা মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভোর থেকেই তারা মাঠে জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি রয়েছে ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন।
১৮ ঘণ্টা আগে