
রাজশাহী ব্যুরো

কারাগার কেবল অপরাধীদের আটকে রাখার স্থান নয়, বরং একজন বিপথগামীর জন্য এটি হবে প্রকৃত সংশোধনাগার বলে মন্তব্য করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
আজ বৃহস্পতিবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ‘৬৩তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কারা মহাপরিদর্শক বলেন, কারা বিভাগ একটি সুপ্রাচীন ও সেবাধর্মী প্রতিষ্ঠান। এই বিভাগের মূল লক্ষ্য হলো বন্দিদের সংশোধনের মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনা।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জেলের যাত্রা শুরু হয়। সময়ের ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানকে আরও স্বচ্ছ ও জনসেবামুখী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। বন্দিদের মানবিক মর্যাদা নিশ্চিত করে সংশোধনের মধ্য দিয়েই সমাজে পুনঃস্থাপনই কারা বিভাগের প্রধান উদ্দেশ্য।
নবীন কারারক্ষীদের উদ্দেশে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কারারক্ষীর জীবন কেবল একটি চাকরি নয়; এটি একটি শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল জীবনব্যবস্থা। এ পর্যন্ত যে প্রশিক্ষণ তারা সম্পন্ন করেছেন, তা কারারক্ষী জীবনের মৌলিক ধাপ মাত্র। প্রশিক্ষণকালে তাদের নিষ্ঠা, একাগ্রতা ও দৃঢ়তা প্রশংসার দাবি রাখে বলেও উল্লেখ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাপনী কুচকাওয়াজে মোট ৬৮৭ জন নবীন কারারক্ষী অংশ নেন। সার্বিক বিষয়ে শ্রেষ্ঠ নবীন কারারক্ষী নির্বাচিত হন মো. তানভীন আহমেদ। ড্রিলে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মো. রাকিব মিয়া, পিটিতে মো. বাপ্পি হোসেন, ফায়ারিংয়ে দ্বিপংকর দাস, অস্ত্রবিহীন যুদ্ধে মো. রনি হোসেন এবং অ্যাকাডেমিতে শ্রেষ্ঠ হন মো. রিয়ন ইসলাম রোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেন এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে নবীন কারারক্ষীদের অভিভাবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কারাগার কেবল অপরাধীদের আটকে রাখার স্থান নয়, বরং একজন বিপথগামীর জন্য এটি হবে প্রকৃত সংশোধনাগার বলে মন্তব্য করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
আজ বৃহস্পতিবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ‘৬৩তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কারা মহাপরিদর্শক বলেন, কারা বিভাগ একটি সুপ্রাচীন ও সেবাধর্মী প্রতিষ্ঠান। এই বিভাগের মূল লক্ষ্য হলো বন্দিদের সংশোধনের মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনা।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জেলের যাত্রা শুরু হয়। সময়ের ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানকে আরও স্বচ্ছ ও জনসেবামুখী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। বন্দিদের মানবিক মর্যাদা নিশ্চিত করে সংশোধনের মধ্য দিয়েই সমাজে পুনঃস্থাপনই কারা বিভাগের প্রধান উদ্দেশ্য।
নবীন কারারক্ষীদের উদ্দেশে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কারারক্ষীর জীবন কেবল একটি চাকরি নয়; এটি একটি শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল জীবনব্যবস্থা। এ পর্যন্ত যে প্রশিক্ষণ তারা সম্পন্ন করেছেন, তা কারারক্ষী জীবনের মৌলিক ধাপ মাত্র। প্রশিক্ষণকালে তাদের নিষ্ঠা, একাগ্রতা ও দৃঢ়তা প্রশংসার দাবি রাখে বলেও উল্লেখ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাপনী কুচকাওয়াজে মোট ৬৮৭ জন নবীন কারারক্ষী অংশ নেন। সার্বিক বিষয়ে শ্রেষ্ঠ নবীন কারারক্ষী নির্বাচিত হন মো. তানভীন আহমেদ। ড্রিলে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মো. রাকিব মিয়া, পিটিতে মো. বাপ্পি হোসেন, ফায়ারিংয়ে দ্বিপংকর দাস, অস্ত্রবিহীন যুদ্ধে মো. রনি হোসেন এবং অ্যাকাডেমিতে শ্রেষ্ঠ হন মো. রিয়ন ইসলাম রোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেন এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে নবীন কারারক্ষীদের অভিভাবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছান তারেক রহমান। মাজার জিয়ারত শেষে তিনি সেখানকাত কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন।
১৯ ঘণ্টা আগে
আজ বুধবার বিকেল থেকেই মঞ্চের সামনে উৎসাহী নেতাকর্মীদের ভিড় দেখা যায়। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে সিলেট ও সুনামগঞ্জ বিএনপির সবধরনের প্রস্তুতি প্রায় শেষ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজও নগরীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যো
১ দিন আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলার সংসদীয় ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে জাতীয় পার্টির এক প্রার্থীর নির্বাচনি প্রতীক বরাদ্দের সময় প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার সাবেক সমন্বয়ক মো. নাহিদুল ইসলাম সাজু।
১ দিন আগে