খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ২০: ৩৭
মরদেহের প্রতীকী ছবি

অজ্ঞাত বিষক্রিয়ায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা শেরের মোড় এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তারা।

হাসপাতাল থেকে জোর করে স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় কী ধরনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, তা অজানা থেকে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মৃতরা হলেন সোনাডাঙ্গার বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা আজিবর (৫৯) এবং খালিশপুরের খুলনা পাবলিক কলেজের তোতা (৬০)।

তাদের মধ্যে তোতাকে তার গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

এ ছাড়া খুলনা বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে সনু (৫৮) নামের একজনকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে হাসপাতালে ভর্তির সময় মিথ্যা তথ্য দিয়ে তাদের ভর্তি করা হয় বলে সূত্র জানায়।

খুমেক হাসপাতালের জরুরি বিভাগের রেকর্ড অনুযায়ী মৃত পাঁচজনকে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পথেই তাদের মৃত্যু হলে সেখান থেকেই স্বজনরা তাদের হাসপাতাল থেকে এলাকায় নিয়ে যান।

এ বিষয়ে কেএমপির সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘কী কারণে মৃত্যু হয়েছে, সেটি এখনো আমরা নিশ্চিত নই। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

২০ ঘণ্টা আগে

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

২১ ঘণ্টা আগে

কোটা-বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল চলছে

হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

১ দিন আগে

রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।

২ দিন আগে