খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ২০: ৩৭
মরদেহের প্রতীকী ছবি

অজ্ঞাত বিষক্রিয়ায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা শেরের মোড় এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তারা।

হাসপাতাল থেকে জোর করে স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় কী ধরনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, তা অজানা থেকে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মৃতরা হলেন সোনাডাঙ্গার বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা আজিবর (৫৯) এবং খালিশপুরের খুলনা পাবলিক কলেজের তোতা (৬০)।

তাদের মধ্যে তোতাকে তার গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

এ ছাড়া খুলনা বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে সনু (৫৮) নামের একজনকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে হাসপাতালে ভর্তির সময় মিথ্যা তথ্য দিয়ে তাদের ভর্তি করা হয় বলে সূত্র জানায়।

খুমেক হাসপাতালের জরুরি বিভাগের রেকর্ড অনুযায়ী মৃত পাঁচজনকে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পথেই তাদের মৃত্যু হলে সেখান থেকেই স্বজনরা তাদের হাসপাতাল থেকে এলাকায় নিয়ে যান।

এ বিষয়ে কেএমপির সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘কী কারণে মৃত্যু হয়েছে, সেটি এখনো আমরা নিশ্চিত নই। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোণায় পূজামণ্ডপে হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের ব্যাংকার্স মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে নি

২১ ঘণ্টা আগে

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত

ভারি বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এতে নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে। এমন অবস্থায় যেকোনো মুহূর্তেই বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন কর্তৃপক্ষ।

১ দিন আগে

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালীতে মা ও ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

১ দিন আগে

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, জনজীবন স্বাভাবিক

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ এবং প্রশাসনের জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়ায় জনজীবন স্বাভাবিক হয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ সকল ধরনের যান চলাচল এখন স্বাভাবিকভাবে চলছে। এছাড়া সব ধরনের দোকানপাঠ খুলেছে।

১ দিন আগে