
খুলনা প্রতিনিধি

অজ্ঞাত বিষক্রিয়ায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা শেরের মোড় এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তারা।
হাসপাতাল থেকে জোর করে স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় কী ধরনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, তা অজানা থেকে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মৃতরা হলেন সোনাডাঙ্গার বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা আজিবর (৫৯) এবং খালিশপুরের খুলনা পাবলিক কলেজের তোতা (৬০)।
তাদের মধ্যে তোতাকে তার গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এ ছাড়া খুলনা বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে সনু (৫৮) নামের একজনকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে হাসপাতালে ভর্তির সময় মিথ্যা তথ্য দিয়ে তাদের ভর্তি করা হয় বলে সূত্র জানায়।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগের রেকর্ড অনুযায়ী মৃত পাঁচজনকে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পথেই তাদের মৃত্যু হলে সেখান থেকেই স্বজনরা তাদের হাসপাতাল থেকে এলাকায় নিয়ে যান।
এ বিষয়ে কেএমপির সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘কী কারণে মৃত্যু হয়েছে, সেটি এখনো আমরা নিশ্চিত নই। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

অজ্ঞাত বিষক্রিয়ায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা শেরের মোড় এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তারা।
হাসপাতাল থেকে জোর করে স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় কী ধরনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, তা অজানা থেকে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মৃতরা হলেন সোনাডাঙ্গার বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা আজিবর (৫৯) এবং খালিশপুরের খুলনা পাবলিক কলেজের তোতা (৬০)।
তাদের মধ্যে তোতাকে তার গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এ ছাড়া খুলনা বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে সনু (৫৮) নামের একজনকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে হাসপাতালে ভর্তির সময় মিথ্যা তথ্য দিয়ে তাদের ভর্তি করা হয় বলে সূত্র জানায়।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগের রেকর্ড অনুযায়ী মৃত পাঁচজনকে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পথেই তাদের মৃত্যু হলে সেখান থেকেই স্বজনরা তাদের হাসপাতাল থেকে এলাকায় নিয়ে যান।
এ বিষয়ে কেএমপির সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘কী কারণে মৃত্যু হয়েছে, সেটি এখনো আমরা নিশ্চিত নই। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

স্থানীয়রা বলছিলেন, আবদুল খালেক ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ভোটের মাঠে থেকে গেলে জোনায়েদ সাকির জন্য নির্বাচন কঠিন হয়ে দাঁড়াবে। সবশেষ তথ্য বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন আবদুল খালেক।
১ দিন আগে
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
২ দিন আগে
লালমনিরহাট-১৫ বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে দইখাওয়া বিওপির একটি টহলদল সীমান্তে হঠাৎ গুলির শব্দ শোনতে পায়। পরে সীমান্ত পিলার ৯০২-এর কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় রনি মিয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২ দিন আগে
আহতদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে সৈয়দ সাইদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
৩ দিন আগে