৩৭ লাখ টাকাসহ আটক এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী ব্যুরো

নাটোরে একটি প্রাইভেটকার থেকে প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে রাজশাহীতে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মো. ছাবিউল ইসলাম (৪৩) বর্তমানে এলজিইডির সদর দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। এর আগে তিনি গাইবান্ধা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে গত বছরের ১৪ মার্চ নাটোরে ঢাকা-মেট্রো-ঘ-১২-৮৭৯৭ নম্বর গাড়িতে করে অন্যত্র নেওয়ার সময় তার কাছ থেকে ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, জব্দকৃত টাকার প্রকৃত উৎস ও মালিকানা গোপন বা ছদ্মাবৃত করার অসৎ উদ্দেশ্যে অর্থ স্থানান্তরের মাধ্যমে তিনি মানি লন্ডারিংয়ের অপরাধ করেন। এ কাজে সহযোগিতার অভিযোগে তার গাড়িচালক শ্রী বাপ্পি কুমার দাস (৫০)-কেও মামলার আসামি করা হয়েছে।

রাজশাহী দুদকের পক্ষে মামলার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা বলেন, সোমবার সকালে দুদকের পক্ষ থেকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দইখাওয়া সীমান্ত থেকে গুলিবিদ্ধ যুবক উদ্ধার

লালমনিরহাট-১৫ বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে দইখাওয়া বিওপির একটি টহলদল সীমান্তে হঠাৎ গুলির শব্দ শোনতে পায়। পরে সীমান্ত পিলার ৯০২-এর কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় রনি মিয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

২ দিন আগে

জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত ৪

আহতদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে সৈয়দ সাইদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

২ দিন আগে

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির নওগাঁ

২ দিন আগে

ফেনীতে এনসিপির ৫ নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলনে এনসিপি ফেনী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুলাইযোদ্ধা ওমর ফারুক শুভ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। এখন স্বেছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির

৩ দিন আগে