টাঙ্গাইলে পিন্টুর পর মনোনয়নের তালিকায় ছোট ভাই টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
আব্দুস সালাম পিন্টু (বাঁয়ে) ও সুলতান সালাউদ্দিন টুকু (ডানে)।

‘এক পরিবারে এক প্রার্থী’ নীতির কারণে দেশের অনেক এলাকাতেই একই পরিবারের দুজন সদস্যকে মনোনয়নের তালিকায় রাখেনি বিএনপি। ব্যতিক্রম পাওয়া গেল টাঙ্গাইলে। এ জেলার এক আসনে বড় ভাই আব্দুস সালাম পিন্টুর নাম প্রার্থী হিসেবে আগেই ঘোষণা করেছিল বিএনপি। এবার জেলার আরেক আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর নাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব দ্বিতীয় দফায় ৩৬ আসনের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী হিসেবে টুকুর নাম বলেন তিনি। এর আগে প্রথম দফায় টাঙ্গাইল-২ আসনে তার ভাই পিন্টুর নাম ঘোষণা করা হয়েছিল প্রার্থী হিসেবে।

গোপালপুর ও ভূঞাপুর নিয়ে গঠিত টাঙ্গাইল-২ আসন থেকে মনোনয়ন পেতে যাওয়া আব্দুস সালাম পিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান। অন্যদিকে টাঙ্গাইল-৫ তথা সদর আসনটিতে মনোনয়ন পেতে যাওয়া তার আপন ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির প্রচার সম্পাদক।

টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে প্রথম দফায় সাতটি আসনেই প্রার্থী ঘোষণা করে বিএনপি। টাঙ্গাইল-৫ আসনটি ওই সময় ফাঁকা রাখা হয়েছিল। এ আসনে টুকু ছাড়াও মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

টুকু-ফরহাদ দুজনই এলাকায় নির্বাচন সামনে রেখে প্রচার চালিয়ে আসছেন। এলাকায় অনুষ্ঠিত হচ্ছে পালটাপালটি সভা-সমাবেশ। দুজনের কর্মী-সমর্থকরাই নিজ নিজ নেতার পক্ষে প্রচার চালাচ্ছিলেন। শেষ পর্যন্ত কপাল খুলল টুকুর। তাতে জেলার দুই আসন থেকে দুই ভাইয়ের প্রার্থিতাও নিশ্চিত হলো।

দুই ভাইয়ের মধ্যে আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এর আগে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন তিনি।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন আব্দুস সালাম পিন্টু। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। গত ১ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় সব আসামিকে খালাস দেন। পরে ১৭ বছর পর গত বছরের ২৪ ডিসেম্বর কারামুক্ত হন তিনি।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম লড়তে যাচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু। তবে রাজনৈতিক অঙ্গনে তিনিও অত্যন্ত পরিচিতমুখ। সভাপতি হিসেবে ছাত্রদল ও যুবদলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি। বর্তমানে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নোয়াখালীতে বিআরটিসির ২ বাসে আগুন

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

১৩ ঘণ্টা আগে

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ থেকে ১১টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নিহত যুবকের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।

১৪ ঘণ্টা আগে

গাইবান্ধায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১৫ ঘণ্টা আগে

নড়াইলে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

তিনি দাবি করেন, নির্বাচনী প্রচারণাসহ গণসংযোগে জনসাধারণের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। দেশ স্বাধীনের পর থেকে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে নড়াইল-১ আসনে যোগ্য সংসদ প্রার্থী হয়ে তেমন কেউ উন্নয়নের স্বাক্ষর রাখতে পারেনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের দোয়া-আর্শীবাদে নির্বাচনে জয়ী হলে আমার ৩০ বছরের

১ দিন আগে