কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত তিন নেতা এক মঞ্চে!

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত তিন নেতা এক মঞ্চে এসে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রবিবার রাতের এ ঘটনায় জেলা রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সন্ধ্যায় প্রথমে শহরের পৃথক স্থানে বিক্ষোভ সমাবেশ করেন মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। পরে তারা জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইনের সঙ্গে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে নেতারা বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে অযোগ্য ও দুর্নীতিবাজ বলে অভিযোগ করেন। এ মনোনয়নের পেছনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে দায়ী করে তাকে ষড়যন্ত্রকারী ও কালো টাকার মালিক হিসেবেও আখ্যায়িত করেন বক্তারা। অবিলম্বে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে “যোগ্য ও ত্যাগী” নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

স্টেশন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে রেজাউল করিম খান চুন্নু আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে একই সময়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সমাবেশ করেন ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।

সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন নেতা-কর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন রেজাউল করিম খান চুন্নু, রুহুল হোসাইন ও খালেদ সাইফুল্লাহ সোহেল।

এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলামও উপস্থিত ছিলেন।

মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, মাজহারুল ইসলাম ত্যাগী নেতা। আন্দোলন-সংগ্রামে তিনি মাঠে ছিলেন। মনোনয়ন দেওয়ার কর্তৃত্ব আমার নয়, এটি দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত। পরিস্থিতি শান্ত রাখতে তিনি সবাইকে শালীনতা বজায় রাখার আহ্বান জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে এনসিপির কমিটি ঘিরে বিশৃঙ্খলায় বৈষম্যবিরোধীর পাঁচ নেতাকে শোকজ

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটিকে ঘিরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

১ দিন আগে

শিক্ষাভবন অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষাভবন মোড় অবরোধ করেছেন ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১টার দিকে তারা শিক্ষাভবন মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।

১ দিন আগে

‎বিটিআরসির সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রক্রিয়ার সংস্কার, বাজারে একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং সবার জন্য মোবাইল ফোন আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনের সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

১ দিন আগে

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

১ দিন আগে