
মানিকগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় ফেরিগুলো আবার চলতে শুরু করে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম মিয়া জানান, দুপাশের ঘাটে ছোটবড় মিলিয়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। শত শত মানুষ তীব্র শীতে দুর্ভোগ পোহাছিলেন। কিন্তু কুয়াশায় ঝুঁকির কারণে ফেরি ছাড়তে দেওয়া হয়নি। কুয়াশার কিছুটা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোটবড় তিনটি ফেরি।
আরিচা-কাজীরহাট নৌ রুটে মাঝ নদীতে আটকা পড়েছিল চিত্রা নামের একটি ফেরি। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে মাঝ নদীতে আটকা পড়েছিল কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নাম দুটি ফেরি।

ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় ফেরিগুলো আবার চলতে শুরু করে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম মিয়া জানান, দুপাশের ঘাটে ছোটবড় মিলিয়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। শত শত মানুষ তীব্র শীতে দুর্ভোগ পোহাছিলেন। কিন্তু কুয়াশায় ঝুঁকির কারণে ফেরি ছাড়তে দেওয়া হয়নি। কুয়াশার কিছুটা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোটবড় তিনটি ফেরি।
আরিচা-কাজীরহাট নৌ রুটে মাঝ নদীতে আটকা পড়েছিল চিত্রা নামের একটি ফেরি। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে মাঝ নদীতে আটকা পড়েছিল কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নাম দুটি ফেরি।

রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ার ঝলমলিয়ায় কলার হাটে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
১ দিন আগে
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর প্রায় সব এলাকাতেই খ্রিষ্টীয় নববর্ষ বরণ করতে ফোটানো হয়েছে পটকা-আতশবাজি। এর মধ্যে মিরপুরে এক ভবনে আতশবাজি থেকে আগুনের ঘটনাও ঘটেছে।
১ দিন আগে
সারাজীবন মেহনতি মানুষের পক্ষে বৈষম্যবিরোধী রাজনীতি করে গেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন। নতুন প্রজন্মের কাছে এই মহান নেতার জীবনী তুলে ধরতে সকলকে এগিয়ে আসতে হবে। ১৯৯০ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
২ দিন আগে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজশাহী জেলার বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব জানাজায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
২ দিন আগে