
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে হামলা-সংঘর্ষ ঘিরে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে শুক্রবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় নুরাল পাগলের দরবার শরিফে হামলার ঘটনা ঘটে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় হামলার মধ্যে ওই দরবারে আগুন ধরিয়েও দেওয়া হয়। নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুনে পিড়িয়ে দেওয়া হয়।
এসব হামলা ও সংঘর্ষে একজন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২১ জনকে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নুরাল পাগলার দরবার ঘিরে স্থানীয়দের সঙ্গে তার ভক্ত-অনুসারীদের দ্বন্দ্ব পুরনো। স্থানীয়রা জানান, নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিকে কাবা শরিফের মতো করে রং করা হয়।
এ নিয়ে স্থানীয় আলেম সমাজ ও তৌহিদি জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন। দফায় দফায় বৈঠক হলেও দুপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে টলানো যায়নি। নুরাল পাগলার কবর স্বাভাবিক উচ্চতায় না আনা হলে শুক্রবার জুমার নামাজের পরে তৌহিদি জনতা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
ওসি রাকিবুল ইসলাম বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা। সেখান থেকেই একপর্যায়ে পুলিশের ওপর হামলা করা হয়, দুটি গাটি ভাঙচুর করা হয়।
পুলিশ জানায়, পরে নুরাল পাগলের দরবার শরিফে হামলা চালানো হয়। ভেতর থেকে প্রতিরোধ করেন নুরাল পাগলের ভক্তরা। পরে নুরাল পাগলের দরবার শরিফে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদি জনতা। এ সময় সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত মানুষ আহত হন।
ওসি রাকিবুল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এ ঘটনায় অজ্ঞাত সাড়ে তিন হাজার মানুষকে আসামি করে মামলা করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ঘটনার পর থেকে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নুরাল পাগলের দরবার শরিফ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা রহয়েছে। দরবার শরিফে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে হামলা-সংঘর্ষ ঘিরে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে শুক্রবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় নুরাল পাগলের দরবার শরিফে হামলার ঘটনা ঘটে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় হামলার মধ্যে ওই দরবারে আগুন ধরিয়েও দেওয়া হয়। নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুনে পিড়িয়ে দেওয়া হয়।
এসব হামলা ও সংঘর্ষে একজন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২১ জনকে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নুরাল পাগলার দরবার ঘিরে স্থানীয়দের সঙ্গে তার ভক্ত-অনুসারীদের দ্বন্দ্ব পুরনো। স্থানীয়রা জানান, নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিকে কাবা শরিফের মতো করে রং করা হয়।
এ নিয়ে স্থানীয় আলেম সমাজ ও তৌহিদি জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন। দফায় দফায় বৈঠক হলেও দুপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে টলানো যায়নি। নুরাল পাগলার কবর স্বাভাবিক উচ্চতায় না আনা হলে শুক্রবার জুমার নামাজের পরে তৌহিদি জনতা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
ওসি রাকিবুল ইসলাম বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা। সেখান থেকেই একপর্যায়ে পুলিশের ওপর হামলা করা হয়, দুটি গাটি ভাঙচুর করা হয়।
পুলিশ জানায়, পরে নুরাল পাগলের দরবার শরিফে হামলা চালানো হয়। ভেতর থেকে প্রতিরোধ করেন নুরাল পাগলের ভক্তরা। পরে নুরাল পাগলের দরবার শরিফে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদি জনতা। এ সময় সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত মানুষ আহত হন।
ওসি রাকিবুল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এ ঘটনায় অজ্ঞাত সাড়ে তিন হাজার মানুষকে আসামি করে মামলা করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ঘটনার পর থেকে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নুরাল পাগলের দরবার শরিফ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা রহয়েছে। দরবার শরিফে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সাইফুল সরদারের বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। নিহত সাইফুল আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
১৫ ঘণ্টা আগে
ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৮ ঘণ্টা আগে
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টা নাগাদ হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১৯ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছেড়েছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি টানা ২২ বছর টেকনাফের উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
২০ ঘণ্টা আগে